Ajker Patrika

পাকিস্তানকে কাঁপিয়ে সেরা দশে মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৮: ১১
টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে মোস্তাফিজুর রহমান। ছবি: ক্রিকইনফো
টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে মোস্তাফিজুর রহমান। ছবি: ক্রিকইনফো

মোস্তাফিজুর রহমানের বোলিংয়ে রীতিমতো খাবি খাচ্ছে পাকিস্তান। মিরপুর শেরেবাংলায় তাঁর স্লোয়ার-কাটারে বিভ্রান্ত হচ্ছেন পাকিস্তানি ব্যাটাররা। ছন্দে থাকা বাংলাদেশের এই বাঁহাতি পেসার গড়ে চলেছেন একাধিক রেকর্ড। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন তিনি হাতেনাতে।

মিরপুরে গত রাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। লিটন দাস-মোস্তাফিজদের সিরিজ জয়ের পর আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) হালনাগাদ করেছে সাপ্তাহিক র‍্যাঙ্কিং। নতুন র‍্যাঙ্কিংয়ে দেখা গেছে, টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছেন মোস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসারের রেটিং পয়েন্ট ৬৫৩। পাকিস্তানের বিপক্ষে দুই টি-টোয়েন্টি খেলে ২.৮৬ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। সমান ৬৫৩ রেটিং পয়েন্ট নিয়ে ভারতের আর্শদীপ সিং যৌথভাবে ৯ নম্বরে অবস্থান করছেন মোস্তাফিজের সঙ্গে। আর্শদীপ এগিয়েছেন এক ধাপ।

মোস্তাফিজের সতীর্থদেরও র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন শেখ মেহেদী হাসান। তাঁর রেটিং পয়েন্ট ৬৩৩। এ ছাড়া ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২৭, ৩৭ ও ৪৩ নম্বরে অবস্থান করছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলাম। তাসকিন, তানজিম সাকিব ও শরীফুল এগিয়েছেন এক, ৯ ও ১৪ ধাপ। তানজিম সাকিবের সমান ৫৩৫ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ৩৭ নম্বরে অবস্থান করছেন কুলদীপ যাদব। মোস্তাফিজের মতো তাসকিন, তানজিম সাকিব, শরীফুলও পাকিস্তান সিরিজে নিয়েছেন তিনটি করে উইকেট। বড় লাফ দিয়েছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরিও। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে এখন ২৯ নম্বরে হেনরি।

টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে পরিবর্তন বলতে আর্শদীপ আর মোস্তাফিজের উন্নতি। ৭৩৩ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। এই তালিকায় দুই ও তিনে থাকা আদিল রশিদ ও বরুণ চক্রবর্তীর রেটিং পয়েন্ট ৭১০ ও ৭০৬। ২৫২ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে হার্দিক পান্ডিয়া। সাত ধাপ এগিয়ে এই সংস্করণে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠে এসেছেন রস্টন চেজ। তাঁর রেটিং পয়েন্ট ২২১। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩২ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি।

টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়েও সেরা দশে রয়েছে দুটি পরিবর্তন। ৪ ধাপ এগিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। এক ধাপ এগিয়ে ৯ নম্বরে যশস্বী জয়সওয়াল। ৮৪৭ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ট্রাভিস হেড। এই তালিকায় দুই ও তিনে আছেন দুই ভারতীয় অভিষেক শর্মা ও তিলক ভার্মা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত