টেনিসের স্বর্ণযুগ কি তবে শেষের দিকে
শিল্প, সাহিত্য, সংগীত, চলচ্চিত্র–এমনকি খেলার আকাশেও আকস্মিক একটি নক্ষত্র–প্রজন্মের আগমন ঘটে। যাদের যূথবদ্ধ প্রচেষ্টা সেই ক্ষণটাকে স্বর্ণাক্ষরে লিখে রাখে। রুশ সাহিত্যে এমনই একটি প্রজন্ম এসেছিল নিকোলাই গোগোল ও ফিওদর দস্তয়েভস্কির হাত ধরে।