নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
প্রিমিয়ার লিগে গত ২ মে কিংস অ্যারেনায় আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচ কমিশনারকে ধাক্কা মেরেছিলেন সাদ। এর আগেই অবশ্য লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান তিনি। কিন্তু ম্যাচের শেষ দিকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। এর জেরে একপর্যায়ে ম্যাচ কমিশনারের ওপর চড়াও হন সাদ। তাই ঘরোয়া ফুটবলে ১৪ নভেম্বরের আগে আর মাঠে নামতে পারবেন না এই ডিফেন্ডার। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয় তাঁকে। একই ম্যাচে অশালীন অঙ্গভঙ্গি করায় চার ম্যাচ নিষিদ্ধ বসুন্ধরার সহকারী কোচ মাহবুব হোসেন রক্সি।
কিংস অ্যারেনায় কেন দর্শক ছাড়া ম্যাচ আয়োজন করা হবে না—এ বিষয়ে বসুন্ধরা কিংসকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বাফুফের শৃঙ্খলা কমিটি। গত বুধবার অনুষ্ঠিত সভায় বসুন্ধরার পরবর্তী ছয়টি হোম ম্যাচ দর্শকশূন্য রাখার স্থগিত শাস্তি দেওয়া হয়েছে। আগামী ৬ মাসে দর্শকেরা শৃঙ্খলা বহির্ভূত কোনো কাজ করলে সেই শাস্তি কার্যকর হবে।
চ্যাম্পিয়নশিপ লিগে গত ১১ মে বাফুফে এলিট একাডেমির বিপক্ষে ম্যাচে রেফারিকে লাঞ্ছিত করায় সিটি ক্লাবকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে এক বছর নিষিদ্ধ হয়েছেন ক্লাবটির তিন ফুটবলার মাসুম মিয়া, মিজানুর রহমান, আশরাফুল ইসলাম ও বলবয় মোহাম্মদ ইউনুস।
শৃঙ্খলা ভাঙায় ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সমপরিমাণ জরিমানা দেওয়ার পাশাপাশি ৬ ম্যাচ নিষিদ্ধ ক্লাবটির টিম লিডার দেলোয়ার হোসেন। দুই ফুটবলার রাশিদুল ইসলাম জিহানকে চার ম্যাচ ও মোহাম্মদ রাকিবকে যথাক্রমে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে শৃঙ্খলা কমিটি। এছাড়া ৬ মাস নিষিদ্ধ ম্যাসিয়ার মনির হোসেন।
ফরাশগঞ্জের মতো ৫০ হাজার টাকা জরিমানা দিতে হচ্ছে ওয়ারী ক্লাবকেও। এছাড়া ক্লাবটির টেকনিক্যাল ডিরেক্টর এসএম জাকারিয়া, সহকারী কোচ সারোয়ার হোসেন চঞ্চল ও মিডিয়া অফিসার কবির উদ্দিন সরকারকে চার ম্যাচ নিষিদ্ধ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফুটবলার তৌহিদুল ইসলাম পেয়েছেন ২ ম্যাচের নিষেধাজ্ঞা।
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
প্রিমিয়ার লিগে গত ২ মে কিংস অ্যারেনায় আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচ কমিশনারকে ধাক্কা মেরেছিলেন সাদ। এর আগেই অবশ্য লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান তিনি। কিন্তু ম্যাচের শেষ দিকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। এর জেরে একপর্যায়ে ম্যাচ কমিশনারের ওপর চড়াও হন সাদ। তাই ঘরোয়া ফুটবলে ১৪ নভেম্বরের আগে আর মাঠে নামতে পারবেন না এই ডিফেন্ডার। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয় তাঁকে। একই ম্যাচে অশালীন অঙ্গভঙ্গি করায় চার ম্যাচ নিষিদ্ধ বসুন্ধরার সহকারী কোচ মাহবুব হোসেন রক্সি।
কিংস অ্যারেনায় কেন দর্শক ছাড়া ম্যাচ আয়োজন করা হবে না—এ বিষয়ে বসুন্ধরা কিংসকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বাফুফের শৃঙ্খলা কমিটি। গত বুধবার অনুষ্ঠিত সভায় বসুন্ধরার পরবর্তী ছয়টি হোম ম্যাচ দর্শকশূন্য রাখার স্থগিত শাস্তি দেওয়া হয়েছে। আগামী ৬ মাসে দর্শকেরা শৃঙ্খলা বহির্ভূত কোনো কাজ করলে সেই শাস্তি কার্যকর হবে।
চ্যাম্পিয়নশিপ লিগে গত ১১ মে বাফুফে এলিট একাডেমির বিপক্ষে ম্যাচে রেফারিকে লাঞ্ছিত করায় সিটি ক্লাবকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে এক বছর নিষিদ্ধ হয়েছেন ক্লাবটির তিন ফুটবলার মাসুম মিয়া, মিজানুর রহমান, আশরাফুল ইসলাম ও বলবয় মোহাম্মদ ইউনুস।
শৃঙ্খলা ভাঙায় ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সমপরিমাণ জরিমানা দেওয়ার পাশাপাশি ৬ ম্যাচ নিষিদ্ধ ক্লাবটির টিম লিডার দেলোয়ার হোসেন। দুই ফুটবলার রাশিদুল ইসলাম জিহানকে চার ম্যাচ ও মোহাম্মদ রাকিবকে যথাক্রমে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে শৃঙ্খলা কমিটি। এছাড়া ৬ মাস নিষিদ্ধ ম্যাসিয়ার মনির হোসেন।
ফরাশগঞ্জের মতো ৫০ হাজার টাকা জরিমানা দিতে হচ্ছে ওয়ারী ক্লাবকেও। এছাড়া ক্লাবটির টেকনিক্যাল ডিরেক্টর এসএম জাকারিয়া, সহকারী কোচ সারোয়ার হোসেন চঞ্চল ও মিডিয়া অফিসার কবির উদ্দিন সরকারকে চার ম্যাচ নিষিদ্ধ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফুটবলার তৌহিদুল ইসলাম পেয়েছেন ২ ম্যাচের নিষেধাজ্ঞা।
আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে ভারত-সংযুক্ত আরব আমিরাত। এই চার ম্যাচের মধ্যে তিনটিই ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি। টি-টোয়েন্টিতে সেই ২০১৬ এশিয়া কাপে মুখোমুখি হয়েছে দুই দল। ৯ বছর পর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে আজ খেলতে নামছে ভারত-সংযুক্ত আরব আমিরাত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে
১৫ মিনিট আগেআইসিসি র্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টির শীর্ষ দল ভারত। আরব আমিরাতের অবস্থান ১৫ নম্বরে। এশিয়া কাপে আজ দুই দলের ম্যাচটি তাই অসম লড়াইয়ের। তবে মাঠের লড়াই শুরুর আগে ‘যে কাউকে হারিয়ে দেওয়া’র আত্মবিশ্বাস আরব আমিরাতের। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম বলেন, কয়েক মাস ধরেই কঠোর পরিশ্রম করেছেন তাঁরা। খেলাটা যেহেতু টি-টোয়েন্টি
১ ঘণ্টা আগেশারজায় ৭ সেপ্টেম্বর পাকিস্তানের কাছে ৭৫ রানে হেরে রানার্সআপ হয়েছিল আফগানিস্তান। তবে পাকিস্তানের কাছে দুমড়ে-মুচড়ে যাওয়া আফগানদের ঘুরে দাঁড়াতে লেগেছে ৪৮ ঘণ্টা। সংযুক্ত আরব আমিরাত-পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজটা যে আফগানদের জন্য ছিল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপার, সেটা গত রাতে
১ ঘণ্টা আগেরেকর্ডের পেছনে আমি ছুটি না, রেকর্ডই আমাকে তাড়া করে—সামাজিক মাধ্যমে কয়েক বছর আগে ক্রিস্টিয়ানো রোনালদো এমন কিছু পোস্ট করে সাড়া ফেলে দিয়েছিলেন। শুধু মুখের কথাতেই নয়, রোনালদো যে কাজেও বিশ্বাসী। ৪০ পেরোনো এই পর্তুগিজ তারকা গড়ছেন একের পর এক রেকর্ড।
২ ঘণ্টা আগে