দেশীয় পণ্যে ভর করে এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা
কাগজের তৈরি কলম, সুপারিগাছের খোল থেকে তৈরি প্লেট, খেজুরপাতা থেকে তৈরি বাটি কিংবা কলাগাছের আঁশ থেকে তৈরি গ্লাস। অনেকের কাছে এগুলো শৈশবের খেলার সরঞ্জাম মনে হলেও সৌগাত আর রউনক নামের দুই বোনের কাছে তা স্বপ্ন। কারণ, এই দুই নারী উদ্যোক্তা নিজ উদ্যোগে পরিবেশবান্ধব এসব ব্যবহার্য পণ্য তৈরি করেছেন, যা ব্যবহৃত