আইসিসি ইভেন্ট হোক বা কোনো দ্বিপক্ষীয় সিরিজ, দল সাধারণত সেই দেশের ক্রিকেট বোর্ড ও আইসিসি ঘোষণা করে। ২০২৩ বিশ্বকাপেও সেটার ব্যতিক্রম হচ্ছে না। এখানেই চমকে দিয়েছে নিউজিল্যান্ড। বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নাম জানা গেছে তাঁদের পরিবারের কাছ থেকেই।
ভারতে হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে আজ ১৫ সদস্যের দল দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। বিশ্বকাপে কিউইদের নেতৃত্বভার থাকছে উইলিয়ামসনের কাঁধে। ব্ল্যাকক্যাপস তাদের অফিশিয়াল ফেসবুক পেজে বিশ্বকাপের ১৫ সদস্যের খেলোয়াড়দের নিয়ে এক রিলস প্রকাশ করেছে। রিলসের শুরুতেই এক বাচ্চাকে বলতে শোনা গেছে, ‘আমার বাবা কেইন উইলিয়ামসন।’
কিউইদের এই দলে টপ অর্ডার ব্যাটারদের বেশিরভাগ ম্যাচেই কিউইদের উদ্বোধনী জুটিতে দেখা যাবে ডেভন কনওয়ে ও উইল ইয়ংকে। কনওয়ের নাম জানিয়েছেন তাঁর স্ত্রী। বেশিরভাগ সময় মিডল অর্ডারে ব্যাটিং করলেও টম লাথামকে দেখা যেতে পারে ওপেনিংয়ে। ওয়ানডেতে ৩৭ ম্যাচে ওপেনিং করেছেন তিনি। লাথামের নামের ঘোষণা এসেছে স্ত্রীর থেকে। এভাবেই ১৫ ক্রিকেটারদের কারও নাম ঘোষণা করেছেন স্ত্রী, কারও বা দাদি, এমনকি সন্তানরাও নামের ঘোষণা দিয়েছে।
উইলিয়ামসন চলে আসায় তিন নম্বরে তিনিই ব্যাটিং করবেন। তাতে চার বা পাঁচ নম্বরে ব্যাটিং করতে দেখা যেতে পারে ড্যারিল মিচেলকে। এ বছর ওয়ানডেতে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান করেছেন মিচেল। ৩ সেঞ্চুরিতে ৪৮.৫৩ গড়ে করেছেন ৬৩১ রান। মিডল অর্ডারে ঝোড়ো ব্যাটিংয়ের জন্য আছেন মার্ক চাপম্যান, গ্লেন ফিলিপস।
জিমি নিশাম, মিচেল স্যান্টনারের মতো তারকা অলরাউন্ডারদের সঙ্গে চমক হচ্ছেন রাচিন রবীন্দ্র। সবকিছু ঠিক থাকলে এবারই প্রথমবার বিশ্বকাপে খেলতে যাচ্ছেন রবীন্দ্র। স্পিন বোলিংয়ে স্যান্টনারের সঙ্গে থাকছেন ইশ সোধি। পেস বোলিংয়ে অভিজ্ঞ ট্রেন্ট বোল্ট-টিম সাউদি জুটির সঙ্গে থাকছেন ম্যাট হেনরি, লকি ফার্গুসন। বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন।
অভিজ্ঞ ওপেনার মার্টিন গাপটিলের জায়গা হয়নি বিশ্বকাপ দলে। আরেক ওপেনার ফিন অ্যালেনেরও জায়গা হয়নি। ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে টিম সাইফার্টের জায়গা হয়নি। আর চোটে পড়ে চলমান ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে যাওয়া অ্যাডাম মিলনেও নেই বিশ্বকাপ দলে। তবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত শেষ মুহূর্তে দলে পরিবর্তন আনার একটা সুযোগ রেখেছে আইসিসি। তাতে হয়তো গাপটিল.মিলনেদের সুযোগ মিলতে পারে।
৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই শুরু হবে ১৩তম ওয়ানডে বিশ্বকাপ। ২০১৯ বিশ্বকাপে লর্ডসের ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনালে টাই হওয়া ম্যাচ গড়ায় সুপার ওভারে। বাউন্ডারির হিসেবে রানার্সআপ হয় উইলিয়ামসনের নিউজিল্যান্ড। তার আগে ২০১৫ বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হয় কিউইরা। সেবার ব্ল্যাকক্যাপসদের অধিনায়ক ছিলেন ব্রেন্ডন ম্যাককালাম।
নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল: কেইন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম, উইল ইয়ং, রাচীন রবীন্দ্র, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, জিমি নিশাম
আইসিসি ইভেন্ট হোক বা কোনো দ্বিপক্ষীয় সিরিজ, দল সাধারণত সেই দেশের ক্রিকেট বোর্ড ও আইসিসি ঘোষণা করে। ২০২৩ বিশ্বকাপেও সেটার ব্যতিক্রম হচ্ছে না। এখানেই চমকে দিয়েছে নিউজিল্যান্ড। বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নাম জানা গেছে তাঁদের পরিবারের কাছ থেকেই।
ভারতে হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে আজ ১৫ সদস্যের দল দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। বিশ্বকাপে কিউইদের নেতৃত্বভার থাকছে উইলিয়ামসনের কাঁধে। ব্ল্যাকক্যাপস তাদের অফিশিয়াল ফেসবুক পেজে বিশ্বকাপের ১৫ সদস্যের খেলোয়াড়দের নিয়ে এক রিলস প্রকাশ করেছে। রিলসের শুরুতেই এক বাচ্চাকে বলতে শোনা গেছে, ‘আমার বাবা কেইন উইলিয়ামসন।’
কিউইদের এই দলে টপ অর্ডার ব্যাটারদের বেশিরভাগ ম্যাচেই কিউইদের উদ্বোধনী জুটিতে দেখা যাবে ডেভন কনওয়ে ও উইল ইয়ংকে। কনওয়ের নাম জানিয়েছেন তাঁর স্ত্রী। বেশিরভাগ সময় মিডল অর্ডারে ব্যাটিং করলেও টম লাথামকে দেখা যেতে পারে ওপেনিংয়ে। ওয়ানডেতে ৩৭ ম্যাচে ওপেনিং করেছেন তিনি। লাথামের নামের ঘোষণা এসেছে স্ত্রীর থেকে। এভাবেই ১৫ ক্রিকেটারদের কারও নাম ঘোষণা করেছেন স্ত্রী, কারও বা দাদি, এমনকি সন্তানরাও নামের ঘোষণা দিয়েছে।
উইলিয়ামসন চলে আসায় তিন নম্বরে তিনিই ব্যাটিং করবেন। তাতে চার বা পাঁচ নম্বরে ব্যাটিং করতে দেখা যেতে পারে ড্যারিল মিচেলকে। এ বছর ওয়ানডেতে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান করেছেন মিচেল। ৩ সেঞ্চুরিতে ৪৮.৫৩ গড়ে করেছেন ৬৩১ রান। মিডল অর্ডারে ঝোড়ো ব্যাটিংয়ের জন্য আছেন মার্ক চাপম্যান, গ্লেন ফিলিপস।
জিমি নিশাম, মিচেল স্যান্টনারের মতো তারকা অলরাউন্ডারদের সঙ্গে চমক হচ্ছেন রাচিন রবীন্দ্র। সবকিছু ঠিক থাকলে এবারই প্রথমবার বিশ্বকাপে খেলতে যাচ্ছেন রবীন্দ্র। স্পিন বোলিংয়ে স্যান্টনারের সঙ্গে থাকছেন ইশ সোধি। পেস বোলিংয়ে অভিজ্ঞ ট্রেন্ট বোল্ট-টিম সাউদি জুটির সঙ্গে থাকছেন ম্যাট হেনরি, লকি ফার্গুসন। বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন।
অভিজ্ঞ ওপেনার মার্টিন গাপটিলের জায়গা হয়নি বিশ্বকাপ দলে। আরেক ওপেনার ফিন অ্যালেনেরও জায়গা হয়নি। ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে টিম সাইফার্টের জায়গা হয়নি। আর চোটে পড়ে চলমান ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে যাওয়া অ্যাডাম মিলনেও নেই বিশ্বকাপ দলে। তবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত শেষ মুহূর্তে দলে পরিবর্তন আনার একটা সুযোগ রেখেছে আইসিসি। তাতে হয়তো গাপটিল.মিলনেদের সুযোগ মিলতে পারে।
৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই শুরু হবে ১৩তম ওয়ানডে বিশ্বকাপ। ২০১৯ বিশ্বকাপে লর্ডসের ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনালে টাই হওয়া ম্যাচ গড়ায় সুপার ওভারে। বাউন্ডারির হিসেবে রানার্সআপ হয় উইলিয়ামসনের নিউজিল্যান্ড। তার আগে ২০১৫ বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হয় কিউইরা। সেবার ব্ল্যাকক্যাপসদের অধিনায়ক ছিলেন ব্রেন্ডন ম্যাককালাম।
নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল: কেইন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম, উইল ইয়ং, রাচীন রবীন্দ্র, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, জিমি নিশাম
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে