নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুরের উইকেট নিয়ে ধোঁয়াশা তো নতুন কিছু নয়। ব্যাটারদের ‘বধ্যভূমি’ নামে পরিচিত এই স্টেডিয়ামের উইকেট হঠাৎ করেই ব্যাটিংবান্ধব হয়ে ওঠে। যদিও বেশির ভাগ ক্ষেত্রেই বোলাররা ছড়ি ঘোরান এই মাঠে। এবারের বাংলাদেশ-পাকিস্তান সিরিজেও দেখা যাচ্ছে তেমন কিছুই।
প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হারের পর পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা, সাদা বলের কোচ মাইক হেসন মিরপুরের উইকেটের কড়া সমালোচনা করেছিলেন। গতকাল এই মিরপুরেই দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮ রানের রুদ্ধশ্বাস জয়ে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই জিতেছে সিরিজ। এখন পর্যন্ত এই সিরিজে চার ইনিংস মিলে ৬.৯৯ ইকোনমিতে হয়েছে ৪৮০ রান। পড়েছে ৩৩ উইকেট। বর্তমান টি-টোয়েন্টির যুগের সঙ্গে কোনোভাবেই সেটা মানানসই না।
পরিসংখ্যান মিরপুরের পক্ষে কথা না বললেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল উইকেটকে তেমন দায় দিতে চাচ্ছেন না। বুলবুলের মতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিতেছে নিজেদের যোগ্যতাতেই। দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে গতকাল সাংবাদিকদের বিসিবি সভাপতি বলেন, ‘উইকেট দুই দলের (বাংলাদেশ-পাকিস্তান) জন্যই সমান আসলে। আমি কৃতিত্ব দেব আমাদের দলকে। শ্রীলঙ্কায় একরকম উইকেটে খেলে এসে পরের সপ্তাহে দুই ম্যাচ জেতা সহজ না। উইকেটটা এখানে বড় একটা ফ্যাক্টর না। আমার কাছে মনে হয়েছে ক্রিকেটাররা যেভাবে মানিয়ে নিয়েছে, সেটা অবিশ্বাস্য।’
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শারজায় মে মাসে প্রথম টি-টোয়েন্টি দিয়েই লিটন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হয়েছিলেন। তবে সেই সিরিজে প্রথম ম্যাচ জয়ের পরও সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। পরবর্তীতে পাকিস্তানে গিয়ে বাংলাদেশ হয়েছিল ধবলধোলাই। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও হেরেছিল বাংলাদেশ। টানা ৬ টি-টোয়েন্টি হারের পর বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে লিটনরা নিজেদের সবশেষ চার ম্যাচের চারটিতেই জিতেছেন।
পাকিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্টিতেই বাংলাদেশ দ্রুত উইকেট হারিয়ে শুরুতে ধাক্কা খেয়েছে। সেই ধাক্কা কাটিয়ে পারভেজ হোসেন ইমন-জাকের আলী অনিকরা হেসেছেন বিজয়ের হাসি। বুলবুল বলেন, ‘ক্রিকেটারদের অক্লান্ত পরিশ্রম, আত্মবিশ্বাসের পাশাপাশি টিমের সাপোর্টিং স্টাফ যাঁরা ছিলেন, কোচরা ছিলেন-একসঙ্গে কাজ করছেন। শ্রীলঙ্কার সঙ্গে জিতে আসার পর যে আত্মবিশ্বাস ছিল, সেটা তারা এই দুই ম্যাচে ব্যবহার করেছে। দেখেছেন যে দুই দিনই দল ভালো অবস্থায় ছিল না। সেই অবস্থা থেকে বের হয়ে এসে জেতা কিন্তু সহজ না। কৃতিত্ব পুরো দলের।’
মিরপুরে আগামীকাল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। এই ম্যাচ জিতলেই পাকিস্তানকে তিন সংস্করণে ধবলধোলাইয়ের কীর্তি গড়বে বাংলাদেশ। এর আগে ২০১৫ সালে বাংলাদেশ নিজেদের মাঠে পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছিল। গত বছর টেস্টে পাকিস্তানকে ধবলধোলাইয়ের স্বাদ উপহার দিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের মাঠেই নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ গড়েছিল এই কীর্তি।
মিরপুরের উইকেট নিয়ে ধোঁয়াশা তো নতুন কিছু নয়। ব্যাটারদের ‘বধ্যভূমি’ নামে পরিচিত এই স্টেডিয়ামের উইকেট হঠাৎ করেই ব্যাটিংবান্ধব হয়ে ওঠে। যদিও বেশির ভাগ ক্ষেত্রেই বোলাররা ছড়ি ঘোরান এই মাঠে। এবারের বাংলাদেশ-পাকিস্তান সিরিজেও দেখা যাচ্ছে তেমন কিছুই।
প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হারের পর পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা, সাদা বলের কোচ মাইক হেসন মিরপুরের উইকেটের কড়া সমালোচনা করেছিলেন। গতকাল এই মিরপুরেই দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮ রানের রুদ্ধশ্বাস জয়ে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই জিতেছে সিরিজ। এখন পর্যন্ত এই সিরিজে চার ইনিংস মিলে ৬.৯৯ ইকোনমিতে হয়েছে ৪৮০ রান। পড়েছে ৩৩ উইকেট। বর্তমান টি-টোয়েন্টির যুগের সঙ্গে কোনোভাবেই সেটা মানানসই না।
পরিসংখ্যান মিরপুরের পক্ষে কথা না বললেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল উইকেটকে তেমন দায় দিতে চাচ্ছেন না। বুলবুলের মতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিতেছে নিজেদের যোগ্যতাতেই। দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে গতকাল সাংবাদিকদের বিসিবি সভাপতি বলেন, ‘উইকেট দুই দলের (বাংলাদেশ-পাকিস্তান) জন্যই সমান আসলে। আমি কৃতিত্ব দেব আমাদের দলকে। শ্রীলঙ্কায় একরকম উইকেটে খেলে এসে পরের সপ্তাহে দুই ম্যাচ জেতা সহজ না। উইকেটটা এখানে বড় একটা ফ্যাক্টর না। আমার কাছে মনে হয়েছে ক্রিকেটাররা যেভাবে মানিয়ে নিয়েছে, সেটা অবিশ্বাস্য।’
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শারজায় মে মাসে প্রথম টি-টোয়েন্টি দিয়েই লিটন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হয়েছিলেন। তবে সেই সিরিজে প্রথম ম্যাচ জয়ের পরও সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। পরবর্তীতে পাকিস্তানে গিয়ে বাংলাদেশ হয়েছিল ধবলধোলাই। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও হেরেছিল বাংলাদেশ। টানা ৬ টি-টোয়েন্টি হারের পর বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে লিটনরা নিজেদের সবশেষ চার ম্যাচের চারটিতেই জিতেছেন।
পাকিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্টিতেই বাংলাদেশ দ্রুত উইকেট হারিয়ে শুরুতে ধাক্কা খেয়েছে। সেই ধাক্কা কাটিয়ে পারভেজ হোসেন ইমন-জাকের আলী অনিকরা হেসেছেন বিজয়ের হাসি। বুলবুল বলেন, ‘ক্রিকেটারদের অক্লান্ত পরিশ্রম, আত্মবিশ্বাসের পাশাপাশি টিমের সাপোর্টিং স্টাফ যাঁরা ছিলেন, কোচরা ছিলেন-একসঙ্গে কাজ করছেন। শ্রীলঙ্কার সঙ্গে জিতে আসার পর যে আত্মবিশ্বাস ছিল, সেটা তারা এই দুই ম্যাচে ব্যবহার করেছে। দেখেছেন যে দুই দিনই দল ভালো অবস্থায় ছিল না। সেই অবস্থা থেকে বের হয়ে এসে জেতা কিন্তু সহজ না। কৃতিত্ব পুরো দলের।’
মিরপুরে আগামীকাল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। এই ম্যাচ জিতলেই পাকিস্তানকে তিন সংস্করণে ধবলধোলাইয়ের কীর্তি গড়বে বাংলাদেশ। এর আগে ২০১৫ সালে বাংলাদেশ নিজেদের মাঠে পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছিল। গত বছর টেস্টে পাকিস্তানকে ধবলধোলাইয়ের স্বাদ উপহার দিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের মাঠেই নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ গড়েছিল এই কীর্তি।
অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
১১ মিনিট আগেছাড়াছাড়ি হয়ে গেল ক্রীড়াঙ্গনের তারকা দম্পতি বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও আনা ইভানোভিচের। মত পার্থক্যের কারণে ভেঙে গেছে সাবেক ফুটবল ও টেনিস তারকার ৯ বছরের সংসার।
১ ঘণ্টা আগেপ্রথমবারের এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। যদিও এখনো দল চূড়ান্ত হয়নি। সে লক্ষ্য হ্যান্ডবল স্টেডিয়ামে চলছে ট্রায়াল। ৬৩০ খেলোয়াড়ের মধ্যে প্রাথমিকভাবে ৫৩ জনকে বাছাই করা হয়েছে। যা পরে নামিয়ে আনা হবে ১৪ তে। এর মধ্যে ফুটসালে হেড কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। দায়িত্ব পেয়েছেন ইরানের সাঈদ খোদারাহমি
৩ ঘণ্টা আগেমাঠ হোক বা মাঠের বাইরে—যেকোনো কিছুতেই নেইমারকে নিয়ে এখন চলে কথাবার্তা। আলোচনায় থাকতেই যে তিনি বেশি পছন্দ করেন। এবার তিনি ‘ব্যাটম্যান’ সিনেমার সেই বিখ্যাত ব্যাটমোবাইল গাড়ি কিনেছেন ২৫ কোটি টাকা খরচ করে।
৩ ঘণ্টা আগে