Ajker Patrika

পাকিস্তান সিরিজের মাঝপথে আবারও ‘ধাক্কা’ খেল নিউজিল্যান্ড 

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১৬: ৫৬
পাকিস্তান সিরিজের মাঝপথে আবারও ‘ধাক্কা’ খেল নিউজিল্যান্ড 

করোনায় আক্রান্ত হওয়ায় গতকাল পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে পারেননি মিচেল স্যান্টনার। সেই ধাক্কা সামলে উঠতে না উঠতে আবারও ধাক্কা খেল নিউজিল্যান্ড। টুর্নামেন্টের মাঝপথে পরিবর্তন আনা হয়েছে নিউজিল্যান্ড দলে। 

নিউজিল্যান্ডের বর্তমান অধিনায়ক কেইন উইলিয়ামসনের পরিবর্তে তৃতীয় টি-টোয়েন্টিতে খেলার কথা ছিল জস ক্লার্কসনের। যেখানে উইলিয়ামসন তাঁর হাঁটুর চোটের অবস্থা পর্যবেক্ষণ করে দেবেন। তবে ক্লার্কসনের আর যোগ দেওয়া হচ্ছে না পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে। সুপার স্ম্যাশে সেন্ট্রাল ডিসট্রিকটসের খেলারা সময় কাঁধে চোট পেয়েছেন এই অলরাউন্ডার। ক্লার্কসনের পরিবর্তে দলে এসেছেন উইল ইয়াং। হ্যামিল্টনে আগামীকাল নিউজিল্যান্ড-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে দলে যোগ দেবেন ইয়াং। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলেন ইয়াং। ২০ গড় ও ১০২.৩৬ স্ট্রাইক রেটে করেন ২৬০ রান। দুটি ফিফটিও রয়েছে নিউজিল্যান্ডের জার্সিতে। এই সংস্করণে ৫৬ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন দুবাইয়ে গত বছরের আগস্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি, স্বীকৃত টি-টোয়েন্টিসহ সব মিলে তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারের গড় ও স্ট্রাইকরেট বেশি। ৯৮ টি-টোয়েন্টিতে ২৬.৪০ গড় ও ১৩৩.৩৯ স্ট্রাইক রেটে ২২৯৭ রান করেন। ১৪ ফিফটির সঙ্গে রয়েছে ২ সেঞ্চুরি। 

অকল্যান্ডের ইডেন পার্কে গতকাল প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে নিউজিল্যান্ড করেছিল ৮ উইকেটে ২২৬ রান, যা পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যেকোনো দলের সর্বোচ্চ স্কোর। রান তাড়া করতে নেমে পাকিস্তান অলআউট হয় ১৮০ রানে। নিউজিল্যান্ডের ৪৬ রানের জয়ের ম্যাচে করোনা আক্রান্ত স্যান্টনারকে আইসোলেশনে রাখা হয়েছে। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির আগে সুস্থ হয়ে না উঠলে সেই ম্যাচের অধিনায়ক কে হবেন, সেটাই এখন দেখার বিষয়। কারণ উইলিয়ামসনের পরিবর্তে এর আগে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক ছিলেন স্যান্টনার। ১৪, ১৭, ১৯ ও ২১ হবে পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের শেষ চার টি-টোয়েন্টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত