Ajker Patrika

নেতৃত্ব নিয়ে ফিরছেন উইলিয়ামসন, বিশ্রামে রাচিন

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৫: ২৬
নেতৃত্ব নিয়ে ফিরছেন উইলিয়ামসন, বিশ্রামে রাচিন

আইপিএলে খেলার সময় হাঁটুতে চোট পেয়ে ভালোই বিপদে পড়েছিলেন কেন উইলিয়ামসন। সর্বশেষ বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে বেশ শঙ্কা জেগেছিল তখন। সুস্থ হয়ে অবশ্য নিউজিল্যান্ডের শেষ কয়েক ম্যাচে ছিলেন। তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সাদা বলের ক্রিকেটে ছিলেন না।

এবার ফিরছেন উইলিয়ামসন। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবেন তিনি। তবে পাঁচ ম্যাচ সিরিজের সবকটি খেলবেন না। তৃতীয় ম্যাচে বিশ্রামে থাকবেন। বাকি ম্যাচে তাঁর কাঁধেই থাকবে দলের নেতৃত্ব। আর তাঁর পরিবর্তে তৃতীয় ম্যাচে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মিচেল স্যান্টনার।

আগামী ১২ জুন সিরিজটি শুরু হবে। এই সিরিজে উইলিয়ামসনের সঙ্গে ফিরেছেন ডেভন কনওয়েও। এই ওপেনারও বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজে ছিলেন না। অন্যদিকে চোট কাটিয়ে ফিরেছেন দুই পেসার লকি ফার্গুসন ও ম্যাট হেনরি। বিশ্বকাপে চোট পাওয়া দুই পেসার প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ আবার খেলতে নামবেন।

সতীর্থেরা চোট কাটিয়ে ফিরলেও পেসার কাইল জেমিসন ও স্পিনার মিচেল ব্রেসওয়েলের কপাল খোলেনি। চোটের কারণে আসন্ন সিরিজেও তাঁদের মাঠের বাইরে থাকতে হচ্ছে। তাঁরা চোটের কারণে সুযোগ না পেলেও বিশ্বকাপে দুর্দান্ত খেলা রাচিন রবীন্দ্রকে বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি।

প্রথম বিশ্বকাপে ৫৭৮ রান করা অলরাউন্ডার রাচিনকে বিশ্রাম দেওয়ার প্রসঙ্গে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেটে রাচিনের মতো তরুণ খেলোয়াড়ের মূল্য অপরিসীম। তার ভালোর ওপর জোর দিতে চাই। গত পাঁচ মাস ধরে বিরামহীন পাঁচটি দেশে ভ্রমণ করা দলের একমাত্র সদস্য সে, যা সহজ বিষয় নয়। জুনের টি-টোয়েন্টি বিশ্বকাপে সে আমাদের পরিকল্পনায় খুব ভালোভাবেই আছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফেব্রুয়ারিতে ফিরবে।’ 

নিউজিল্যান্ড স্কোয়াড—

কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, টিম সেইফার্ট, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ইশ সোধি, টিম সাউদি, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে ও বেন সিয়ার্স।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত