Ajker Patrika

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে চায় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১১: ৪৬
পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। ছবি: বিসিবি
পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। ছবি: বিসিবি

ডিপ মিড উইকেটে শামীম হোসেন পাটোয়ারী ক্যাচটা ধরতেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শোনা যায় গর্জন। মিরপুরে দর্শকদের এই উচ্ছ্বাস যে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের উচ্ছ্বাস। সেই সিরিজ জয়টাও এল এক ম্যাচ হাতে রেখেই। তবে জাকের আলী অনিক এখানেই থামতে চান না।

টি-টোয়েন্টিতে ১৩৪ রানের লক্ষ্য হলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানের জন্য গতকাল এটাই হয়ে যায় পাহাড়সমান। হাতে ১ উইকেট নিয়ে শেষ ওভারে সফরকারীদের সামনে ছিল ১৩ রানের সমীকরণ। প্রথম বলে মোস্তাফিজুর রহমানকে পাকিস্তানের টেলএন্ডার ব্যাটার আহমেদ দানিয়াল চার মারেন। পরের বলটাও তুলে মেরেছিলেন। কিন্তু টাইমিংয়ে গড়বড় হয়ে গেলে দানিয়াল ডিপ মিড উইকেটে শামীমের ক্যাচে পরিণত হন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮ রানে জিতে সিরিজটাও আগেভাগে নিজেদের করে নিল বাংলাদেশ।

ম্যাচ শেষে বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন জাকের। পাকিস্তানের লড়াকু মানসিকতার যেমন প্রশংসা করেছেন, একই সঙ্গে তাঁর কণ্ঠে ফুটে উঠেছে প্রতিপক্ষকে ধবলধোলাই করার আত্মবিশ্বাস। ২৭ বছর বয়সী বাংলাদেশের এই ব্যাটার বলেন, ‘তারা (পাকিস্তান) ভালো লড়াই করেছে। তবে জয় তো জয়। আমরা টানা চারটা ম্যাচ জিতেছি, এটা আত্মবিশ্বাস বাড়ায়। সেই আত্মবিশ্বাস নিয়েই নামব তৃতীয় ম্যাচে। লক্ষ্য একটাই—জয়।’

১৩৪ রানের লক্ষ্যে নেমে ১৫ রানেই পাকিস্তান হারিয়ে ফেলে ৫ উইকেট। সালমান আলী আঘার দল কত দ্রুত অলআউট হয়, সেটাই ছিল দেখার অপেক্ষা। কিন্তু যে পাকিস্তানের নামের সঙ্গে ‘আনপ্রেডিক্টেবল’ তকমা, তাদেরকে নিয়ে আগে থেকে কিছুই যে নিশ্চিত করে বলা যায় না। সফরকারীদের ইনিংস এত দূর আসায় বাংলাদেশের পিচ্ছিল ফিল্ডিংয়েরও দায় রয়েছে। পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব সহজ ক্যাচ হাতছাড়া করেছেন। জাকের বলেন,‘টি-টোয়েন্টি ক্রিকেট এমনই। এই ধরনের ম্যাচে চিন্তা করে লাভ নেই। ভুল আমাদেরও ছিল। ফিল্ডিংটা ভালো করতে পারিনি। ওরাও ম্যাচে ফিরে এসেছিল। এমন পরিস্থিতি যাতে ভবিষ্যতে না আসে, সেজন্য কাজ করব।’

মিরপুরে গতকাল টস হেরে আগে ব্যাটিং পেয়ে ২৮ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। পঞ্চম উইকেটে শেখ মেহেদী হাসান-জাকের ৪৯ বলে ৫৩ রানের জুটি গড়ে সামাল দেন প্রাথমিক ধাক্কা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নেওয়া জাকের ব্যাটিং করেছেন ইনিংসের শেষ বল পর্যন্ত। ৪৮ বলে ১ চার ও ৫ ছক্কায় ৫৫ রানের ইনিংস খেলেছেন বলেই বাংলাদেশের স্কোরবোর্ডে ১৩৩ রান উঠেছে। বাংলাদেশের ৮ রানে জয়ের পর ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও উঠেছে তাঁর হাতে।

বিরুদ্ধ পরিস্থিতিতে ব্যাটিংয়ে নামার আগে জাকের ‘টিপস’ পেয়েছিলেন অধিনায়ক লিটন দাসের কাছ থেকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাকের বলেন, ‘আমরা জানি এই উইকেটে হাই স্কোরিং ম্যাচ হয় না। প্রথম থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিলাম এমন কন্ডিশনের জন্য। যখন চারটা উইকেট পড়ে গেল, তখন অধিনায়ক এসে বলল, ইনিংসটা শেষ করতে হবে। আমি সেই পরিকল্পনাই নিয়েই এগিয়েছি।’

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শারজায় মে মাসে প্রথম টি-টোয়েন্টি দিয়েই লিটন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হয়েছিলেন। তবে সেই সিরিজে প্রথম ম্যাচ জয়ের পরও সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। পরবর্তীতে পাকিস্তানে গিয়ে বাংলাদেশ হয়েছিল ধবলধোলাই। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও হেরেছিল বাংলাদেশ। টানা ৬ টি-টোয়েন্টি হারের পর বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে লিটনরা নিজেদের সবশেষ চার ম্যাচের চারটিতেই জিতেছেন।

মিরপুরে আগামীকাল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। এই ম্যাচ জিতলেই পাকিস্তানকে তিন সংস্করণে ধবলধোলাইয়ের কীর্তি গড়বে বাংলাদেশ। এর আগে ২০১৫ সালে বাংলাদেশ নিজেদের মাঠে পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছিল। গত বছর টেস্টে পাকিস্তানকে ধবলধোলাইয়ের স্বাদ উপহার দিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের মাঠেই নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ গড়েছিল এই কীর্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত