ইংল্যান্ডকে ধবলধোলাই করে শুরু, নিউজিল্যান্ডের সঙ্গে ভাগাভাগি করে শেষ—আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের এ বছরের পারফরম্যান্সের সারমর্ম এটাই। ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির ব্যর্থতার বছরে সীমিত ওভারের ক্রিকেটের অন্য সংস্করণে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বাংলাদেশ। সাফল্যের বিচারে বাংলাদেশ ছাড়িয়ে গেছে ভারত-অস্ট্রেলিয়ার মতো পরাক্রমশালী দলগুলোকেও।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে এক বছরে বাংলাদেশ সর্বোচ্চ জয় পেয়েছিল ২০২১ সালে। দুই বছর আগে সেবার জিতেছিল ১১ ম্যাচ। বাংলাদেশের কাছে আজ সুযোগ ছিল সেই রেকর্ড স্পর্শ করার। তবে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের কাছে বৃষ্টি আইনে ১৭ রানে হারায় তা সম্ভব হয়নি। এ বছর বাংলাদেশ ১৪ ম্যাচ খেলে জিতেছে ১০ ম্যাচ, ৩ ম্যাচ হেরেছে ও ১ ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। আফগানিস্তান, আয়ারল্যান্ডের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। এশিয়ান গেমসে বাংলাদেশ জিতেছিল ব্রোঞ্জ পদক। সাফল্যের হার ৭১.৪৩, যা এ বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশের পরে দ্বিতীয় স্থানে থাকা দলটি ভারত। ২৩ ম্যাচ খেলে ১৫ জয়ে ভারতের সাফল্যের হার ৬৫.২২। এশিয়ান গেমসের ক্রিকেটে স্বর্ণপদক জিতেছে তারা। এশিয়া মহাদেশের দলটি এ বছর একমাত্র টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
৬১.৫৪ শতাংশ সফলতা নিয়ে এ বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ বছর তৃতীয় সফল দল ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড—তিন শক্তিশালী দেশের বিপক্ষে সিরিজ জিতেছে উইন্ডিজ। ৪ নম্বরে থাকা আফগানিস্তানের সফলতার হার ৫৮.৩৩। শারজায় আজ বাংলাদেশ সময় রাত ৮টায় আফগানরা খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। আমিরাতকে হারালে ওয়েস্ট ইন্ডিজের সমান সফলতার হার হবে আফগানদের। অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড—দুই দলেরই সফলতার হার ৫০ শতাংশ। দুটি দলই সমানসংখ্যক জিতেছে ও হেরেছে।
টেস্ট খেলুড়ে দলগুলোর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ বছর পারফরম্যান্সের দিক থেকে সবার পেছনে শ্রীলঙ্কা। লঙ্কানরা এ বছর ৭ ম্যাচে জিতেছে মাত্র ১ ম্যাচ। সফলতার হার ১৪.২৯ শতাংশ। অবস্থা ভালো নয় ইংল্যান্ডেরও। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ইংল্যান্ড ২০২৩ সালে খেলেছে ১২ টি-টোয়েন্টি। ৪ ম্যাচ জয়ে ইংলিশদের সফলতার হার ৩৩.৩৩ শতাংশ। বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হেরেছে ইংল্যান্ড। সিরিজ ড্র করেছে নিউজিল্যান্ডের সঙ্গে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ বছর টেস্ট খেলুড়ে দলের পারফরম্যান্স:
দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত সাফল্যের হার (%)
বাংলাদেশ ১৪ ১০ ৩ ০/ ১ ৭১.৪৩
ভারত ২৩ ১৫ ৭ ০/ ১ ৬৫.২২
ওয়েস্ট ইন্ডিজ ১৩ ৮ ৫ ০/ ০ ৬১.৫৪
আফগানিস্তান ১২ ৭ ৪ ০/ ১ ৫৮.৩৩
জিম্বাবুয়ে ১৭ ৯ ৮ ০/০ ৫২.৯৪
অস্ট্রেলিয়া ৮ ৪ ৪ ০/০ ৫০
আয়ারল্যান্ড ১৬ ৮ ৮ ০/০ ৫০
নিউজিল্যান্ড ২১ ১০ ৮ ১/২ ৪৭.৬২
পাকিস্তান ১১ ৪ ৬ ০/১ ৩৬.৩৬
ইংল্যান্ড ১২ ৪ ৮ ০/০ ৩৩.৩৩
দক্ষিণ আফ্রিকা ৮ ২ ৬ ০/০ ২৫
শ্রীলঙ্কা ৭ ১ ৫ ১/০ ১৪.২৯
৩১ ডিসেম্বর রাত ৮টায় শুরু হতে যাওয়া আফগানিস্তান-সংযুক্ত আরব আমিরাত ম্যাচের আগ পর্যন্ত
ইংল্যান্ডকে ধবলধোলাই করে শুরু, নিউজিল্যান্ডের সঙ্গে ভাগাভাগি করে শেষ—আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের এ বছরের পারফরম্যান্সের সারমর্ম এটাই। ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির ব্যর্থতার বছরে সীমিত ওভারের ক্রিকেটের অন্য সংস্করণে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বাংলাদেশ। সাফল্যের বিচারে বাংলাদেশ ছাড়িয়ে গেছে ভারত-অস্ট্রেলিয়ার মতো পরাক্রমশালী দলগুলোকেও।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে এক বছরে বাংলাদেশ সর্বোচ্চ জয় পেয়েছিল ২০২১ সালে। দুই বছর আগে সেবার জিতেছিল ১১ ম্যাচ। বাংলাদেশের কাছে আজ সুযোগ ছিল সেই রেকর্ড স্পর্শ করার। তবে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের কাছে বৃষ্টি আইনে ১৭ রানে হারায় তা সম্ভব হয়নি। এ বছর বাংলাদেশ ১৪ ম্যাচ খেলে জিতেছে ১০ ম্যাচ, ৩ ম্যাচ হেরেছে ও ১ ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। আফগানিস্তান, আয়ারল্যান্ডের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। এশিয়ান গেমসে বাংলাদেশ জিতেছিল ব্রোঞ্জ পদক। সাফল্যের হার ৭১.৪৩, যা এ বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশের পরে দ্বিতীয় স্থানে থাকা দলটি ভারত। ২৩ ম্যাচ খেলে ১৫ জয়ে ভারতের সাফল্যের হার ৬৫.২২। এশিয়ান গেমসের ক্রিকেটে স্বর্ণপদক জিতেছে তারা। এশিয়া মহাদেশের দলটি এ বছর একমাত্র টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
৬১.৫৪ শতাংশ সফলতা নিয়ে এ বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ বছর তৃতীয় সফল দল ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড—তিন শক্তিশালী দেশের বিপক্ষে সিরিজ জিতেছে উইন্ডিজ। ৪ নম্বরে থাকা আফগানিস্তানের সফলতার হার ৫৮.৩৩। শারজায় আজ বাংলাদেশ সময় রাত ৮টায় আফগানরা খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। আমিরাতকে হারালে ওয়েস্ট ইন্ডিজের সমান সফলতার হার হবে আফগানদের। অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড—দুই দলেরই সফলতার হার ৫০ শতাংশ। দুটি দলই সমানসংখ্যক জিতেছে ও হেরেছে।
টেস্ট খেলুড়ে দলগুলোর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ বছর পারফরম্যান্সের দিক থেকে সবার পেছনে শ্রীলঙ্কা। লঙ্কানরা এ বছর ৭ ম্যাচে জিতেছে মাত্র ১ ম্যাচ। সফলতার হার ১৪.২৯ শতাংশ। অবস্থা ভালো নয় ইংল্যান্ডেরও। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ইংল্যান্ড ২০২৩ সালে খেলেছে ১২ টি-টোয়েন্টি। ৪ ম্যাচ জয়ে ইংলিশদের সফলতার হার ৩৩.৩৩ শতাংশ। বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হেরেছে ইংল্যান্ড। সিরিজ ড্র করেছে নিউজিল্যান্ডের সঙ্গে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ বছর টেস্ট খেলুড়ে দলের পারফরম্যান্স:
দল ম্যাচ জয় পরাজয় টাই/পরিত্যক্ত সাফল্যের হার (%)
বাংলাদেশ ১৪ ১০ ৩ ০/ ১ ৭১.৪৩
ভারত ২৩ ১৫ ৭ ০/ ১ ৬৫.২২
ওয়েস্ট ইন্ডিজ ১৩ ৮ ৫ ০/ ০ ৬১.৫৪
আফগানিস্তান ১২ ৭ ৪ ০/ ১ ৫৮.৩৩
জিম্বাবুয়ে ১৭ ৯ ৮ ০/০ ৫২.৯৪
অস্ট্রেলিয়া ৮ ৪ ৪ ০/০ ৫০
আয়ারল্যান্ড ১৬ ৮ ৮ ০/০ ৫০
নিউজিল্যান্ড ২১ ১০ ৮ ১/২ ৪৭.৬২
পাকিস্তান ১১ ৪ ৬ ০/১ ৩৬.৩৬
ইংল্যান্ড ১২ ৪ ৮ ০/০ ৩৩.৩৩
দক্ষিণ আফ্রিকা ৮ ২ ৬ ০/০ ২৫
শ্রীলঙ্কা ৭ ১ ৫ ১/০ ১৪.২৯
৩১ ডিসেম্বর রাত ৮টায় শুরু হতে যাওয়া আফগানিস্তান-সংযুক্ত আরব আমিরাত ম্যাচের আগ পর্যন্ত
টেস্ট ক্রিকেটে বিদায় বলার তিন মাসও পূর্ণ হয়নি রোহিত শর্মার। খেলোয়াড় হিসেবে এবার তাই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে নেই রোহিত। কিন্তু যে ভারতের হয়ে ২০০৭ সাল থেকে খেলছেন, সেই দলের (ভারত) টানে এবার লন্ডনের ওভালে এসেছেন রোহিত।
৩ মিনিট আগেলন্ডনের ওভালে টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২৬৩ রান করে জয়ের কীর্তি ইংল্যান্ডের। ১৯০২ সালে সেই ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। ইংলিশদের সামনে এবার নিজেদেরই ১২৩ বছরের পুরোনো রেকর্ড ভাঙার হাতছানি। ওভালে সিরিজের পঞ্চম টেস্টে ইংল্যান্ডের সামনে ৩৭৪ রানের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে ভারত।
৪০ মিনিট আগেভারত সেমিফাইনালে না খেলায় পাকিস্তান সরাসরি উঠে যায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ফাইনালে। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তান বিন্দুমাত্র পাত্তা পায়নি। এবি ডি ভিলিয়ার্সের ঝোড়ো সেঞ্চুরিতেই পাকিস্তান চ্যাম্পিয়নস হয়ে যায় স্তব্ধ। একতরফা ফাইনালের পর রহস্যময় পোস্ট দিয়েছেন সুরেশ রা
১ ঘণ্টা আগেসভাপতির দায়িত্ব নিয়ে আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন, তাঁর প্রথম লক্ষ্য হলো, দেশব্যাপী ক্রিকেট ছড়িয়ে দেওয়া। আর ক্রিকেট বিকেন্দ্রীকরণের প্রথম শর্ত, দেশব্যাপী ভালো মানের কোচিং ছড়িয়ে দেওয়া। সেই লক্ষ্যে বিসিবি এখন জোর দিয়েছে গেম এডুকেশনে।
২ ঘণ্টা আগে