ঢাকা: অপেক্ষা যেন বেড়েই চলেছে সেরেনা উইলিয়ামসের। ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর আর কোনো গ্র্যান্ড স্লাম জিততে পারেননি সেরেনা। এবারের ফ্রেঞ্চ ওপেনে মার্গারেট কোর্টের ২৪ বার গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছোঁয়ার সুযোগ ছিল সেরেনার সামনে। কিন্তু তা আর হলো কই। কাল বাছাইয়ে ২২ নম্বরে থাকা এলেনা রিবানিকার কাছে সরাসরি সেটে হেরে (৩-৬,৫-৭ গেমে) ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডেই বিদায় নিলেন এই মার্কিন টেনিস তারকা।
কাল শুরু থেকেই রিবানিকার সঙ্গে পেরে উঠছিলেন না সেরেনা। কাজাখ তারকা রিবানিকার কোনো সার্ভ ব্রেক করতে পারছিলেন না মার্কিন তারকা। প্রথম সেটে রিবানিকা খুব সহজেই (৬-৩ গেমে) হারিয়ে দেয় সেরেনাকে।
দ্বিতীয় সেট থেকেই ফিরে আসার চেস্টা করেন সেরেনা। কিন্তু এবারে খুব কাছাকাছি এসেও জিততে পারেননি তিনি। হেরেছেন দ্বিতীয় সেটেও (৫-৭)। রিবানিকার কাছে সরাসরি সেটে হেরে ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিতে হলো সেরেনাকে।
কাল ফ্রেঞ্চ ওপেন থেকে ছিটকে যাওয়ার পর হতাশা ঝরেছে সেরেনার কণ্ঠে। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘দ্বিতীয় সেটটা খুব কাছাকাছি গিয়েও জিততে পারিনি। কিছু পয়েন্ট পেয়েও পাইনি। যা ম্যাচের পার্থক্য করে দিয়েছে। মাটির কোর্ট আমার খুব পছন্দের। জিততে খুব চেষ্টা করেছি। কিন্তু পারিনি।’
২০১৭ সালে সর্বশেষ গ্র্যান্ড স্লাম জিতেছিলেন সেরেনা। কাল চতর্থ রাউন্ডে বিদায় নিয়ে অপেক্ষা আরও একটু বাড়ল। ২৮ জুন শুরু হওয়া উইম্বলডন জিতে মার্গারেটের রেকর্ডে ভাগ বসাতে পারবেন কিনা সেটি আপাতত সময়ের কাছেই তোলা থাক!
ঢাকা: অপেক্ষা যেন বেড়েই চলেছে সেরেনা উইলিয়ামসের। ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর আর কোনো গ্র্যান্ড স্লাম জিততে পারেননি সেরেনা। এবারের ফ্রেঞ্চ ওপেনে মার্গারেট কোর্টের ২৪ বার গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছোঁয়ার সুযোগ ছিল সেরেনার সামনে। কিন্তু তা আর হলো কই। কাল বাছাইয়ে ২২ নম্বরে থাকা এলেনা রিবানিকার কাছে সরাসরি সেটে হেরে (৩-৬,৫-৭ গেমে) ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডেই বিদায় নিলেন এই মার্কিন টেনিস তারকা।
কাল শুরু থেকেই রিবানিকার সঙ্গে পেরে উঠছিলেন না সেরেনা। কাজাখ তারকা রিবানিকার কোনো সার্ভ ব্রেক করতে পারছিলেন না মার্কিন তারকা। প্রথম সেটে রিবানিকা খুব সহজেই (৬-৩ গেমে) হারিয়ে দেয় সেরেনাকে।
দ্বিতীয় সেট থেকেই ফিরে আসার চেস্টা করেন সেরেনা। কিন্তু এবারে খুব কাছাকাছি এসেও জিততে পারেননি তিনি। হেরেছেন দ্বিতীয় সেটেও (৫-৭)। রিবানিকার কাছে সরাসরি সেটে হেরে ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিতে হলো সেরেনাকে।
কাল ফ্রেঞ্চ ওপেন থেকে ছিটকে যাওয়ার পর হতাশা ঝরেছে সেরেনার কণ্ঠে। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘দ্বিতীয় সেটটা খুব কাছাকাছি গিয়েও জিততে পারিনি। কিছু পয়েন্ট পেয়েও পাইনি। যা ম্যাচের পার্থক্য করে দিয়েছে। মাটির কোর্ট আমার খুব পছন্দের। জিততে খুব চেষ্টা করেছি। কিন্তু পারিনি।’
২০১৭ সালে সর্বশেষ গ্র্যান্ড স্লাম জিতেছিলেন সেরেনা। কাল চতর্থ রাউন্ডে বিদায় নিয়ে অপেক্ষা আরও একটু বাড়ল। ২৮ জুন শুরু হওয়া উইম্বলডন জিতে মার্গারেটের রেকর্ডে ভাগ বসাতে পারবেন কিনা সেটি আপাতত সময়ের কাছেই তোলা থাক!
ব্যাপক চেষ্টার পর এডনাল্ডো রদ্রিগেজের গুরুত্বপূর্ণ ভূমিকাই কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে পেয়েছে ব্রাজিল। সেই সুখবরের সপ্তাহ না পেরোতেই দুঃসংবাদ। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সভাপতি এডনাল্ডোসহ বর্তমান বোর্ডকে সরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন রিও দে জেনেইরোর একটি আদালত।
২ ঘণ্টা আগেচোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ে গত মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি লিওনেল মেসি। দুই ম্যাচ পর আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। অধিনায়ককে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রাথমিক দল দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
৩ ঘণ্টা আগেদারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার
৪ ঘণ্টা আগেরুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
৫ ঘণ্টা আগে