জুবায়েত অপেক্ষায় তার বাবা ফিরবে
মোহাম্মদ জুবায়েতের বয়স পাঁচ বছর। রাতে ঘুমানোর আগে এখনো বাবার জন্য অপেক্ষায় থাকে সে। রাত গভীর হয়, তার প্রশ্ন বাড়ে, বাবা কখন আসবে? এটা তার প্রতিদিনের রুটিন। জুবায়েতের মা জুবেদা খাতুন বলেন, ‘ছেলে আজও বাবার বালিশ নিয়ে অপেক্ষায় থাকে ওর বাবা আসবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেই অনেক প্রশ্নের সম্মুখীন...