Ajker Patrika

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 
আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ২১: ৫২
আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উত্তরায় আ.লীগের মিছিল। ছবি: আজকের পত্রিকা
আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উত্তরায় আ.লীগের মিছিল। ছবি: আজকের পত্রিকা

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে রাজধানীর বিমানবন্দরে বিক্ষোভ–মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টর রেলগেটসংলগ্ন কসাইবাড়ি থেকে বিমানবন্দর মহাসড়ক পর্যন্ত এ বিক্ষোভ–মিছিল করা হয়।

ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ব্যানারে বিক্ষোভ–মিছিলটি করা হয়। বিক্ষোভ–মিছিলের একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। ওই ভিডিওতে দেখা যায়, উত্তরখান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন মিয়া নেতৃত্ব দিচ্ছেন।

বিক্ষোভ–মিছিলে স্লোগানে স্লোগানে বলা হয়, ‘জয় বাংলা, জয় বঙ্গুবন্ধু’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘কে বলেরে মুজিব নাই, মুজিব সারা বাংলায়’, ‘এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’।

এ বিষয়ে ডিএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার আজকের পত্রিকাকে বলেন, কসাইবাড়ি-বিমানবন্দর সড়কে সকাল সোয়া ৬টার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল করেছেন। মিছিলটি দুই-তিন মিনিটের মধ্যেই শেষ করে দিয়েছেন তাঁরা।

ওসি তাসলিমা বলেন, ‘আমরা বিক্ষোভ–মিছিলকারীদের শনাক্তসহ গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।’

অপরদিকে র‍্যাব-১–এর একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিক্ষোভ–মিছিলটি র‍্যাব-১–এর আশপাশে হয়নি। সেটি কাওলারের নির্জন এলাকায় হয়েছে।

এদিকে আওয়ামী লীগের বিক্ষোভের কারণে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। যার কারণে আজ বিকেলে ‘জুলাইয়ের যুদ্ধক্ষেত্র উত্তরার মাটিতে আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে’ উত্তরার বিএনএস সেন্টারে আরেকটি বিক্ষোভ–মিছিলের আয়োজন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত