জয়ের পর কী ঘটেছে তা বুঝতেই কিছুটা সময় লাগল অ্যাশলে বার্টির! তারপর উদযাপনে মেতেছেন, অঝোরে কেঁদেছেনও। প্রথম উইম্বলডন শিরোপা বলে কথা! চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভার বিপক্ষে স্নায়ুক্ষয়ী ফাইনালে ৬–৩, ৬–৭ (৪–৭) ও ৬–৩ গেমে জিতেছেন বার্টি। এটি বার্টির দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়। এর আগে ২০১৯ সালের ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতেছিলেন তিনি।
সেন্টার কোর্টের ঘাসে প্রথম সেটের শুরু থেকেই দাপুটে বার্টি। চেক প্রতিপক্ষ প্লিসকোভা স্নায়ু চাপে বেশ জবুথবু হয়ে ছিলেন। পিছিয়ে যান ৩–০ গেমে। সেখান থেকে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তা যথেষ্ট ছিল না। হেরে যান ৬–৩ গেমে।
দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান প্লিসকোভা। বার্টিও পাল্টা আক্রমণে গেলে জমে উঠে ম্যাচ। এক পর্যায়ে সেটটি চলে যায় টাইব্রেকারে। সেখানে শুরুতে বার্টি এগিয়ে থাকলেও শেষ রক্ষা হয়নি। ৬–৭ (৪–৭) গেমে হেরে পিছিয়ে যান তিনি।
তৃতীয় সেটে অবশ্য আবারও বার্টির দাপট। এবার আর প্লিসকোভাকে কোনো সুযোগ দেননি তিনি। ৬–৩ গেমে জিতে শিরোপাও নিজের করে নেন।
জয়ের পর স্বাভাবিকভাবেই আবেগতাড়িত হয়ে পড়েন অস্ট্রেলিয়ান শীর্ষ বাছাই বার্টি। জয়ের আনন্দে কেঁদেছেন। শিরোপা জয়ের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এটা অবিশ্বাস্য! প্রথমে প্লিসকোভাকে অভিনন্দন জানাতে চাই। পাশাপাশি স্টেডিয়ামে উপস্থিত সবাইকে ধন্যবাদ দিতে চাই। আমার স্বপ্নকে আরও রাঙিয়েছেন। সবাইকে ধন্যবাদ।’
জয়ের পর কী ঘটেছে তা বুঝতেই কিছুটা সময় লাগল অ্যাশলে বার্টির! তারপর উদযাপনে মেতেছেন, অঝোরে কেঁদেছেনও। প্রথম উইম্বলডন শিরোপা বলে কথা! চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভার বিপক্ষে স্নায়ুক্ষয়ী ফাইনালে ৬–৩, ৬–৭ (৪–৭) ও ৬–৩ গেমে জিতেছেন বার্টি। এটি বার্টির দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়। এর আগে ২০১৯ সালের ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতেছিলেন তিনি।
সেন্টার কোর্টের ঘাসে প্রথম সেটের শুরু থেকেই দাপুটে বার্টি। চেক প্রতিপক্ষ প্লিসকোভা স্নায়ু চাপে বেশ জবুথবু হয়ে ছিলেন। পিছিয়ে যান ৩–০ গেমে। সেখান থেকে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তা যথেষ্ট ছিল না। হেরে যান ৬–৩ গেমে।
দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান প্লিসকোভা। বার্টিও পাল্টা আক্রমণে গেলে জমে উঠে ম্যাচ। এক পর্যায়ে সেটটি চলে যায় টাইব্রেকারে। সেখানে শুরুতে বার্টি এগিয়ে থাকলেও শেষ রক্ষা হয়নি। ৬–৭ (৪–৭) গেমে হেরে পিছিয়ে যান তিনি।
তৃতীয় সেটে অবশ্য আবারও বার্টির দাপট। এবার আর প্লিসকোভাকে কোনো সুযোগ দেননি তিনি। ৬–৩ গেমে জিতে শিরোপাও নিজের করে নেন।
জয়ের পর স্বাভাবিকভাবেই আবেগতাড়িত হয়ে পড়েন অস্ট্রেলিয়ান শীর্ষ বাছাই বার্টি। জয়ের আনন্দে কেঁদেছেন। শিরোপা জয়ের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এটা অবিশ্বাস্য! প্রথমে প্লিসকোভাকে অভিনন্দন জানাতে চাই। পাশাপাশি স্টেডিয়ামে উপস্থিত সবাইকে ধন্যবাদ দিতে চাই। আমার স্বপ্নকে আরও রাঙিয়েছেন। সবাইকে ধন্যবাদ।’
লিওনেল মেসির ম্যাচ মানেই যেন নিত্যনতুন রেকর্ড। ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল—আর্জেন্টাইন তারকা ফুটবলার খেললেই রেকর্ড হয়ে যায়। দল, ব্যক্তিগত রেকর্ড ছাপিয়ে দর্শকেরও রেকর্ড দেখা যায়। কারণ, কিংবদন্তি মেসিকে দেখতেই স্টেডিয়ামে আসেন কয়েক হাজার দর্শক।
৩৮ মিনিট আগেচার বছর পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সিলেটে আজ শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
১ ঘণ্টা আগেঅনুশীলন শেষে কাল টিম বাসে ওঠার আগে মুশফিকুর রহিম উইকেট একটু দেখে এলেন। সবুজাভ উইকেট দেখে ঢাকা থেকে উড়ে যাওয়া কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে হালকা রসিকতাও বুঝি করলেন বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার।
২ ঘণ্টা আগেপ্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
১২ ঘণ্টা আগে