Ajker Patrika

শান্তর থ্রোয়ে বিশ্বকাপ শেষের পথে উইলিয়ামসনের

শান্তর থ্রোয়ে বিশ্বকাপ শেষের পথে উইলিয়ামসনের

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই ওয়ানডে ঠিক ৯ মাস পর ফিরেছিলেন কেন উইলিয়ামসন। সেই সঙ্গে এবারের বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে যে শঙ্কা ছিল সেটিও দূর হয়েছিল। বাংলাদেশের বিপক্ষে তাঁর ব্যাটও হেসেছিল। 

সবকিছু পক্ষে থাকার পরও ফিরতি ম্যাচেই চোট পাওয়ায় বিশ্বকাপ শেষের পথে উইলিয়ামসনের। বাংলাদেশের বিপক্ষে প্রান্ত বদলের সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান কিউই অধিনায়ক। স্ক্যানে ধরা পড়েছে তাঁর বৃদ্ধাঙ্গুলিতে চিড় ধরেছে। শেষ দিকে হয়তো তাঁকে পাওয়া যাবে। এই কারণে তাঁর বিকল্প হিসেবে টম ব্লান্ডেলকে দলে নিয়েছে নিউজিল্যান্ড। 

গতকাল বাংলাদেশের বোলিং ইনিংসের ৩৮ তম ওভারে আঘাত পান উইলিয়ামসন। তাসকিন আহমেদের বল মিড অফে ঠেলে দিয়ে দ্রুত রান নেওয়ার চেষ্টা করেন তিনি। রান আউটের আশায় নাজমুল হোসেন শান্ত নন–স্ট্রাইকিং প্রান্তে থ্রো করলে উইলিয়ামসনের আঙুলে আঘাত হানে বল। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে আরও কিছু সময় ব্যাটিং করলেও ৭৮ রানে অপরাজিত থাকার সময় মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। 

উইলিয়ামসনের চোট নিয়ে গ্যারি স্টিড জানিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটারকে বেশ কয়েক ম্যাচ না পাওয়ার সম্ভাবনাই বেশি। কিউই কোচ বলেছেন, ‘প্রথমত কঠোর পরিশ্রম করে কেইন হাঁটুর চোট সারিয়ে মাঠে ফিরেছিল। এরপর তার এমন ঘটনায় আমরা ব্যথিত। হতাশাজনক সংবাদের পর প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা অবশ্য আমাদের কিছু আশাও জুগিয়েছে। বিশ্রাম ও পুনর্বাসন শেষে শেষ দিকে দলে ফিরতে পারে। কেইন আমাদের দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য। সেই সঙ্গে একজন বিশ্বমানের অধিনায়ক এবং খেলোয়াড়। তাই টুর্নামেন্টে তাকে ফিরে পাওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টাই করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘জুলাই যোদ্ধাকে’ জুলাই ফাউন্ডেশনে পাইপ দিয়ে মারধর, ১৩ জনের বিরুদ্ধে মামলা

ভারতের হারে বাংলাদেশের বিদায়, হামজার হতাশা

এবার দলগুলো পেল চূড়ান্ত জুলাই সনদ ও স্বাক্ষরের আমন্ত্রণপত্র

সেনা কর্মকর্তাদের জন্য ‘সাবজেল’ ঘোষণার যৌক্তিকতা কী, টিআইবির প্রশ্ন

ভাবিকে হত্যার ১০ বছর পরে ভাতিজিকে পিটিয়ে হত্যা করলেন হাবিল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত