Ajker Patrika

সেইফার্ট ঝড়ের পর বৃষ্টি নেমেছে মাউন্ট মঙ্গানুইয়ে

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১৩: ৫২
সেইফার্ট ঝড়ের পর বৃষ্টি নেমেছে মাউন্ট মঙ্গানুইয়ে

মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু হওয়ার আগ থেকেই বৃষ্টির শঙ্কা ছিল। তবে শুরুতে বেরসিক বৃষ্টি কোনো বাগড়া না দিলেও ম্যাচের ১১তম ওভারে এসে দিয়েছে। এতে খেলা বন্ধ করতে বাধ্য হয়েছেন আম্পায়ার।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১১ ওভার শেষে ২ উইকেটে ৭২ রান তুলেছে নিউজিল্যান্ড। ড্যারিল মিচেলের ১৮ রানের বিপরীতে ৯ রানে অপরাজিত আছেন গ্লেন ফিলিপস। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। 

এর আগে টসে জিতে ফিল্ডিংয়ে নেমে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। অনেকটা প্রথম টি-টোয়েন্টির মতোই। তবে শুরুতে উইকেট নিলেও সেদিনের মতো নিউজিল্যান্ডের ব্যাটারদের চাপে ফেলতে পারেননি শরীফুল-মোস্তাফিজুর রহমানরা। উল্টো ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে স্বাগতিকেরা।

দলীয় ৯ রানের সময় বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন শরীফুল, ফিন অ্যালেনকে ২ রানে ফিরিয়ে। শুরুতে উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে দ্রুত ঘুরে দাঁড়ায় কিউইরা। দ্বিতীয় উইকেটে ৩৬ বলে ৪৯ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন দুই কিউই ব্যাটার মিচেল ও টিম সেইফার্ট।

শুরুতে উইকেট হারানোয় মিচেল দেখে-শুনে খেললেও সেইফার্ট চড়াও হন বাংলাদেশি বোলারদের ওপর। ২৩ বলে ঝোড়ো ব্যাটিংয়ে দ্রুত ৪৩ রান করেন তিনি। ইনিংসটি সাজান ১ ছক্কা ও ৬ চারে। ফিফটির আগে তাঁকে থামিয়ে অবশ্য বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন তানজিম হাসান সাকিব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত