ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ থেকে আগেই ছিটকে গেছেন উইল ও রুর্ক, গ্লেন ফিলিপস ও ফিন অ্যালেন। শঙ্কা আছে মিচেল স্যান্টনারের খেলা নিয়েও। এরই মধ্যে এবার অজিদের বিপক্ষে কুড়ি ওভারের সিরিজের আগে কিউইদের দুশ্চিন্তা বাড়িয়ে দিলেন কেন উইলিয়ামসন।
২০২৪-২৫ মৌসুমে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না কেইন উইলিয়ামসন। একই সঙ্গে সীমিত ওভারের ক্রিকেটের নেতৃত্ব ছাড়ার কথাও চিন্তা করছেন তিনি। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) আজ সকালে এক বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করেছে।
আইসিসি ইভেন্টের দল ঘোষণা অন্যান্য দল যেভাবে করে, নিউজিল্যান্ড তাদের থেকে যেন একটু ব্যতিক্রম। প্রতিবারই কিউইরা অভিনব ও সৃজনশীল উপায়ে দল ঘোষণা করে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার ক্ষেত্রেও চমক দেখিয়েছে নিউজিল্যান্ড।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কেইন উইলিয়ামসন সবশেষ ম্যাচ খেলেছেন এ বছরের জানুয়ারিতে। স্বীকৃত টি-টোয়েন্টিতে এরপর আইপিএল খেললেও পাকিস্তান সফরে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে ছিলেন না তিনি। এই উইলিয়ামসনের নেতৃত্বেই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে নিউজিল্যান্ড।