Ajker Patrika

ম্যাচ পাতানোর অভিযোগে নারী টেনিস খেলোয়াড় আটক

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ঢাকা: ফ্রেঞ্চ ওপেনে একের পর এক ঝুটঝামেলা লেগেই আছে। নাওমি ওসাকার নাম প্রত্যাহারের পর এবার ম্যাচ পাতানোর সন্দেহে গ্রেপ্তার হয়েছেন রাশিয়ার টেনিস খেলোয়াড় ইয়ানা সিজিকোভা।

শুক্রবার প্যারিসের পুলিশ সিজিকোভাকে আটক করলেও এখনো বিস্তারিত কিছু জানায়নি। রয়টার্সের মতে, গ্রেপ্তারটি ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগের সঙ্গে সম্পর্কিত। তবে ম্যাচটি এবারের নয় গতবারের।  ২০২০ ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচে হেরে বিদায় নেন সিজিকোভা ও তার ডাবলসের সঙ্গী যুক্তরাষ্ট্রের ম্যাডিসন ব্রেঙ্গল। অভিযোগ আছে, সেই হারা ম্যাচটি পাতিয়েছিলেন সিজিকোভা।

আগেরবারের মতো এবারও ডাবলসের প্রথম রাউন্ডে হেরে ছিটকে গেছেন সিজিকোভা। টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও এখনই প্যারিস ছাড়তে পারছেন না এই টেনিস তারকা।

সিজিকোভার গ্রেপ্তার প্রসঙ্গে কথা বলেছেন রাশিয়ান টেনিস ফেডারেশনের সভাপতি সামিল টারপিসকেভ। তিনি বলেছেন, ‘আমরা কোনো তথ্য প্রমাণ পাইনি (মামলার বিষয়ে)। তাই আসলে কি ঘটেছে তা বলা যাচ্ছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত