জেসমিন ডেইরি ফার্মের গল্প
কাগজ-কলমে বন্দী কিংবা কথার তোড়ে উড়ে যাওয়া ‘নারীর ক্ষমতায়ন’ শব্দ দুটি শুনলে কখনো কখনো হাসি পায় বটে। কিন্তু যখন চোখের সামনে দেখা যায় ছোট ছোট উদ্যোগ, দেখা যায় নারীরা সত্যি নিজেদের ক্ষমতায়নের চেষ্টা করে চলেছেন বিপুল পরিশ্রমে, তখন মুগ্ধ না হয়ে পারা যায় না। ‘জেসমিন ডেইরি ফার্ম’ তেমনি এক নারীর শ্রম, ঘাম আর