আমতলীতে টানা চার দিনের বৃষ্টিতে তরমুজচাষিদের স্বপ্ন ফিকে
বরগুনার আমতলীতে টানা চার দিনের বৃষ্টিপাতে চাষিদের কয়েক হাজার হেক্টর জমির তরমুজ খেত তলিয়ে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। তাঁরা লাভের আশা ছেড়ে দিয়ে এখন খরচের টাকা তোলার চিন্তায় রয়েছেন। এদিকে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা বলছেন, দু-একদিনের মধ্যই পানি নেমে যা, চাষিরা লোকসান নয় লাভের মুখই দেখবেন