সেই মাউন্ট মঙ্গানুইতে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের
নেপিয়ার থেকে টিম বাস যখন মাউন্ট মঙ্গানুইয়ের পথে, বিসিবির পাঠানো ভিডিওতে দেখা গেল, বাসে ঘুমিয়ে নিচ্ছেন চণ্ডিকা হাথুরুসিংহে। আজ গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনের সুযোগই পায়নি বাংলাদেশ দল। যতটুকু বিশ্রাম নেওয়া যায়, সেই ভাবনায় কি বাসে একটু ঘুমিয়ে নিলেন হাথুরু?