কুমিল্লা প্রতিনিধি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারীদের উন্নয়নের জন্য নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। ফলে নারীরা আজ জেলা প্রশাসক, পুলিশ সুপার কিংবা বিচারপতি থেকে শুরু করে সমাজে সমীহ করা সব পেশায় তাদের পদচারণা ও দক্ষতা নিশ্চিত করেছে। সে জন্য নারী ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’
আজ শুক্রবার কুমিল্লার মনোহরগঞ্জে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী উদ্যোক্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘পেশি শক্তির জোরে পুরুষেরা একসময় দুনিয়া শাসন করলেও বর্তমানে মেধা ও বুদ্ধিমত্তার যুগ। আমাদের নারীরা কোনো অংশেই পুরুষদের থেকে পিছিয়ে নয় বরং মানবিক অনেক গুণাবলিতে নারীরা পুরুষদের থেকে অনেক এগিয়ে। সমাজের মূলস্রোতে নারীদের অংশগ্রহণ যত বাড়বে জাতি হিসেবে আমরা তত সামনে এগোতে পারব।’
মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, আওয়ামী লীগের সভাপতি মাস্টার আব্দুল কাইয়ুম, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন প্রমুখ।
নারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় শেষে স্থানীয় সরকার মন্ত্রী মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নব গঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘আপনারা সেবা করার সুযোগ দিয়েছেন বলেই আজ আমি সারা দেশের মানুষের মন্ত্রী সেটা আমি কখনো বিস্মৃত হই না।’ তিনি উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটির সদস্যদের সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারীদের উন্নয়নের জন্য নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। ফলে নারীরা আজ জেলা প্রশাসক, পুলিশ সুপার কিংবা বিচারপতি থেকে শুরু করে সমাজে সমীহ করা সব পেশায় তাদের পদচারণা ও দক্ষতা নিশ্চিত করেছে। সে জন্য নারী ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’
আজ শুক্রবার কুমিল্লার মনোহরগঞ্জে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী উদ্যোক্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘পেশি শক্তির জোরে পুরুষেরা একসময় দুনিয়া শাসন করলেও বর্তমানে মেধা ও বুদ্ধিমত্তার যুগ। আমাদের নারীরা কোনো অংশেই পুরুষদের থেকে পিছিয়ে নয় বরং মানবিক অনেক গুণাবলিতে নারীরা পুরুষদের থেকে অনেক এগিয়ে। সমাজের মূলস্রোতে নারীদের অংশগ্রহণ যত বাড়বে জাতি হিসেবে আমরা তত সামনে এগোতে পারব।’
মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, আওয়ামী লীগের সভাপতি মাস্টার আব্দুল কাইয়ুম, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন প্রমুখ।
নারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় শেষে স্থানীয় সরকার মন্ত্রী মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নব গঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘আপনারা সেবা করার সুযোগ দিয়েছেন বলেই আজ আমি সারা দেশের মানুষের মন্ত্রী সেটা আমি কখনো বিস্মৃত হই না।’ তিনি উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটির সদস্যদের সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।
রসুলপুর স্টেশন এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের আটটি চাকা লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেরংপুরের পীরগাছায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে গভীর রাতে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মারধর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের ছোট হায়াত খাঁ গ্রামের আব্দুল মোতালেবের বাড়িতে এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুরে আল আমিন হত্যাকাণ্ডে দুই আসামিকে ভোলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৮ জুলাই) রাতে ভোলার চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৮ ভোলা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট মো.
২৭ মিনিট আগেসাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিএনপি মুখে ইসলামিক দল না বললেও, কার্যত বিএনপিই দেশের সবচেয়ে ইসলামি মূল্যবোধসম্পন্ন রাজনৈতিক দল। ধর্মীয় মূল্যবোধ রক্ষায় যা যা প্রয়োজন, বিএনপিই তা করে এসেছে এবং ভবিষ্যতেও করে যাবে।
৩০ মিনিট আগে