Ajker Patrika

দুই শিশুকে দিয়ে দল ঘোষণা করল নিউজিল্যান্ড

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৬: ৪৬
দুই শিশুকে দিয়ে দল ঘোষণা করল নিউজিল্যান্ড

আইসিসি ইভেন্টের দল ঘোষণা অন্যান্য দল যেভাবে করে, নিউজিল্যান্ড তাদের থেকে যেন একটু ব্যতিক্রম। প্রতিবারই কিউইরা অভিনব ও সৃজনশীল উপায়ে দল ঘোষণা করে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার ক্ষেত্রেও চমক দেখিয়েছে নিউজিল্যান্ড। 

সবার আগে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দল ঘোষণা হয়েছে অকল্যান্ডে। সেখানে ছিলেন টিম সাউদি, জেমস নিশাম, ইশ সোধির মতো তারকা ক্রিকেটাররা। উৎসবমুখর পরিবেশে দল ঘোষণার সময় ছিল বড় চমক। ব্ল্যাকক্যাপসের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা দেড় মিনিটের এক ভিডিওতে দেখা গেছে, ম্যাটিলডা ও অ্যানগাস নামের দুই শিশু দল ঘোষণা করছে। অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় কেইন উইলিয়ামসনের নাম। ভিডিওর ক্যাপশন দেওয়া হয়, ‘বিশেষ অতিথি ম্যাটিলডা ও অ্যাঙ্গাসের সঙ্গে যোগ দিন। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা চলছে।’ 
দল ঘোষণার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সিও উন্মোচন করেছে নিউজিল্যান্ড। ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপের রেট্রো জার্সিই ফিরিয়ে এনেছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সিতে প্রথাগত কালো রং নেই। জার্সিতে রয়েছে গাঢ় নীল বর্ণ। মাঝ বরাবর সাদা এক দাগ কাটা রয়েছে। সেখানে ইংরেজিতে লেখা নিউজিল্যান্ড। ব্ল্যাকক্যাপস তাদের পেজে সাউদি, নিশাম, সোধি, চ্যাপম্যানসহ তারকা ক্রিকেটারদের জার্সি পরে একসঙ্গে একটি ছবি পোস্ট করেছে। ক্যাপশন দিয়েছে, ‘১৯৯৯ বিশ্বকাপ থেকে অনুপ্রাণিত। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলের জার্সি। এনজেডসি (নিউজিল্যান্ড ক্রিকেট) স্টোর থেকে আগামীকাল পাওয়া যাবে।’ 

 ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণার সময়ও চমক দেখায় নিউজিল্যান্ড। ১৫ সদস্যের দল তখন ঘোষণা করেন খেলোয়াড়দের পরিবারের সদস্যরা। কারও সন্তান খেলোয়াড়দের নাম ঘোষণা করেছে। মা-বাবা, স্ত্রী, দাদি, প্রেমিকাদেরও খেলোয়াড়দের নাম বলতে শোনা গিয়েছিল। সেবার উইলিয়ামসনের নেতৃত্বে ভারতে বিশ্বকাপ খেলতে যায় কিউইরা। 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত