Ajker Patrika

বাংলাদেশের ঐতিহাসিক সফরের সাক্ষী না হওয়ার আক্ষেপ তাসকিনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের ঐতিহাসিক সফরের সাক্ষী না হওয়ার আক্ষেপ তাসকিনের

তাসকিন আহমেদের কাছে বিদায়ী ২০২৩ সাল ছিল ‘অম্লমধুর’। বছর জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। তবে চোটে পড়ায় তাসকিন খেলতে পারেননি বিশ্বকাপ পরবর্তী কোনো ম্যাচও। এই সময়েই বাংলাদেশ গড়েছে একের পর এক ইতিহাস। 

আন্তর্জাতিক ক্রিকেটে তাসকিন সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছরের ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বিশ্বকাপের সেই ম্যাচের পর বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছে ৮ ম্যাচ। যার মধ্যে ছিল ২ টেস্ট, ৩ টি-টোয়েন্টি ও ৩ ওয়ানডে। এই সময়ে বাংলাদেশ ঘরের মাঠে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতেছে। এরপর নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ জিতেছে ওয়ানডে ও টি-টোয়েন্টি। তাতে নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাঠে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-তিন সংস্করণেই জিতে বাংলাদেশ করে ফেলে চক্রপূরণ। 

তিন সংস্করণ মিলে আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ১৩৭ ম্যাচ খেলেন তাসকিন। উইকেট সংখ্যা ১৭৭। যার মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মাঠে নিয়েছেন ৭৫,২৩ ও ১৮ উইকেট। ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের ম্যাচে নেন ৩ উইকেট। এবারের নিউজিল্যান্ড সফর মিস প্রসঙ্গে তাসকিন আজ মিরপুরে সাংবাদিকদের তাসকিন বলেন, ‘আমিও মিস করেছি অবশ্যই। কারণ, আমি নিউজিল্যান্ডে বোলিং করা উপভোগ করি। সিম মুভমেন্ট ভালো পাওয়া যায়। ওইখানে থাকতে পারলে আমি আসলে উপভোগ করতাম। জেতার সাক্ষী হিসেবে আমিও থাকতে পারতাম। যা-ই হোক, দিনশেষে তো আমাদেরই দল। সবাই আমরা একই। জিততে পারাটাই বড় জিনিস।’ 

 ২০২৩ সালে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫২ উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম। বছরের শেষের নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজেই সর্বোচ্চ উইকেট নেন শরীফুল। ৬টি করে দুই সিরিজে ১২ উইকেট নেন শরীফুল। টি-টোয়েন্টি সিরিজে হয়েছেন সিরিজসেরা। তানজিম হাসান সাকিব সিরিজের তৃতীয় ওয়ানডেতে হয়েছিলেন ম্যাচসেরা। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের পেসারদের পারফরম্যান্সে মুগ্ধ তাসকিন বলেন, ‘এটা আসলে খুবই শান্তির বিষয়। ব্যক্তিগতভাবে আমি যখন ম্যাচগুলো দেখছিলাম-সবাই এতো দারুণ বোলিং করেছে। এটা স্বস্তির। কারণ, দিনশেষে ফাস্ট বোলারদের দাপটে আমরা নিউজিল্যান্ডে জয় পাইছি। ফাস্ট বোলার হিসেবে এটা আসলে শান্তির। সামনে বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্ট আরও ভালো করবে। সবাই মিলে একসঙ্গে আরও জয় উপহার দেব ইনশা আল্লাহ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত