Ajker Patrika

লাল দুর্গে নাদালকে থামাবেন কে

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৪ জুন ২০২১, ১৫: ২৪
Thumbnail image

ঢাকা: ফ্রেঞ্চ ওপেন যেন শুধুই রাফায়েল নাদালের। এখানে তাঁকে যেন থামানোই যায় না! স্প্যানিশ তারকার ২০ গ্র্যান্ড স্লামের ১৩টিই যে এসেছে ফ্রেঞ্চ ওপেনে। কাল জ্যানিক সিনারকে সরাসরি সেটে (৭-৫, ৬-৩, ৬-০ গেমে) হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন বাছাইয়ের তিনে থাকা নাদাল। এ নিয়ে টানা ৩৫ সেটে অপরাজিত রাফা।

প্রথম তিন রাউন্ডের ফর্ম নাদাল কাল টেনে আনলেন চতুর্থ রাউন্ডেও। প্রথম দিকে নাদালকে একটু নড়বড়ে লাগছিল। তবু সিনারকে ৭-৫ গেমে হারিয়ে প্রথম সেট জিতে নেন স্প্যানিশ টেনিস তারকা।

দ্বিতীয় সেটে ৪-০ গেমে পিছিয়ে ছিলেন সিনার। সেখান থেকে নাদালের সার্ভ দুবার ব্রেক করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন ইতালিয়ান টেনিস তারকা। তাতে খুব একটা সমস্যায় পড়তে হয়নি নাদালকে। ৬-৩ গেমে ইতালিয়ানকে হারিয়ে টানা দ্বিতীয় সেট জিতেছেন স্প্যানিশ টেনিস তারকা। আর তৃতীয় সেটে সিনারকে ৬-৩ গেমে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের শেষ আটে পৌঁছে গেছেন ২০ বারের গ্র্যান্ড স্লামজয়ী তারকা।

আগামীকাল দিয়েগো শোয়ার্টজম্যানের বিপক্ষে কোয়ার্টারে মুখোমুখি হবেন স্প্যানিশ টেনিস তারকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত