ঢাকা: অপেক্ষা যেন বেড়েই চলেছে সেরেনা উইলিয়ামসের। ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর আর কোনো গ্র্যান্ড স্লাম জিততে পারেননি সেরেনা। এবারের ফ্রেঞ্চ ওপেনে মার্গারেট কোর্টের ২৪ বার গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছোঁয়ার সুযোগ ছিল সেরেনার সামনে। কিন্তু তা আর হলো কই। কাল বাছাইয়ে ২২ নম্বরে থাকা এলেনা রিবানিকার কাছে সরাসরি সেটে হেরে (৩-৬,৫-৭ গেমে) ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডেই বিদায় নিলেন এই মার্কিন টেনিস তারকা।
কাল শুরু থেকেই রিবানিকার সঙ্গে পেরে উঠছিলেন না সেরেনা। কাজাখ তারকা রিবানিকার কোনো সার্ভ ব্রেক করতে পারছিলেন না মার্কিন তারকা। প্রথম সেটে রিবানিকা খুব সহজেই (৬-৩ গেমে) হারিয়ে দেয় সেরেনাকে।
দ্বিতীয় সেট থেকেই ফিরে আসার চেস্টা করেন সেরেনা। কিন্তু এবারে খুব কাছাকাছি এসেও জিততে পারেননি তিনি। হেরেছেন দ্বিতীয় সেটেও (৫-৭)। রিবানিকার কাছে সরাসরি সেটে হেরে ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিতে হলো সেরেনাকে।
কাল ফ্রেঞ্চ ওপেন থেকে ছিটকে যাওয়ার পর হতাশা ঝরেছে সেরেনার কণ্ঠে। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘দ্বিতীয় সেটটা খুব কাছাকাছি গিয়েও জিততে পারিনি। কিছু পয়েন্ট পেয়েও পাইনি। যা ম্যাচের পার্থক্য করে দিয়েছে। মাটির কোর্ট আমার খুব পছন্দের। জিততে খুব চেষ্টা করেছি। কিন্তু পারিনি।’
২০১৭ সালে সর্বশেষ গ্র্যান্ড স্লাম জিতেছিলেন সেরেনা। কাল চতর্থ রাউন্ডে বিদায় নিয়ে অপেক্ষা আরও একটু বাড়ল। ২৮ জুন শুরু হওয়া উইম্বলডন জিতে মার্গারেটের রেকর্ডে ভাগ বসাতে পারবেন কিনা সেটি আপাতত সময়ের কাছেই তোলা থাক!
ঢাকা: অপেক্ষা যেন বেড়েই চলেছে সেরেনা উইলিয়ামসের। ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর আর কোনো গ্র্যান্ড স্লাম জিততে পারেননি সেরেনা। এবারের ফ্রেঞ্চ ওপেনে মার্গারেট কোর্টের ২৪ বার গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছোঁয়ার সুযোগ ছিল সেরেনার সামনে। কিন্তু তা আর হলো কই। কাল বাছাইয়ে ২২ নম্বরে থাকা এলেনা রিবানিকার কাছে সরাসরি সেটে হেরে (৩-৬,৫-৭ গেমে) ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডেই বিদায় নিলেন এই মার্কিন টেনিস তারকা।
কাল শুরু থেকেই রিবানিকার সঙ্গে পেরে উঠছিলেন না সেরেনা। কাজাখ তারকা রিবানিকার কোনো সার্ভ ব্রেক করতে পারছিলেন না মার্কিন তারকা। প্রথম সেটে রিবানিকা খুব সহজেই (৬-৩ গেমে) হারিয়ে দেয় সেরেনাকে।
দ্বিতীয় সেট থেকেই ফিরে আসার চেস্টা করেন সেরেনা। কিন্তু এবারে খুব কাছাকাছি এসেও জিততে পারেননি তিনি। হেরেছেন দ্বিতীয় সেটেও (৫-৭)। রিবানিকার কাছে সরাসরি সেটে হেরে ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিতে হলো সেরেনাকে।
কাল ফ্রেঞ্চ ওপেন থেকে ছিটকে যাওয়ার পর হতাশা ঝরেছে সেরেনার কণ্ঠে। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘দ্বিতীয় সেটটা খুব কাছাকাছি গিয়েও জিততে পারিনি। কিছু পয়েন্ট পেয়েও পাইনি। যা ম্যাচের পার্থক্য করে দিয়েছে। মাটির কোর্ট আমার খুব পছন্দের। জিততে খুব চেষ্টা করেছি। কিন্তু পারিনি।’
২০১৭ সালে সর্বশেষ গ্র্যান্ড স্লাম জিতেছিলেন সেরেনা। কাল চতর্থ রাউন্ডে বিদায় নিয়ে অপেক্ষা আরও একটু বাড়ল। ২৮ জুন শুরু হওয়া উইম্বলডন জিতে মার্গারেটের রেকর্ডে ভাগ বসাতে পারবেন কিনা সেটি আপাতত সময়ের কাছেই তোলা থাক!
স্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।
২ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ভারত-পাকিস্তান ম্যাচটা আন্তর্জাতিক ক্রিকেটের না হলেও ভক্ত-সমর্থকদের আগ্রহ ছিল বেশি। কারণ, দুই চিরপ্রতিদ্বন্দ্বী যখন কালেভদ্রে মুখোমুখি হয়, তখন তাদের ম্যাচ মানেই ভিন্ন আবহ। কিন্তু এবার শেষ মুহূর্তে পানি ঢেলে দিয়েছে ভারত চ্যাম্পিয়নস।
২ ঘণ্টা আগেবিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাত্র ওড়া শুরু করেছিল। কিন্তু ওড়ার অল্প সময় পরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমান দুর্ঘটনার পর ঘটনাস্থলে মানুষের ভিড় দেখা যায়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনা নিয়ে পোস্ট করছেন।
৩ ঘণ্টা আগেমিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জয়ের পর বাংলাদেশ দল এখন ফুরফুরে মেজাজে। লিটন দাস, পারভেজ হোসেন ইমনরা সিরিজ জয় থেকে কেবল এক ম্যাচ দূরে। ঠিক তার বিপরীত অবস্থা এখন পাকিস্তান দলের। বাংলাদেশের কাছে হারের পর কঠোর সমালোচনা করেছেন সাবেক পাকিস্তানিরা।
৪ ঘণ্টা আগে