Ajker Patrika

নারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়

মধুপুর প্রতিনিধি
আপডেট : ২৯ মে ২০২২, ১০: ২১
নারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়

মধুপুরে গবাদিপশু পালনকারী ৩০ জন নারী উদ্যোক্তার সঙ্গে মতবিনিময় সভা করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) মধুপুর শাখা এ কর্মসূচি বাস্তবায়ন করে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন টিএমএসএসের জোনাল ম্যানেজার মো. মিজানুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নমিতা হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন, পিকেএসএফের মহাব্যবস্থাপক ড. একেএম নুরুজ্জামান, উপমহাব্যবস্থাপক সেলিনা শরিফ, উপজেলা প্রণিসম্পদ কর্মকর্তা হারুণ অর রশিদ, টিএমএসএস এর উপনির্বাহী পরিচালক মাহবুবর রহমান, পরিচালক রেজাউল করিমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় শাখা ব্যবস্থাপক কামরুজ্জামান জানান, দাতা সংস্থা এসডিসির অর্থায়নে পিকেএসএফের সার্বিক সহযোগিতায় মধুপুর উপজেলার নারীদের গবাদিপশু পালনে উদ্বুদ্ধ করে স্বাবলম্বী করার চেষ্টা চলছে। এ কর্মসূচির আওতায় মধুপুরের বিভিন্ন এলাকায় অনেকেই এখন স্বাবলম্বী। তাঁদের সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মতবিনিময়ের মাধ্যমে অনুপ্রাণিত করতে এসেছিলেন। এ প্রকল্পের আওতায় নারীদের আর্থিক সহায়তার পাশাপাশি প্রশিক্ষণ ও পশু পালনে সার্বিক সহযোগিতা করে টিএমএসএস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত