Ajker Patrika

রাসেলের মলিন বিদায়ের দিনে অস্ট্রেলিয়ার নতুন রেকর্ড

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১১: ৫৮
আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ খেলতে নামা রাসেলকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। ছবি: ক্রিকইনফো
আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ খেলতে নামা রাসেলকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। ছবি: ক্রিকইনফো

জ্যামাইকার পতাকায় মোড়ানো স্মারক ব্যাট-বল রাখা আন্দ্রে রাসেলের সামনে। ডাগআউট থেকে সিঁড়ি বেয়ে নেমে এসে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। এই তারকা অলরাউন্ডারের দুই পাশে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। উপলক্ষটা যে রাসেলের বিদায়, সেটা আর না বললেও চলছে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে রাসেলের বিদায়বেলায় অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা দিলেন ‘গার্ড অব অনার’। কিন্তু শেষটা যে তাঁর মলিন হলো না। বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে উইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ২৮ বল হাতে রেখে জয়ের এই ম্যাচে অজিরা গড়েছে নতুন রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেটে রেকর্ড ১৩১ রানের জুটি গড়েছেন ক্যামেরন গ্রিন ও জশ ইংলিস। গ্রিন-ইংলিশ জুটি খেলেছেন ৫৯ বল। এর আগে অজিদের এই রেকর্ডটি ছিল মিরপুরে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেটে তখন ৬৫ বলে ১১৮ রানের জুটি গড়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল-অ্যারন ফিঞ্চ।

১৭৩ রানের লক্ষ্যে নেমে ওপেনিংয়ে নামেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল। সচরাচর মিডল অর্ডারে ব্যাটিংয়ে অভ্যস্ত ম্যাক্সওয়েলের ওপেনিংয়ে ব্যাটিং করাটা ছিল অবাক করার মতোই। যদিও মার্শ (২১), ম্যাক্সওয়েল (১২) দুজনেই দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেন। অস্ট্রেলিয়ার স্কোর হয়ে যায় ৫.৩ ওভারে ২ উইকেটে ৪২ রান। এরপর স্বাগতিকদের ওপর তাণ্ডব চালিয়েছেন গ্রিন ও ইংলিস। তৃতীয় উইকেটে তাঁদের (গ্রিন-ইংলিস) ৫৯ বলে ১৩১ রানের অবিচ্ছেদ্য জুটিতে অস্ট্রেলিয়া ১৫.২ ওভারে ২ উইকেটে ১৭৩ রান করে ফেলে।

৩৩ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৭৮ রানের বিস্ফোরক ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ইংলিস। তাঁর সঙ্গী গ্রিনও ফিফটি পেয়েছেন। ৩২ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫৬ রান করে অপরাজিত থাকেন গ্রিন। ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ও আলজারি জোসেফ নিয়েছেন একটি করে উইকেট। রাসেল তাঁর বিদায়ী ম্যাচে এক ওভার বোলিং করে ১৬ রান খরচ করেও কোনো উইকেট পাননি। ব্যাটিংয়ে ১৫ বলে ২ চার ও ৪ ছক্কায় ৩৬ রানের ইনিংস খেলেছেন।

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। ৭.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে একাই ৫১ রান করেন ওপেনার ব্র্যান্ডন কিং। এখান থেকেই উইন্ডিজের ইনিংসে ধস নামতে থাকে। বিনা উইকেটে ৬৩ রান থেকে ৫ উইকেটে ৯৮ রানে পরিণত হয় স্বাগতিকেরা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭২ রান করে ক্যারিবীয়রা। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা নিয়েছেন ৩ উইকেট। গ্লেন ম্যাক্সওয়েল ও নাথান এলিস পেয়েছেন দুটি করে উইকেট। এক উইকেট পেয়েছেন বেন ডাওয়ারশুইস।

ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজটি মূলত পাঁচ ম্যাচের। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি হবে। সেন্ট কিটস এন্ড নেভিসের ওয়ার্নার পার্কে জ্যামাইকাতে হবে। বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টায় শুরু হবে এই ম্যাচ। ২৭ ও ২৯ জুলাই সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে ওয়ার্নার পার্কেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত