নিউজিল্যান্ডের মাটিতে ম্যাচ জয়ের চক্রপূরণের পর আজ প্রথমবার কোনো সিরিজ জয়ের লক্ষ্যে মাউন্ট মঙ্গানুইয়েতে খেলেতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু সেই সুযোগ পেল না বাংলাদেশ। বেরসিক বৃষ্টি সম্ভাবনাটা নষ্ট করে দিয়েছে।
মাউন্ট মঙ্গানুইয়ে বৃষ্টি না থামায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত ঘোষণা করেছেন মাঠের আম্পায়ার দ্বয়। আজ ম্যাচ শুরু হওয়ার আগ থেকেই অবশ্য বৃষ্টির শঙ্কা ছিল। তবে শুরুতে বেরসিক বৃষ্টি কোনো বাগড়া না দিলেও ম্যাচের ১১ তম ওভারে এসে দিয়েছে। এতে খেলা বন্ধ করতে বাধ্য হয়েছেন আম্পায়ার।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১১ ওভার শেষে ২ উইকেটে ৭২ রান তুলে নিউজিল্যান্ড। ড্যারিল মিচেলের ১৮ রানের বিপরীতে ৯ রানে অপরাজিত ছিলেন গ্লেন ফিলিপস। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করায় শেষ পর্যন্তও দুই ব্যাটারও অপরাজিত থাকলেন। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
এর আগে টসে জিতে ফিল্ডিংয়ে নেমে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। দলীয় ৯ রানের সময় বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন শরীফুল ইসলাম, ফিন অ্যালেনকে ২ রানে ফিরিয়ে। শুরুতে উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে দ্রুত ঘুরে দাঁড়ায় কিউইরা। দ্বিতীয় উইকেটে ৩৬ বলে ৪৯ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন দুই কিউই ব্যাটার মিচেল ও টিম সেইফার্ট।
শুরুতে উইকেট হারানোয় মিচেল দেখে-শুনে খেললেও সেইফার্ট চড়াও হন বাংলাদেশি বোলারদের ওপর। ২৩ বলে ঝোড়ো ব্যাটিংয়ে দ্রুত ৪৩ রান করেন তিনি। ইনিংসটি সাজান ১ ছক্কা ও ৬ চারে। ফিফটির আগে তাঁকে থামিয়ে অবশ্য বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছিলেন তানজিম হাসান সাকিব। কিন্তু ওই ফেরানোতেই ম্যাচ শেষ। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শরীফুল ও তানজিম সাকিব।
ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আজ ইতিহাস গড়ার সুযোগ না পেলেও তৃতীয় টি-টোয়েন্টিতে ঠিকই পাবে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জিতলেই প্রথমবার কোনো সংস্করণে সিরিজ জিতে ঘরে ফিরবে বাংলাদেশ। অন্যথা যদি হেরে যায় তাহলে ২০২২ সালের সফরের মতো ড্রয়ের সান্ত্বনা নিয়ে ফিরবেন নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা। সেবার প্রথম কোনো সংস্করণে দুই টেস্টের সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছিল বাংলাদেশ। এবার সাদা বলের সংস্করণে তেমনি স্বাদ পাবে সফরকারীরা।
নিউজিল্যান্ডের মাটিতে ম্যাচ জয়ের চক্রপূরণের পর আজ প্রথমবার কোনো সিরিজ জয়ের লক্ষ্যে মাউন্ট মঙ্গানুইয়েতে খেলেতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু সেই সুযোগ পেল না বাংলাদেশ। বেরসিক বৃষ্টি সম্ভাবনাটা নষ্ট করে দিয়েছে।
মাউন্ট মঙ্গানুইয়ে বৃষ্টি না থামায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত ঘোষণা করেছেন মাঠের আম্পায়ার দ্বয়। আজ ম্যাচ শুরু হওয়ার আগ থেকেই অবশ্য বৃষ্টির শঙ্কা ছিল। তবে শুরুতে বেরসিক বৃষ্টি কোনো বাগড়া না দিলেও ম্যাচের ১১ তম ওভারে এসে দিয়েছে। এতে খেলা বন্ধ করতে বাধ্য হয়েছেন আম্পায়ার।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১১ ওভার শেষে ২ উইকেটে ৭২ রান তুলে নিউজিল্যান্ড। ড্যারিল মিচেলের ১৮ রানের বিপরীতে ৯ রানে অপরাজিত ছিলেন গ্লেন ফিলিপস। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করায় শেষ পর্যন্তও দুই ব্যাটারও অপরাজিত থাকলেন। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
এর আগে টসে জিতে ফিল্ডিংয়ে নেমে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। দলীয় ৯ রানের সময় বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন শরীফুল ইসলাম, ফিন অ্যালেনকে ২ রানে ফিরিয়ে। শুরুতে উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে দ্রুত ঘুরে দাঁড়ায় কিউইরা। দ্বিতীয় উইকেটে ৩৬ বলে ৪৯ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন দুই কিউই ব্যাটার মিচেল ও টিম সেইফার্ট।
শুরুতে উইকেট হারানোয় মিচেল দেখে-শুনে খেললেও সেইফার্ট চড়াও হন বাংলাদেশি বোলারদের ওপর। ২৩ বলে ঝোড়ো ব্যাটিংয়ে দ্রুত ৪৩ রান করেন তিনি। ইনিংসটি সাজান ১ ছক্কা ও ৬ চারে। ফিফটির আগে তাঁকে থামিয়ে অবশ্য বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছিলেন তানজিম হাসান সাকিব। কিন্তু ওই ফেরানোতেই ম্যাচ শেষ। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শরীফুল ও তানজিম সাকিব।
ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আজ ইতিহাস গড়ার সুযোগ না পেলেও তৃতীয় টি-টোয়েন্টিতে ঠিকই পাবে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জিতলেই প্রথমবার কোনো সংস্করণে সিরিজ জিতে ঘরে ফিরবে বাংলাদেশ। অন্যথা যদি হেরে যায় তাহলে ২০২২ সালের সফরের মতো ড্রয়ের সান্ত্বনা নিয়ে ফিরবেন নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা। সেবার প্রথম কোনো সংস্করণে দুই টেস্টের সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছিল বাংলাদেশ। এবার সাদা বলের সংস্করণে তেমনি স্বাদ পাবে সফরকারীরা।
পাকিস্তান-ভারত ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহ বরাবরই শীর্ষে। চলতি এশিয়া কাপেও গ্রুপপর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দেশের লড়াই দেখার জন্য তাকিয়ে ক্রিকেট বিশ্ব। তবে ম্যাচটির টিকিট নিয়ে এবার দর্শকদের মধ্যে কাড়াকাড়ি নেই। এই পরিস্থিতিতে ম্যাচটির টিকিটের দাম কমিয়েছে কর্তৃপক্ষ।
২০ মিনিট আগেসংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে এশিয়া কাপে দুর্দান্ত শুরু করেছে ভারত। কাল মাঠে নামছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ওমানের বিপক্ষে সেই ম্যাচে অধিনায়ক সালমান আলী আগার খেলা নিয়ে রয়েছে শঙ্কা। কাল যদি না খেলেন তাহলে রোববার ভারতের বিপক্ষে খেলতে পারবেন তো?
১ ঘণ্টা আগেনেপালে সরকার বিরোধী আন্দোলনের কারণে আটকে থাকার পর অবশেষে ঢাকায় ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ দুপুর ৪টা ৩৫ মিনিটে বিমানবাহিনীর বিশেষ এক ফ্লাইটে ঢাকায় পা রেখেছে তারা। একই ফ্লাইটে ফিরেছেন নেপালে খেলা কাভার করতে যাওয়া সাংবাদিকেরাও।
২ ঘণ্টা আগেক্রিস্টিয়ানো রোনালদোকে সর্বকালের সেরা ফুটবলারের স্বীকৃতি দিয়েছে পর্তুগিজ লিগ। বুধবার পোর্তোতে অনুষ্ঠিত লিগা পর্তুগাল গালায় সিআরসেভেনকে এই পুরস্কারে ভূষিত করা হয়। ফুটবলে দারুণ সব অর্জনের কারণে তাঁকে এই পুরস্কার দিয়েছে পর্তুগিজ লিগ।
২ ঘণ্টা আগে