ক্রীড়া ডেস্ক
মাঠ হোক বা মাঠের বাইরে—যেকোনো কিছুতেই নেইমারকে নিয়ে এখন চলে কথাবার্তা। আলোচনায় থাকতেই যে তিনি বেশি পছন্দ করেন। এবার তিনি ‘ব্যাটম্যান’ সিনেমার সেই বিখ্যাত ব্যাটমোবাইল গাড়ি কিনেছেন ২৫ কোটি টাকা খরচ করে।
নেইমারের গাড়ি নিয়ে বিদেশি বিভিন্ন গণমাধ্যমে নানা রকম খবর শোনা যাচ্ছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, তাঁর কেনা ব্যাটমোবাইল টাম্বলার গাড়িটি আসলে ওয়ার্নার ব্রাদার্সের তৈরি করা মাত্র দশটা বিশেষ সংস্করণের ব্যাটমোবাইলের মধ্যে একটা। ক্রিস্টোফার নোলানের ‘ডার্ক নাইট’ ট্রিলজি থেকে গাড়িটির ডিজাইন নেওয়া হয়েছে। যেখানে ব্যাটম্যান ছিলেন ক্রিশ্চিয়ান বেল। গাড়িটির সঠিক দাম অবশ্য নিশ্চিত হওয়া যায়নি। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও’ গ্লোবো জানিয়েছে, ব্যাটমোবাইল গাড়িটি কিনতে নেইমারের খরচ হয়েছে ১৮ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় সেটা ২৫ কোটি ৬৪ লাখ টাকা।
মোটা অঙ্কের টাকা খরচ করে ব্যাটমোবাইল গাড়িটা কিনলেও নেইমার এই গাড়ি নিয়ে রাস্তায় বের হতে পারবেন না। ইউরোপীয় সড়কের নীতিমালা অনুযায়ী এই গাড়ি রাস্তায় চালানো যাবে না। এমনকি ব্রাজিলের রাস্তায়ও এটা চালানো নিষেধ। তার মানে এই গাড়ি শুধু তাঁর বিলাসবহুল গ্যারেজেই রাখতে হচ্ছে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গ্যারেজে আগে থেকেই আছে অডি আর৮ স্পাইডার ভি১০ প্লাস, ফেরারি, অ্যাস্টন মার্টিন ডিবিএক্স, ল্যাম্বরগিনির মতো বিলাসবহুল গাড়ি।
ব্যাটমোবাইল টাম্বলার গাড়িগুলো সাধারণত ৪.৬৫ মিটার লম্বা। চওড়া ২.৮ মিটার। স্টিলের মজবুত ফ্রেমে তৈরি এই গাড়ি কার্বন ফাইবার আর কেভলার দিয়ে মোড়ানো। গাড়িটির ভেতরে ৬.২ লিটার ভি৮ ইঞ্জিন রয়েছে। এটার শক্তি ৫২৫ হর্সপাওয়ারের শক্তি। সিনেমার ব্যবহৃত গাড়ির মতোই এটি ‘ধোঁয়া বোমা’ ছুড়তে পারে। পাশাপাশি থাকছে একটি রেপ্লিকা জেট ইঞ্জিন এবং ব্যাটম্যান ও রবিনের ককপিটের আদলে তৈরি দুটি আসন।
২০২৩ সালে পিএসজি ছেড়ে নেইমার আল হিলালে যান দুই বছরের চুক্তিতে। বার্ষিক ১০ কোটি ৪০ লাখ ডলারের চুক্তি করা হয়। বাংলাদেশি মুদ্রায় সেটা ১২৭৭ কোটি ২৭ লাখ টাকা। তবে সৌদি ক্লাবে যাওয়ার পরই বারবার চোটে আক্রান্ত হয়েছেন তিনি। পাশাপাশি অন্যান্য কারণে সব মিলে আল হিলালে মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন তিনি। সৌদি ক্লাবটির হয়ে এক গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন তিন গোলে। এ বছরের জানুয়ারিতে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে আল হিলাল। সৌদি ক্লাব চুক্তি বাতিলের পর নেইমার ফেরেন তাঁর শৈশবের ক্লাব সান্তোসে। তবে স্বদেশি ক্লাবে ফিরলেও বিভিন্ন কারণে নিয়মিত হতে পারেননি ব্রাজিল ফরোয়ার্ড।
মাঠ হোক বা মাঠের বাইরে—যেকোনো কিছুতেই নেইমারকে নিয়ে এখন চলে কথাবার্তা। আলোচনায় থাকতেই যে তিনি বেশি পছন্দ করেন। এবার তিনি ‘ব্যাটম্যান’ সিনেমার সেই বিখ্যাত ব্যাটমোবাইল গাড়ি কিনেছেন ২৫ কোটি টাকা খরচ করে।
নেইমারের গাড়ি নিয়ে বিদেশি বিভিন্ন গণমাধ্যমে নানা রকম খবর শোনা যাচ্ছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, তাঁর কেনা ব্যাটমোবাইল টাম্বলার গাড়িটি আসলে ওয়ার্নার ব্রাদার্সের তৈরি করা মাত্র দশটা বিশেষ সংস্করণের ব্যাটমোবাইলের মধ্যে একটা। ক্রিস্টোফার নোলানের ‘ডার্ক নাইট’ ট্রিলজি থেকে গাড়িটির ডিজাইন নেওয়া হয়েছে। যেখানে ব্যাটম্যান ছিলেন ক্রিশ্চিয়ান বেল। গাড়িটির সঠিক দাম অবশ্য নিশ্চিত হওয়া যায়নি। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও’ গ্লোবো জানিয়েছে, ব্যাটমোবাইল গাড়িটি কিনতে নেইমারের খরচ হয়েছে ১৮ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় সেটা ২৫ কোটি ৬৪ লাখ টাকা।
মোটা অঙ্কের টাকা খরচ করে ব্যাটমোবাইল গাড়িটা কিনলেও নেইমার এই গাড়ি নিয়ে রাস্তায় বের হতে পারবেন না। ইউরোপীয় সড়কের নীতিমালা অনুযায়ী এই গাড়ি রাস্তায় চালানো যাবে না। এমনকি ব্রাজিলের রাস্তায়ও এটা চালানো নিষেধ। তার মানে এই গাড়ি শুধু তাঁর বিলাসবহুল গ্যারেজেই রাখতে হচ্ছে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গ্যারেজে আগে থেকেই আছে অডি আর৮ স্পাইডার ভি১০ প্লাস, ফেরারি, অ্যাস্টন মার্টিন ডিবিএক্স, ল্যাম্বরগিনির মতো বিলাসবহুল গাড়ি।
ব্যাটমোবাইল টাম্বলার গাড়িগুলো সাধারণত ৪.৬৫ মিটার লম্বা। চওড়া ২.৮ মিটার। স্টিলের মজবুত ফ্রেমে তৈরি এই গাড়ি কার্বন ফাইবার আর কেভলার দিয়ে মোড়ানো। গাড়িটির ভেতরে ৬.২ লিটার ভি৮ ইঞ্জিন রয়েছে। এটার শক্তি ৫২৫ হর্সপাওয়ারের শক্তি। সিনেমার ব্যবহৃত গাড়ির মতোই এটি ‘ধোঁয়া বোমা’ ছুড়তে পারে। পাশাপাশি থাকছে একটি রেপ্লিকা জেট ইঞ্জিন এবং ব্যাটম্যান ও রবিনের ককপিটের আদলে তৈরি দুটি আসন।
২০২৩ সালে পিএসজি ছেড়ে নেইমার আল হিলালে যান দুই বছরের চুক্তিতে। বার্ষিক ১০ কোটি ৪০ লাখ ডলারের চুক্তি করা হয়। বাংলাদেশি মুদ্রায় সেটা ১২৭৭ কোটি ২৭ লাখ টাকা। তবে সৌদি ক্লাবে যাওয়ার পরই বারবার চোটে আক্রান্ত হয়েছেন তিনি। পাশাপাশি অন্যান্য কারণে সব মিলে আল হিলালে মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন তিনি। সৌদি ক্লাবটির হয়ে এক গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন তিন গোলে। এ বছরের জানুয়ারিতে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে আল হিলাল। সৌদি ক্লাব চুক্তি বাতিলের পর নেইমার ফেরেন তাঁর শৈশবের ক্লাব সান্তোসে। তবে স্বদেশি ক্লাবে ফিরলেও বিভিন্ন কারণে নিয়মিত হতে পারেননি ব্রাজিল ফরোয়ার্ড।
এশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন আবুধাবিতে। একই সময়ে দেশে প্রায় দেড় শ ক্রিকেটার আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টির জন্য ঘাম ঝরাচ্ছেন স্থানীয় কোচদের তত্ত্বাবধানে। দেশের ক্রিকেটে ব্যস্ততার এই সময়েও আলোচনায় বিসিবির এলিট কোচদের জন্য বিশেষজ্ঞ ব্যাটিং কোচেস এডুকেটরদের বিশেষ সেশন।
৭ মিনিট আগেলিটন দাস, তানজিদ হাসান তামিম, মোস্তাফিজুর রহমানরা এশিয়া কাপ খেলতে এখন সংযুক্ত আরব আমিরাতে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে লিটনের নেতৃত্বাধীন বাংলাদেশ মাঠে নামবে আগামীকাল। হংকংয়ের বিপক্ষে নামার আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে সুখবর পেলেন মোস্তাফিজ।
২৯ মিনিট আগেআজ কি ঢাকায় ফিরতে পারবে বাংলাদেশ ফুটবল দল? সেই সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। চলমান অস্থিরতার জেরে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এর আগে অবশ্য স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে খোলার কথা বলেছিল। এমন অনিশ্চয়তার মধ্যে হোটেলেই সময় কাটছে জামাল
২ ঘণ্টা আগেরেফারির ওপর ফুটবলারদের ক্ষোভ উগড়ে দেওয়ার ঘটনা এখন নতুন কিছু নয়। কোনো কারণে রেফারির সিদ্ধান্ত পছন্দ না হলে খেলোয়াড়েরা কড়া ভাষায় ম্যাচ কর্মকর্তাদের সমালোচনা করেন। আর্জেন্টিনা-ইকুয়েডর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ঘটেছে এমনই এক ঘটনা। তাতে আর্জেন্টাইন ফুটবলাররা ক্ষুব্ধ।
৩ ঘণ্টা আগে