Ajker Patrika

খুলনায় স্কুলে যাওয়ার পথে প্রধান শিক্ষককে গুলি

খুলনা প্রতিনিধি
আপডেট : ১৫ মে ২০২৫, ১৪: ১২
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনা নগরীতে চাঁদা না পেয়ে এক প্রধান শিক্ষককে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আড়ংঘাটা থানার তেলিগাতী সরদারপাড়া জামে মসজিদের সামনে ঘটনাটি ঘটে। আহত দিলীপ কুমার সরকার (৫৫) তেলিগাতী হাইস্কুলের প্রধান শিক্ষক। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, জমি নিয়ে বিরোধের পাশাপাশি কয়েক দিন ধরে কতিপয় সন্ত্রাসী দিলীপ কুমারের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় দুর্বৃত্তরা তাঁর ওপর চড়াও হয়। বৃহস্পতিবার সকালে তিনি হেঁটে স্কুলে যাচ্ছিলেন। বাড়ি থেকে কিছু দূরে যাওয়ামাত্র একটি মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তাঁর বাঁ পায়ের হাঁটুর ওপরে বিদ্ধ হয়।

গুলির শব্দ পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং দিলীপ কুমারকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখে। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রবীর মিত্র বলেন, ‘জমিজমা নিয়ে বিরোধ এবং চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে তাঁকে গুলি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা সব বিষয়ে খোঁজখবর নিচ্ছি। জড়িতদের আটকে অভিযান শুরু হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত