‘চ্যালেঞ্জ ছাড়া কোনো কিছু নেই পৃথিবীতে’
শেখ মেহেদী হাসান আগে থেকে জানতেন না প্রথম ওভারটা তাঁকেই করতে হবে। টস জেতার পর জানলেন, আক্রমণ শুরুর ভারটা তাঁর কাঁধেই বর্তেছে। নেপিয়ারের ম্যাকলিন পার্কে আগেও খেলার অভিজ্ঞতা ছিল মেহেদীর। তবে নিউজিল্যান্ডের কন্ডিশনে টি-টোয়েন্টি ম্যাচের শুরুতে একজন স্পিনার কাঁপিয়ে দিচ্ছেন কিউই ব্যাটারদের—এ চিত্র শুধু মে