ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর ২০২৩-এর শেষের দিকে দারুণ পারফরম্যান্স করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে বছরের শেষে এসে অনেক ‘প্রথমের’ কীর্তি গড়েছে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশ করেছে বেশ কিছু রেকর্ডও।
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ উড়াল দেয় নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ড সফরে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি-দুই সংস্করণেই বাংলাদেশ জয় পেয়েছে। তাতে করে নিউজিল্যান্ডের মাঠে কিউইদের বিপক্ষে ‘চক্রপূরণ’ (তিন সংস্করণেই জয়) হয়েছে বাংলাদেশের। ওয়ানডে সিরিজ বাংলাদেশ হারলেও টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় ড্র হয়েছে। ওয়ানডেতে সৌম্য সরকার খেললেন রেকর্ড গড়া ১৬৯ রানের ইনিংস। নিউজিল্যান্ডের মাঠে বাংলাদেশের সমর্থকেরাও সিরিজটি বেশ উপভোগ করেছেন। সেই সিরিজের বেশ কিছু ছবি নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) আজ তাদের ফেসবুক পেজে পোস্ট করে লিখেছে, ‘ধন্যবাদ বাংলাদেশ। এবার পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দিকে মনোযোগ। ১২ জানুয়ারি অকল্যান্ডের ইডেন পার্কে শুরু হচ্ছে।’ ১২ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত হবে নিউজিল্যান্ড-পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০২৩ সালে টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে সাফল্যের হারে সবার ওপরে থেকে শেষ করেছে বাংলাদেশ। সদ্য শেষ হওয়া বছরে বাংলাদেশ ১৪ টি-টোয়েন্টি খেলে জিতেছে ১০ ম্যাচ, ৩ ম্যাচ হেরেছে ও ১ ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। তাতে সাফল্যের হার ৭১.৪৩। বাংলাদেশের পর দ্বিতীয় স্থানে থাকা ভারতের সফলতার হার ৬৫.২২।
ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর ২০২৩-এর শেষের দিকে দারুণ পারফরম্যান্স করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে বছরের শেষে এসে অনেক ‘প্রথমের’ কীর্তি গড়েছে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশ করেছে বেশ কিছু রেকর্ডও।
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ উড়াল দেয় নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ড সফরে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি-দুই সংস্করণেই বাংলাদেশ জয় পেয়েছে। তাতে করে নিউজিল্যান্ডের মাঠে কিউইদের বিপক্ষে ‘চক্রপূরণ’ (তিন সংস্করণেই জয়) হয়েছে বাংলাদেশের। ওয়ানডে সিরিজ বাংলাদেশ হারলেও টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় ড্র হয়েছে। ওয়ানডেতে সৌম্য সরকার খেললেন রেকর্ড গড়া ১৬৯ রানের ইনিংস। নিউজিল্যান্ডের মাঠে বাংলাদেশের সমর্থকেরাও সিরিজটি বেশ উপভোগ করেছেন। সেই সিরিজের বেশ কিছু ছবি নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) আজ তাদের ফেসবুক পেজে পোস্ট করে লিখেছে, ‘ধন্যবাদ বাংলাদেশ। এবার পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দিকে মনোযোগ। ১২ জানুয়ারি অকল্যান্ডের ইডেন পার্কে শুরু হচ্ছে।’ ১২ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত হবে নিউজিল্যান্ড-পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০২৩ সালে টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে সাফল্যের হারে সবার ওপরে থেকে শেষ করেছে বাংলাদেশ। সদ্য শেষ হওয়া বছরে বাংলাদেশ ১৪ টি-টোয়েন্টি খেলে জিতেছে ১০ ম্যাচ, ৩ ম্যাচ হেরেছে ও ১ ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। তাতে সাফল্যের হার ৭১.৪৩। বাংলাদেশের পর দ্বিতীয় স্থানে থাকা ভারতের সফলতার হার ৬৫.২২।
টেস্ট ক্রিকেটে বিদায় বলার তিন মাসও পূর্ণ হয়নি রোহিত শর্মার। খেলোয়াড় হিসেবে এবার তাই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে নেই রোহিত। কিন্তু যে ভারতের হয়ে ২০০৭ সাল থেকে খেলছেন, সেই দলের (ভারত) টানে এবার লন্ডনের ওভালে এসেছেন রোহিত।
৬ মিনিট আগেলন্ডনের ওভালে টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২৬৩ রান করে জয়ের কীর্তি ইংল্যান্ডের। ১৯০২ সালে সেই ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। ইংলিশদের সামনে এবার নিজেদেরই ১২৩ বছরের পুরোনো রেকর্ড ভাঙার হাতছানি। ওভালে সিরিজের পঞ্চম টেস্টে ইংল্যান্ডের সামনে ৩৭৪ রানের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে ভারত।
৪৩ মিনিট আগেভারত সেমিফাইনালে না খেলায় পাকিস্তান সরাসরি উঠে যায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ফাইনালে। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তান বিন্দুমাত্র পাত্তা পায়নি। এবি ডি ভিলিয়ার্সের ঝোড়ো সেঞ্চুরিতেই পাকিস্তান চ্যাম্পিয়নস হয়ে যায় স্তব্ধ। একতরফা ফাইনালের পর রহস্যময় পোস্ট দিয়েছেন সুরেশ রা
১ ঘণ্টা আগেসভাপতির দায়িত্ব নিয়ে আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন, তাঁর প্রথম লক্ষ্য হলো, দেশব্যাপী ক্রিকেট ছড়িয়ে দেওয়া। আর ক্রিকেট বিকেন্দ্রীকরণের প্রথম শর্ত, দেশব্যাপী ভালো মানের কোচিং ছড়িয়ে দেওয়া। সেই লক্ষ্যে বিসিবি এখন জোর দিয়েছে গেম এডুকেশনে।
২ ঘণ্টা আগে