বিদায়ী বছরের পারফরম্যান্স ভালো না হলেও শেষটা দুর্দান্ত করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে। সেটিও আবার কিউইদের মাঠে। প্রতিপক্ষের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিতে বাংলাদেশ ইতিহাসও গড়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে প্রথম টি-টোয়েন্টি জয়। এর আগে এবারের সফরেই কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডেতেও জয় পায় বাংলাদেশ। দলের এমন পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শরীফুল ইসলাম। সংক্ষিপ্ত সংস্করণে ৬ উইকেট নিয়ে তো সিরিজ-সেরাই হয়েছেন বাঁহাতি পেসার। এ ছাড়া প্রতিপক্ষের বিপক্ষে জয় পাওয়া শেষ ওয়ানডেতে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।
নিউজিল্যান্ডের মাঠে প্রথমবার কোনো সাদা বলের ক্রিকেটে সিরিজ ড্র করেছে বাংলাদেশ। এমন পারফরম্যান্স শেষে গতকাল রাতে দেশে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত-শরীফুলরা। দেশে ফিরেই সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সব মিলিয়ে এ বছর বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি। ৫২ উইকেট নেওয়া পেসার বলেছেন, ‘আলহামদুলিল্লাহ ভালো একটা সিরিজ গেছে। টি-টোয়েন্টি সিরিজটা আমাদের পক্ষে ছিল। দ্বিতীয় ম্যাচটা যদি বৃষ্টি না আসত, ইনশা আল্লাহ হয়তো আমরা জিততাম। জানি না খেলা হলে কী হতো, কিন্তু যতটুকু খেলা হয়েছে আমাদের পক্ষে ছিল।’
আর প্রথম বাংলাদেশি হিসেবে নিউজিল্যান্ডের মাঠে সিরিজ-সেরার পুরস্কার জেতাকে ক্যারিয়ারের শুরু বলে জানিয়েছেন শরীফুল। বাঁহাতি পেসার বলেছেন, ‘কেবল তো শুরু। একজন মাত্র হয়েছে, ভবিষ্যতে আরও অনেকে হবে ইনশা আল্লাহ। এখান থেকেই আমরা ঘুরে দাঁড়াব। যেকোনো কন্ডিশনে গেলে চেষ্টা করব যে যার সেরাটা দেওয়ার।’
বিদায়ী বছরের পারফরম্যান্স ভালো না হলেও শেষটা দুর্দান্ত করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে। সেটিও আবার কিউইদের মাঠে। প্রতিপক্ষের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিতে বাংলাদেশ ইতিহাসও গড়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে প্রথম টি-টোয়েন্টি জয়। এর আগে এবারের সফরেই কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডেতেও জয় পায় বাংলাদেশ। দলের এমন পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শরীফুল ইসলাম। সংক্ষিপ্ত সংস্করণে ৬ উইকেট নিয়ে তো সিরিজ-সেরাই হয়েছেন বাঁহাতি পেসার। এ ছাড়া প্রতিপক্ষের বিপক্ষে জয় পাওয়া শেষ ওয়ানডেতে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।
নিউজিল্যান্ডের মাঠে প্রথমবার কোনো সাদা বলের ক্রিকেটে সিরিজ ড্র করেছে বাংলাদেশ। এমন পারফরম্যান্স শেষে গতকাল রাতে দেশে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত-শরীফুলরা। দেশে ফিরেই সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সব মিলিয়ে এ বছর বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি। ৫২ উইকেট নেওয়া পেসার বলেছেন, ‘আলহামদুলিল্লাহ ভালো একটা সিরিজ গেছে। টি-টোয়েন্টি সিরিজটা আমাদের পক্ষে ছিল। দ্বিতীয় ম্যাচটা যদি বৃষ্টি না আসত, ইনশা আল্লাহ হয়তো আমরা জিততাম। জানি না খেলা হলে কী হতো, কিন্তু যতটুকু খেলা হয়েছে আমাদের পক্ষে ছিল।’
আর প্রথম বাংলাদেশি হিসেবে নিউজিল্যান্ডের মাঠে সিরিজ-সেরার পুরস্কার জেতাকে ক্যারিয়ারের শুরু বলে জানিয়েছেন শরীফুল। বাঁহাতি পেসার বলেছেন, ‘কেবল তো শুরু। একজন মাত্র হয়েছে, ভবিষ্যতে আরও অনেকে হবে ইনশা আল্লাহ। এখান থেকেই আমরা ঘুরে দাঁড়াব। যেকোনো কন্ডিশনে গেলে চেষ্টা করব যে যার সেরাটা দেওয়ার।’
সিলেটে গতকাল শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা ছিল জিম্বাবুয়ের। বাংলাদেশ যেখানে রানের জন্য হাঁসফাঁস করেছে, যেভাবে উইকেট বিলিয়ে দিয়েছেন, জিম্বাবুয়ে ব্যাটিং করেছে স্বচ্ছন্দে। সফরকারীরা ব্যাটিং করেছে ওয়ানডে মেজাজে। অবশেষে সেই জুটি ভাঙল দ্বিতীয় দিনের সকালে।
৮ মিনিট আগেদ্বিতীয় মেয়াদে ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের প্রধান কোচ হয়ে এসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে দুই বছরের চুক্তিতে এলেও সেটা পূর্ণ হওয়ার আগেই তাঁকে চাকরিচ্যুত করা হয়। ছয় মাস আগের সেই ঘটনা নিয়ে হাথুরু এবার যা বললেন, তা পিলে চমকে দেওয়ার মতো।
১ ঘণ্টা আগেবাংলাদেশ থেকে চন্ডিকা হাথুরুসিংহের অধ্যায় শেষ হয়েছে ছয় মাসেরও বেশি সময় আগে। তাঁর জায়গায় বাংলাদেশের প্রধান কোচের চেয়ারে বসেছেন ফিল সিমন্স। বাংলাদেশ দল যখন ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ খেলতে ব্যস্ত, তখনই বোমা ফাটালেন হাথুরুসিংহে।
২ ঘণ্টা আগেআইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
১৩ ঘণ্টা আগে