Ajker Patrika

মাটির কোর্টের সঙ্গে ‘শত্রুতা’ ঘোচাচ্ছেন মেদভেদেভ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৩ জুন ২০২১, ২০: ১০
Thumbnail image

ঢাকা: দানিল মেদভেদেভের কাছে মাটির কোর্ট বরাবরই অচেনা। ফ্রেঞ্চ ওপেনে আগের চারবারের প্রতিবারই প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছিল তাঁকে। রাশিয়ার এই দ্বিতীয় বাছাই এবার অবশ্য ফিরেছেন ভিন্ন রূপে। প্রথম রাউন্ডের গেরো খোলে মেদভেদেভ পৌঁছে গেছেন তৃতীয় রাউন্ডে। কাল রাতের ম্যাচে টমি পলকে ৩-৬, ৬-১, ৬-৪ ও ৬-৩ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেছেন তিনি।

মেদভেদেভর জন্য জয়টা অবশ্য সহজ ছিল না। যুক্তরাষ্ট্রের ৫২ নম্বর বাছাই পলের বিপক্ষে ৩–৬ গেমে হেরে যান প্রথম সেট। দ্বিতীয় সেটে অবশ্য ঠিকই ঘুরে দাঁড়িয়েছেন মেদভেদেভ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। টানা তিন সেট জিতে মেদভেদেভ পৌঁছে যান তৃতীয় রাউন্ডে।

এ জয় হয়তো নতুন করে গ্র্যান্ড স্লাম স্বপ্ন দেখাবে মেদভেদেভকে। গত দুই বছরে দুটি গ্র্যান্ড স্লামের ফাইনালে হেরেছেন তিনি। ২০১৯ সালে রাফায়েল নাদালের বিপক্ষে হেরেছিলেন ইউএস ওপেনের ফাইনাল। এ বছরের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হেরেছেন নোভাক জোকোভিচের কাছে।

অন্যদিকে নারী এককে জয় পেয়েছেন ফেবারিট সেরেনা উইলিয়ামস। রুমানিয়ার মাহিয়েলা বুজারেনস্কুকে ৬–৩, ৫–৭ ও ৬–১ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে গেছেন এই মার্কিন সুপারস্টার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত