Ajker Patrika

উইম্বলডন জিতে অঝোরে কাঁদলেন বার্টি

উইম্বলডন জিতে অঝোরে কাঁদলেন বার্টি

জয়ের পর কী ঘটেছে তা বুঝতেই কিছুটা সময় লাগল অ্যাশলে বার্টির! তারপর উদযাপনে মেতেছেন, অঝোরে কেঁদেছেনও। প্রথম উইম্বলডন শিরোপা বলে কথা! চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভার বিপক্ষে স্নায়ুক্ষয়ী ফাইনালে ৬–৩, ৬–৭ (৪–৭) ও ৬–৩ গেমে জিতেছেন বার্টি। এটি বার্টির দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়। এর আগে ২০১৯ সালের ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতেছিলেন তিনি। 

সেন্টার কোর্টের ঘাসে প্রথম সেটের শুরু থেকেই দাপুটে বার্টি। চেক প্রতিপক্ষ প্লিসকোভা স্নায়ু চাপে বেশ জবুথবু হয়ে ছিলেন। পিছিয়ে যান ৩–০ গেমে। সেখান থেকে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তা যথেষ্ট ছিল না। হেরে যান ৬–৩ গেমে। 

দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান প্লিসকোভা। বার্টিও পাল্টা আক্রমণে গেলে জমে উঠে ম্যাচ। এক পর্যায়ে সেটটি চলে যায় টাইব্রেকারে। সেখানে শুরুতে বার্টি এগিয়ে থাকলেও শেষ রক্ষা হয়নি। ৬–৭ (৪–৭) গেমে হেরে পিছিয়ে যান তিনি।

তৃতীয় সেটে অবশ্য আবারও বার্টির দাপট। এবার আর প্লিসকোভাকে কোনো সুযোগ দেননি তিনি। ৬–৩ গেমে জিতে শিরোপাও নিজের করে নেন। 

জয়ের পর স্বাভাবিকভাবেই আবেগতাড়িত হয়ে পড়েন অস্ট্রেলিয়ান শীর্ষ বাছাই বার্টি। জয়ের আনন্দে কেঁদেছেন। শিরোপা জয়ের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এটা অবিশ্বাস্য! প্রথমে প্লিসকোভাকে অভিনন্দন জানাতে চাই। পাশাপাশি স্টেডিয়ামে উপস্থিত সবাইকে ধন্যবাদ দিতে চাই। আমার স্বপ্নকে আরও রাঙিয়েছেন। সবাইকে ধন্যবাদ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত