ক্রীড়া ডেস্ক
বিদায়ী বছরের পারফরম্যান্স ভালো না হলেও শেষটা দুর্দান্ত করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে। সেটিও আবার কিউইদের মাঠে। প্রতিপক্ষের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিতে বাংলাদেশ ইতিহাসও গড়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে প্রথম টি-টোয়েন্টি জয়। এর আগে এবারের সফরেই কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডেতেও জয় পায় বাংলাদেশ। দলের এমন পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শরীফুল ইসলাম। সংক্ষিপ্ত সংস্করণে ৬ উইকেট নিয়ে তো সিরিজ-সেরাই হয়েছেন বাঁহাতি পেসার। এ ছাড়া প্রতিপক্ষের বিপক্ষে জয় পাওয়া শেষ ওয়ানডেতে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।
নিউজিল্যান্ডের মাঠে প্রথমবার কোনো সাদা বলের ক্রিকেটে সিরিজ ড্র করেছে বাংলাদেশ। এমন পারফরম্যান্স শেষে গতকাল রাতে দেশে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত-শরীফুলরা। দেশে ফিরেই সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সব মিলিয়ে এ বছর বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি। ৫২ উইকেট নেওয়া পেসার বলেছেন, ‘আলহামদুলিল্লাহ ভালো একটা সিরিজ গেছে। টি-টোয়েন্টি সিরিজটা আমাদের পক্ষে ছিল। দ্বিতীয় ম্যাচটা যদি বৃষ্টি না আসত, ইনশা আল্লাহ হয়তো আমরা জিততাম। জানি না খেলা হলে কী হতো, কিন্তু যতটুকু খেলা হয়েছে আমাদের পক্ষে ছিল।’
আর প্রথম বাংলাদেশি হিসেবে নিউজিল্যান্ডের মাঠে সিরিজ-সেরার পুরস্কার জেতাকে ক্যারিয়ারের শুরু বলে জানিয়েছেন শরীফুল। বাঁহাতি পেসার বলেছেন, ‘কেবল তো শুরু। একজন মাত্র হয়েছে, ভবিষ্যতে আরও অনেকে হবে ইনশা আল্লাহ। এখান থেকেই আমরা ঘুরে দাঁড়াব। যেকোনো কন্ডিশনে গেলে চেষ্টা করব যে যার সেরাটা দেওয়ার।’
বিদায়ী বছরের পারফরম্যান্স ভালো না হলেও শেষটা দুর্দান্ত করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে। সেটিও আবার কিউইদের মাঠে। প্রতিপক্ষের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিতে বাংলাদেশ ইতিহাসও গড়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে প্রথম টি-টোয়েন্টি জয়। এর আগে এবারের সফরেই কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডেতেও জয় পায় বাংলাদেশ। দলের এমন পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শরীফুল ইসলাম। সংক্ষিপ্ত সংস্করণে ৬ উইকেট নিয়ে তো সিরিজ-সেরাই হয়েছেন বাঁহাতি পেসার। এ ছাড়া প্রতিপক্ষের বিপক্ষে জয় পাওয়া শেষ ওয়ানডেতে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।
নিউজিল্যান্ডের মাঠে প্রথমবার কোনো সাদা বলের ক্রিকেটে সিরিজ ড্র করেছে বাংলাদেশ। এমন পারফরম্যান্স শেষে গতকাল রাতে দেশে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত-শরীফুলরা। দেশে ফিরেই সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সব মিলিয়ে এ বছর বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি। ৫২ উইকেট নেওয়া পেসার বলেছেন, ‘আলহামদুলিল্লাহ ভালো একটা সিরিজ গেছে। টি-টোয়েন্টি সিরিজটা আমাদের পক্ষে ছিল। দ্বিতীয় ম্যাচটা যদি বৃষ্টি না আসত, ইনশা আল্লাহ হয়তো আমরা জিততাম। জানি না খেলা হলে কী হতো, কিন্তু যতটুকু খেলা হয়েছে আমাদের পক্ষে ছিল।’
আর প্রথম বাংলাদেশি হিসেবে নিউজিল্যান্ডের মাঠে সিরিজ-সেরার পুরস্কার জেতাকে ক্যারিয়ারের শুরু বলে জানিয়েছেন শরীফুল। বাঁহাতি পেসার বলেছেন, ‘কেবল তো শুরু। একজন মাত্র হয়েছে, ভবিষ্যতে আরও অনেকে হবে ইনশা আল্লাহ। এখান থেকেই আমরা ঘুরে দাঁড়াব। যেকোনো কন্ডিশনে গেলে চেষ্টা করব যে যার সেরাটা দেওয়ার।’
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে