অর্চি হক, ঢাকা
নারী উদ্যোক্তাদের মিলনমেলায় পরিণত হওয়া ‘উই কালারফুল ফেস্ট’ শেষ হয়েছে আজ বৃহস্পতিবার। উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই) আয়োজিত দুদিনের এই মেলায় বিক্রি হয় ১৭ লাখ টাকার পণ্য। বিক্রির শীর্ষে রয়েছে খাদ্যপণ্য।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, মেলার শেষ দিন বিকেল পর্যন্ত খাদ্যপণ্য বিক্রি হয় ৩ লাখ ৫৫ হাজার টাকার। আর ফ্যাশন পণ্য বিক্রি হয় ১ লাখ ৩০ হাজার ৮৫০ টাকা। এ ছাড়া ৪৫ হাজার ২০০ টাকার অন্যান্য পণ্য বিক্রি হয়েছে। বিকেল পর্যন্ত তিন ক্যাটাগরি মিলিয়ে মোট বিক্রি ছিল সাড়ে পাঁচ লাখ টাকার পণ্য। কিন্তু সন্ধ্যা পেরোতেই সেই অংক তিন গুণ ছাড়িয়ে যায়৷ সবশেষ রাত দশটায় জানা যায়, বিক্রি হয়েছে ১৬ লাখ ৯৮ হাজার টাকার পণ্য। তখনও বিক্রি চলছিল।
উই কালারফুল ফেস্ট সম্পর্কে উই-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা বলেন, ‘দুদিনের মেলায় আমরা আশাতীত সাড়া পেয়েছি। সব সময় চেয়েছি নারী উদ্যোক্তাদের জন্য ভালো কিছু করতে। এরই একটা অংশ হলো উই কালারফুল ফেস্ট। কত টাকার পণ্য বিক্রি হলো, তার চেয়ে বড় কথা হলো আমার নারী উদ্যোক্তারা কী কী শিখতে পারল। আমরা চেষ্টা করেছি এই দুদিনে আমাদের উদ্যোক্তাদের নেটওয়ার্কিংসহ স্কিল ডেভেলপমেন্টের জন্য কিছু সেশন করার। আশা করি, সেগুলো তাদের কাজে লাগবে।’
এবারের মেলায় ছিল দেশীয় পণ্য নিয়ে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ। দেশীয় পণ্যের উদ্যোক্তাদের ছিল মোট ৮৮ স্টল। তাঁদের স্টলজুড়ে ছিল শাড়ি, গয়না, মসলা ইত্যাদি বিভিন্ন দেশীয় পণ্যের সম্ভার।
মেলার শেষ দিনে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেন, ‘দেশের অর্থনীতি যে এগিয়ে যাচ্ছে, সেখানে এই নারী উদ্যোক্তাদের অবদান অনেক। আশা করব তাঁরা আরও এগিয়ে যাবেন। এ সময় তিনি নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করার জন্য উইকে ধন্যবাদ জানান।’
ধানমন্ডির ম্যারিয়ট কনভেনশন সেন্টারে গত ৩০ মার্চ শুরু হয় উই কালারফুল ফেস্ট। এবার ছিল এই মেলার পঞ্চম আয়োজন।
মেলায় আসা নারী উদ্যোক্তা ফারহানা আক্তার বলেন, ‘এটা শুধু একটা মেলা নয়। এটা আমাদের শেখার, জানার, বোঝার একটা জায়গা। প্রতি বছর আমি এখানে আসতে চাই।’
এবারের আয়োজনে পৃষ্ঠপোষকতায় ছিল দারাজ বাংলাদেশ লিমিটেড, বেঙ্গল ডায়মন্ড ও ফুড পান্ডা।
উই-এর জনসংযোগ শাখার প্রধান রোকসানা তরফদার জানান, সারা দেশে জেলা এবং বিভাগীয় পর্যায়েও এমন মেলার আয়োজন করে থাকেন তাঁরা। পাশাপাশি অনলাইনেও চলে নানা আয়োজন। এসব মেলা নারী উদ্যোক্তাদের পণ্য পরিচিত করতে সাহায্য করে।
নারী উদ্যোক্তাদের মিলনমেলায় পরিণত হওয়া ‘উই কালারফুল ফেস্ট’ শেষ হয়েছে আজ বৃহস্পতিবার। উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই) আয়োজিত দুদিনের এই মেলায় বিক্রি হয় ১৭ লাখ টাকার পণ্য। বিক্রির শীর্ষে রয়েছে খাদ্যপণ্য।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, মেলার শেষ দিন বিকেল পর্যন্ত খাদ্যপণ্য বিক্রি হয় ৩ লাখ ৫৫ হাজার টাকার। আর ফ্যাশন পণ্য বিক্রি হয় ১ লাখ ৩০ হাজার ৮৫০ টাকা। এ ছাড়া ৪৫ হাজার ২০০ টাকার অন্যান্য পণ্য বিক্রি হয়েছে। বিকেল পর্যন্ত তিন ক্যাটাগরি মিলিয়ে মোট বিক্রি ছিল সাড়ে পাঁচ লাখ টাকার পণ্য। কিন্তু সন্ধ্যা পেরোতেই সেই অংক তিন গুণ ছাড়িয়ে যায়৷ সবশেষ রাত দশটায় জানা যায়, বিক্রি হয়েছে ১৬ লাখ ৯৮ হাজার টাকার পণ্য। তখনও বিক্রি চলছিল।
উই কালারফুল ফেস্ট সম্পর্কে উই-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা বলেন, ‘দুদিনের মেলায় আমরা আশাতীত সাড়া পেয়েছি। সব সময় চেয়েছি নারী উদ্যোক্তাদের জন্য ভালো কিছু করতে। এরই একটা অংশ হলো উই কালারফুল ফেস্ট। কত টাকার পণ্য বিক্রি হলো, তার চেয়ে বড় কথা হলো আমার নারী উদ্যোক্তারা কী কী শিখতে পারল। আমরা চেষ্টা করেছি এই দুদিনে আমাদের উদ্যোক্তাদের নেটওয়ার্কিংসহ স্কিল ডেভেলপমেন্টের জন্য কিছু সেশন করার। আশা করি, সেগুলো তাদের কাজে লাগবে।’
এবারের মেলায় ছিল দেশীয় পণ্য নিয়ে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ। দেশীয় পণ্যের উদ্যোক্তাদের ছিল মোট ৮৮ স্টল। তাঁদের স্টলজুড়ে ছিল শাড়ি, গয়না, মসলা ইত্যাদি বিভিন্ন দেশীয় পণ্যের সম্ভার।
মেলার শেষ দিনে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেন, ‘দেশের অর্থনীতি যে এগিয়ে যাচ্ছে, সেখানে এই নারী উদ্যোক্তাদের অবদান অনেক। আশা করব তাঁরা আরও এগিয়ে যাবেন। এ সময় তিনি নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করার জন্য উইকে ধন্যবাদ জানান।’
ধানমন্ডির ম্যারিয়ট কনভেনশন সেন্টারে গত ৩০ মার্চ শুরু হয় উই কালারফুল ফেস্ট। এবার ছিল এই মেলার পঞ্চম আয়োজন।
মেলায় আসা নারী উদ্যোক্তা ফারহানা আক্তার বলেন, ‘এটা শুধু একটা মেলা নয়। এটা আমাদের শেখার, জানার, বোঝার একটা জায়গা। প্রতি বছর আমি এখানে আসতে চাই।’
এবারের আয়োজনে পৃষ্ঠপোষকতায় ছিল দারাজ বাংলাদেশ লিমিটেড, বেঙ্গল ডায়মন্ড ও ফুড পান্ডা।
উই-এর জনসংযোগ শাখার প্রধান রোকসানা তরফদার জানান, সারা দেশে জেলা এবং বিভাগীয় পর্যায়েও এমন মেলার আয়োজন করে থাকেন তাঁরা। পাশাপাশি অনলাইনেও চলে নানা আয়োজন। এসব মেলা নারী উদ্যোক্তাদের পণ্য পরিচিত করতে সাহায্য করে।
৩৫ শতাংশ পাল্টা শুল্কের চাপ লাঘবে সমঝোতা চুক্তি করতে বাংলাদেশ অধীর অপেক্ষায় রয়েছে। তবে সম্ভাব্য আলোচনার সুনির্দিষ্ট দিনক্ষণ জানায়নি মার্কিন বাণিজ্য দপ্তর (ইউএসটিআর)। এ নিয়ে তৃতীয় ও চূড়ান্ত দফা আলোচনার সময়সূচি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো ইমেইলের জবাবে আরও অপেক্ষা করতে বলা হয়েছে।
৫ ঘণ্টা আগেজীবনের নিরাপত্তা নিশ্চিতে মানুষ যখন জীবনবিমা করেন, তখন তাঁদের প্রত্যাশা থাকে, দুঃসময়ে একটি আশ্রয় মিলবে। অথচ বাস্তবে দেখা যাচ্ছে, সেই আশ্রয় বানিয়ে রাখা ছাদই ভেঙে পড়ছে। প্রতিবছর লাখ লাখ জীবনবিমা পলিসি বাতিল বা তামাদি হয়ে যাচ্ছে শুধু সময়মতো প্রিমিয়াম না দেওয়ার কারণে।
৫ ঘণ্টা আগেঅনুকূল আবহাওয়া ও যথাযথ পরিচর্যার ফলে এবার টাঙ্গাইলের মধুপুরে আনারসের বাম্পার ফলন হয়েছে। বাজারে ছড়িয়ে পড়েছে সুস্বাদু ক্যালেন্ডার জাতের আনারস। প্রতিদিন জলছত্র কৃষি মার্কেট, গারোবাজার, মোটেরবাজারসহ বিভিন্ন স্থান থেকে দেশের নানা প্রান্তে যাচ্ছে প্রায় ৩ কোটি টাকার আনারস।
৫ ঘণ্টা আগেবিএআইএমএর সভাপতি বলেন, ‘স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য একটি টাস্কফোর্স গঠন জরুরি। জুটশিল্পের মতো এ শিল্পেও একটি টাস্কফোর্স গঠন করা যেতে পারে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আশ্বাসও পাওয়া গেছে। প্রতিবছর ভারত এপিআই শিল্পে উদ্যোক্তাদের প্রায় ২১ হাজার ৯৪০ কোটি রুপি সহায়তা দেয়।
১১ ঘণ্টা আগে