Ajker Patrika

উইম্বলডন ও টোকিও অলিম্পিকে থাকছেন না নাদাল

আপডেট : ২৪ জুন ২০২১, ১৩: ৫৪
উইম্বলডন ও টোকিও অলিম্পিকে থাকছেন না নাদাল

ঢাকা: উইম্বলডন ও টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন রাফায়েল নাদাল। ৩৫ বছর বয়সী এই স্প্যানিশ টেনিস তারকা নিজের সিদ্ধান্তের কথা টুইটে জানিয়েছেন। কয়েক দিন আগে ফ্রেঞ্চ ওপেন খেলা নাদাল ফিট থেকে ক্যারিয়ার আরও দীর্ঘ করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন।

রজার ফেদেরার সঙ্গে যৌথ সর্বোচ্চ ২০টি গ্র্যান্ড স্লাম বিজয়ী নাদাল এবার ফ্রেঞ্চ ওপেন খেলেছিলেন সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম বিজয়ের রেকর্ড গড়তেই। স্বপ্নটা আপাতত পূরণ হয়নি তাঁর। জোকোভিচের বিপক্ষে সেমিফাইনালের প্রথম সেট জিতেও শেষ পর্যন্ত টানা তিন সেটে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যান। এখন কিছুটা সময় নিয়ে আরও ফিট হয়ে কোর্টে ফিরতে চান এই স্প্যানিয়ার্ড। বলেছেন, ‘আমার লক্ষ্য ক্যারিয়ার আরও দীর্ঘ করা। যে কাজটা করতে আমার ভালো লাগে, সেই কাজ আপাতত চালিয়ে যেতে চাই। ফিট থেকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।’

মাত্রই ফ্রেঞ্চ ওপেনের ধকল গেছে নাদালের ওপর। ২৮ জুন শুরু হচ্ছে উইম্বলডন। টেনিসের অন্যতম মর্যাদার এই টুর্নামেন্টে না খেলে সময়টা নিজেকে ফিট রাখতেই বেশি কাজে লাগাবেন ২০টি গ্র্যান্ড স্লাম বিজয়ী নাদাল। তিনি অংশ নেবেন না টোকিও অলিম্পিকে।

কঠিন দুটি সিদ্ধান্ত অবশ্য ভেবেচিন্তেই নিয়েছেন নাদাল। টুইটে তিনি লিখেছেন, ‘সিদ্ধান্ত নিয়েছি এবারের উইম্বলডন ও টোকিও অলিম্পিকে অংশ নেব না। এই সিদ্ধান্ত নেওয়া আমার জন্য সহজ ছিল না। তবে আমার শরীর সায় দিচ্ছে না, তাই দলের অন্যদের সঙ্গে আলোচনা করে আমার মনে হয়েছে এটিই সঠিক সিদ্ধান্ত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত