শেখ মেহেদি হাসানের কাছে ব্যাপারটি যেন এলাম, দেখলাম, জয় করলাম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে। প্রায় ১৬ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এসেই বাংলাদেশের ঐতিহাসিক জয়ের ম্যাচে জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
নেপিয়ারের ম্যাকলিন পার্কে চলতি সপ্তাহের শনিবার শেষ হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে আজ হয়েছে দুই দলের প্রথম টি-টোয়েন্টি। টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনিংসের প্রথম ওভারে বোলিংয়ে এসে উইকেট পেয়েছেন মেহেদি। চতুর্থ বলে মেহেদির অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন টিম সাইফার্ট। সেই ওভারে খরচ করেছেন মাত্র ১ রান। মুহূর্তেই নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ৩ উইকেটে ১ রান। কিউইরা এরপর যখন তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, আবারও মেহেদির আঘাত। পঞ্চম ওভারের পঞ্চম বলে ড্যারিল মিচেলকে বোল্ড করেন মেহেদি।
নিউজিল্যান্ডের তারকা দুই ব্যাটারের উইকেট তো মেহেদি নিয়েছেন। বাংলাদেশের স্পিনার একই সঙ্গে আটকে রেখেছেন কিউইদের রানের চাকাও। ৪ ওভারে ১৪ রান খরচ করে নিয়েছেন ২ উইকেট। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে কম রান দিয়েছেন তিনি। মাত্র একটি চার হজম করেছেন। এরপর ব্যাটিংয়ে ১৬ বলে ১৯ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশকে এনে দিয়েছেন ৫ উইকেটের ঐতিহাসিক জয়। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ম্যাচসেরা হওয়া মেহেদি ম্যাচ শেষে বলেন, ‘উইকেট কিছুটা মন্থর ছিল। একটা বল ধীরগতিতে এসেছিল, কোনোটাতে টার্ন হচ্ছিল আবার আরেকটা সোজা এসেছিল। গুড লেংথে ধারাবাহিকভাবে বোলিং করছিলাম। তাতে পাওয়ার প্লেতে ভালো করতে পেরেছি এবং দলের জন্য ভালো কিছু এনে দিতে পেরেছি।’
১৩৫ রান তাড়া করতে নেমে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৪.৩ ওভারে ৫ উইকেটে ৯৭ রান। একপ্রান্ত ধরে তখনো খেলছিলেন লিটন দাস। তবু এমন অবস্থা থেকে বাংলাদেশের ম্যাচ হারার ঘটনা রয়েছে অনেক। তবে ৭ নম্বরে ব্যাটিংয়ে নামা এবার আর তা (বাংলাদেশের হার) হতে দেননি। ষষ্ঠ উইকেটে লিটনের সঙ্গে ২৫ বলে ৪০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়তে অবদান রেখেছেন মেহেদি। ১৯তম ওভারের চতুর্থ বলে অ্যাডাম মিলনেকে চার মেরে তুলির শেষ আঁচড় দিয়েছেন মেহেদি। মেহেদি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই যখন আমি ভালো বোলিং করি, তারপরে ব্যাটিংয়ের সময়ও সেটা আমাকে আত্মবিশ্বাস দেয়। সব সময়ই আমার ব্যাটিং উপভোগ করি।’
শেখ মেহেদি হাসানের কাছে ব্যাপারটি যেন এলাম, দেখলাম, জয় করলাম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে। প্রায় ১৬ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এসেই বাংলাদেশের ঐতিহাসিক জয়ের ম্যাচে জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
নেপিয়ারের ম্যাকলিন পার্কে চলতি সপ্তাহের শনিবার শেষ হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে আজ হয়েছে দুই দলের প্রথম টি-টোয়েন্টি। টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনিংসের প্রথম ওভারে বোলিংয়ে এসে উইকেট পেয়েছেন মেহেদি। চতুর্থ বলে মেহেদির অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন টিম সাইফার্ট। সেই ওভারে খরচ করেছেন মাত্র ১ রান। মুহূর্তেই নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ৩ উইকেটে ১ রান। কিউইরা এরপর যখন তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, আবারও মেহেদির আঘাত। পঞ্চম ওভারের পঞ্চম বলে ড্যারিল মিচেলকে বোল্ড করেন মেহেদি।
নিউজিল্যান্ডের তারকা দুই ব্যাটারের উইকেট তো মেহেদি নিয়েছেন। বাংলাদেশের স্পিনার একই সঙ্গে আটকে রেখেছেন কিউইদের রানের চাকাও। ৪ ওভারে ১৪ রান খরচ করে নিয়েছেন ২ উইকেট। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে কম রান দিয়েছেন তিনি। মাত্র একটি চার হজম করেছেন। এরপর ব্যাটিংয়ে ১৬ বলে ১৯ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশকে এনে দিয়েছেন ৫ উইকেটের ঐতিহাসিক জয়। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ম্যাচসেরা হওয়া মেহেদি ম্যাচ শেষে বলেন, ‘উইকেট কিছুটা মন্থর ছিল। একটা বল ধীরগতিতে এসেছিল, কোনোটাতে টার্ন হচ্ছিল আবার আরেকটা সোজা এসেছিল। গুড লেংথে ধারাবাহিকভাবে বোলিং করছিলাম। তাতে পাওয়ার প্লেতে ভালো করতে পেরেছি এবং দলের জন্য ভালো কিছু এনে দিতে পেরেছি।’
১৩৫ রান তাড়া করতে নেমে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৪.৩ ওভারে ৫ উইকেটে ৯৭ রান। একপ্রান্ত ধরে তখনো খেলছিলেন লিটন দাস। তবু এমন অবস্থা থেকে বাংলাদেশের ম্যাচ হারার ঘটনা রয়েছে অনেক। তবে ৭ নম্বরে ব্যাটিংয়ে নামা এবার আর তা (বাংলাদেশের হার) হতে দেননি। ষষ্ঠ উইকেটে লিটনের সঙ্গে ২৫ বলে ৪০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়তে অবদান রেখেছেন মেহেদি। ১৯তম ওভারের চতুর্থ বলে অ্যাডাম মিলনেকে চার মেরে তুলির শেষ আঁচড় দিয়েছেন মেহেদি। মেহেদি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই যখন আমি ভালো বোলিং করি, তারপরে ব্যাটিংয়ের সময়ও সেটা আমাকে আত্মবিশ্বাস দেয়। সব সময়ই আমার ব্যাটিং উপভোগ করি।’
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে আবারও আলোচনায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা। আগামী বৃহস্পতিবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে হওয়ার কথা এসিসির বার্ষিক সাধারণ সভা। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, রাজনৈতিক-কূটনৈতিক কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং এসিসির আরও কিছু সদস্য বোর্ড...
১১ ঘণ্টা আগেনারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ফিরতি দেখায় অবশ্য তা ছাপিয়ে যেতে পারেনি। তবে ব্যবধানটা বড়ই থেকেছে। পিটার বাটলারের দল মাঠ ছেড়েছে ৫-০ গোলে জয়ের তৃপ্তি নিয়ে। এই জয়ে শিরোপার আরও কাছে চলে গেল বাংলাদেশ। সোমবার শেষ ম্যাচে নেপালের বিপক্ষে...
১২ ঘণ্টা আগেকোচ পিটার বাটলার থাকতে চাইছেন পরীক্ষা-নিরীক্ষার মধ্যে। তাই আজ শ্রীলঙ্কার বিপক্ষেও পূর্ণশক্তির একাদশ সাজাননি তিনি। প্রথমার্ধে বরাবরের মতো ঠিকই মিলেছে গোলের দেখা। বসুন্ধরা অনুশীলন মাঠে বাংলাদেশ বিরতিতে গেছে ২-০ গোলে এগিয়ে থেকে।
১৩ ঘণ্টা আগেমিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে কাল সন্ধ্যায়। প্রতি সিরিজ-টুর্নামেন্টে দর্শকদের জন্য বিশেষ নির্দেশাবলি থাকে আয়োজকদের। তবে এবার যেন দর্শকদের নিয়মকানুন নিয়ে একটু বেশিই গুরুত্ব দিচ্ছে বিসিবি। দর্শকদের জন্য নিয়ম যথেষ্ট কড়া করেছে। স্টেডিয়ামে দর্শক
১৩ ঘণ্টা আগে