দেশি পণ্যের পসরায় সেজেছে ‘উই কালারফুল ফেস্ট’
চাঁপাইনবাবগঞ্জের নূরে জান্নাত নিয়ে এসেছেন নিজের বাগানের আম থেকে বানানো আমসত্ত্ব, আচার, কলাই ডাল, কলাই ডালের আটা আর নকশিকাঁথা। পটুয়াখালীর শাহানা আক্তার মুক্তা এনেছেন পাটের তৈরি শোপিস আর কুশিকাটার কাজের জামা-কাপড়। সিলেট থেকে ইসমত জাহান হোলি নিয়ে এসেছেন মনিপুরী শাড়ি, থ্রিপিস আর স্থানীয় পর্যায়ে বানানো প