Ajker Patrika

রেকর্ড গড়ার দিনে পাকিস্তানকে হেসেখেলে হারাল নিউজিল্যান্ড

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১৭: ১৯
রেকর্ড গড়ার দিনে পাকিস্তানকে হেসেখেলে হারাল নিউজিল্যান্ড

অকল্যান্ডের ইডেন পার্কে পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিতে যেন রানের বন্যা হয়েছিল আজ। রান বন্যার ম্যাচে শুরুতেই রেকর্ড গড়ে নিউজিল্যান্ড। কিউইদের সেই পাহাড় টপকানোর লক্ষ্যে এগোতে থাকা পাকিস্তান কিছুটা হলেও সুযোগ তৈরি করেছিল। তবে তা আর সম্ভব হয়নি।  পাকিস্তানকে ৪৬ রানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

২২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঝোড়ো শুরু করে পাকিস্তান। তাতে নিউজিল্যান্ডের পিচ্ছিল হাতেরও অবদান রয়েছে।  ইনিংসের ষষ্ঠ বলে টিম সাউদিকে তুলে মারতে যান সাইম আইয়ুব। মিড অফে ক্যাচ ড্রপ করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসন। ঠিক তার প্রথম বলে আরও একটি ক্যাচ ড্রপ হয়েছে। দ্বিতীয় ওভারের প্রথম বলে ম্যাট হেনরিকে সোজা ড্রাইভ করতে যান মোহাম্মদ রিজওয়ান। কট এন্ড বোল্ডের সুযোগ হাতছাড়া করেছেন হেনরি। তবু পাকিস্তানের উদ্বোধনী জুটি ভেঙে গেছে ৫০ পেরোনোর আগেই। তৃতীয় ওভারের তৃতীয় বলে রিজওয়ানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটের ফাঁদে কাটা পড়েছেন আইয়ুব। ৮ বলে ২ চার ও ৩ ছক্কায় ২৭ রান করেন আইয়ুব। তাতে পাকিস্তানের স্কোর হয়ে যায় ২.২ ওভারে ১ উইকেটে ৩৩ রান।

আইয়ুবের পর ব্যাটিংয়ে নামেন বাবর আজম। মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে বাবরের দ্বিতীয় উইকেটের জুটি থিতু হতে না হতেই ভেঙে যায়। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে সাউদিকে পুল করতে যান রিজওয়ান। এজ হওয়া বল আকাশে বেশিক্ষণ ভেসে থাকলে ক্যাচ ধরেন নিউজিল্যান্ড উইকেটরক্ষক ডেভন কনওয়ে। ১৪ বলে ২টি করে চার ও ছক্কায় ২৫ রান করেন রিজওয়ান। দ্বিতীয় উইকেটে রিজওয়ান-বাবরের জুটি ছিল ১৯ বলে ৩০ রানের। দুই ওপেনারের বিদায়ে পাকিস্তানের স্কোর হয়েছে ৫.৩ ওভারে ২ উইকেটে ৬৩ রান।

রিজওয়ানের পর ব্যাটিংয়ে আসেন ফখর জামান। ইনিংস বড় করার আশা জাগিয়েও দ্রুত উইকেট হারিয়েছেন ফখর। ১০ বলে ১৫ রান করে ফখর কট এন্ড বোল্ডের শিকার হয়েছেন  ইশ সোধির। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে একপ্রান্তে আগলে খেলতে থাকেন বাবর। ৩৩ বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩১তম ফিফটি তুলে নিয়েছেন। যেখানে চতুর্থ উইকেটে ইফতিখারকে নিয়ে ২৭ বলে ৪০ রানের জুটি গড়তে অবদান রাখেন বাবর।

ইফতিখার ফেরার পর পঞ্চম উইকেটে আজম খানের সঙ্গে জুটি গড়ার পথে সাবলীলভাবে এগোতে থাকেন বাবর। বাবর ও আজম খান যখন ব্যাটিং করছিলেন, তখন পাকিস্তানের স্কোর ১৫ ওভারে ৪ উইকেটে ১৫৯ রান। হাতে ৬ উইকেট নিয়ে  শেষ ৫ ওভারে ৬৮ রানের সম্ভাবনা কিছুটা হলেও ছিল।  তবে আজম খান আউট হওয়ার পর পাকিস্তানের ইনিংসে ভাঙন ধরে। ১৬তম ওভারের প্রথম বলে মিলনেকে তুলে মারতে যান আজম খান। লং অফে ক্যাচ ধরেছেন উইলিয়ামসন। এখান থেকে শেষ ২১ রানে ৬ উইকেট হারিয়ে পাকিস্তান ১৮ ওভারে অলআউট হয়েছে ১৮০ রানে। যেখানে ১৮তম ওভারে জোড়া উইকেট নিয়ে পাকিস্তানের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছেন সাউদি। যেখানে ১৮তম ওভারের চতুর্থ বলে আব্বাস আফ্রিদিকে ফিরিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০তম উইকেট নিয়েছেন সাউদি। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সেরা বোলিংও আজ করেন সাউদি। ৪ ওভার বোলিং করে ২৫ রান খরচ করে ৪ উইকেট নিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের এই বোলার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১১৮ ম্যাচে নিয়েছেন ১৫১ উইকেট।  

ম্যাচসেরা হয়েছেন ড্যারিল মিচেল।  ২৭ বলের ইনিংসে ৪টি করে চার ও ছক্কা মেরেছেন নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২২৬ রান করে নিউজিল্যান্ড। ইনিংস সর্বোচ্চ ৬১ রান করেন মিচেল। দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান করেন কেইন উইলিয়ামসন। ৪২ বলে ৯ চার মারেন উইলিয়ামসন। পাকিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন আব্বাস আফ্রিদি ও শাহিন।  অধিনায়ক শাহিন ৪ ওভারে ৩৪ রান দিয়েছেন  অভিষিক্ত আব্বাস আফ্রিদি। এটাই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের দলীয় সর্বোচ্চ স্কোর।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত