নূরুন্নবী ফারুকী, ধামইরহাট (নওগাঁ)
নওগাঁর ধামইরহাটে মালচিং পদ্ধতিতে রঙিন তরমুজ চাষ করছেন কৃষক বাবুল হোসেন। বর্তমানে হাটবাজার ও পাইকারি ব্যবসায়ীদের কাছে এ-জাতীয় তরমুজের চাহিদা বেশি। ফলন ভালো হওয়ার পাশাপাশি দামও ভালো এ ধরনের তরমুজের। তাই এলাকার অন্য কৃষকেরাও এ তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন।
সরেজমিন দেখা গেছে, উপজেলার আলমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চকসুবল গ্রামের কৃষক বাবুল ১৭ শতাংশ জমির ওপর মালচিং পদ্ধতিতে ব্ল্যাক বেরি, ব্ল্যাক কিং, ইয়েলো বার্ড ও তৃপ্তি জাতের তরমুজ চাষ করেছেন। ফলন ভালো হওয়ায় প্রতিটি মাচার নিচে শোভা পাচ্ছে ১ থেকে ৪ কেজি ওজনের নানা রঙের তরমুজ। দূর-দূরান্ত থেকে পাইকাররা প্রতিদিন ভিড় করেন বাবুলের বাগানে। এঁদের সঙ্গে স্থানীয় কৃষকসহ দর্শনার্থীদের মধ্যেও দেখা গেছে উৎসাহ।
কৃষক বাবুল জানান, জয়পুরহাটে বেড়াতে গিয়ে এক আত্মীয়র বাগানে এক ধরনের মাচাতে হলুদ ও কালো রঙের তরমুজ দেখতে পান।এরপর শখের বশে জয়পুরহাট থেকে বীজ সংগ্রহ করে রোপণ করেন। এতে বাঁশ, সুতা ও লেবার খরচ বাবদ ৩০ হাজার টাকা খরচ হয়েছে।
বাবুল আরও বলেন, এরই মধ্যে দুইবার তরমুজ বিক্রি করে লাভবান হয়েছেন। দ্বিতীয় চাষাবাদে যেহেতু বাঁশের মাচা ও সুতা অক্ষত থাকে, সে জন্য খরচ হয় মাত্র ৮ থেকে ১০ হাজার টাকা। এতে খুব সহজেই ৯০ হাজার থেকে দেড় লাখ টাকার অধিক আয় করা সম্ভব। ফলে ধান আবাদের চেয়ে তরমুজ চাষে অনেক লাভবান হওয়া যায়।
তরমুজচাষি আব্দুর রহমান বলেন, চাচা বাবুলের তরমুজ চাষে সফলতা দেখে তিনি অনুপ্রাণিত হন। বাড়ির পাশে স্বল্প পরিসরে একটি বাগান করে লাভবান হয়েছেন। এ ধরনের তরমুজ ১০০ থেকে ১৫০ টাকা কেজিতে বিক্রি হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ-জাতীয় তরমুজ চাষাবাদের আগে জমিতে প্রয়োজনীয় সার ও গোবর দিতে হয়। এরপর মাটি ভালোভাবে আলগা করে নিতে হবে। তারপর মাটির আইল (ডারা) তৈরি করে এর ওপর পলিথিনজাতীয় মালকিং কাগজ বিছিয়ে দেওয়ার পর এক হাত পরপর ছিদ্র করে বীজ রোপণ করতে হয়। এরপর লম্বা করে দুই ফুট উচ্চতা মাচা বা জাংলা তৈরি করতে হবে। গাছ বড় হতেই গাছের গোড়া থেকে নিচ বরাবর দেড় ফুট বাঁশের খুঁটি পুঁতে দিতে হবে। খুঁটির সাহায্যে গাছগুলো মাচার ওপর বিস্তার লাভ করে।প্রতি মাচায় গাছের ডালে প্রায় ১৫০ থেকে ২০০টি তরমুজ ধরে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌফিক আল জুবায়ের আজকের পত্রিকাকে বলেন, মালচিং পদ্ধতিতে এ-জাতীয় তরমুজ চাষ স্বাস্থ্যসম্মত ও লাভজনক। প্রতিবছর এর ফলন পাওয়া যায়। ফলে কৃষকেরা খুব সহজেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠেন।
নওগাঁর ধামইরহাটে মালচিং পদ্ধতিতে রঙিন তরমুজ চাষ করছেন কৃষক বাবুল হোসেন। বর্তমানে হাটবাজার ও পাইকারি ব্যবসায়ীদের কাছে এ-জাতীয় তরমুজের চাহিদা বেশি। ফলন ভালো হওয়ার পাশাপাশি দামও ভালো এ ধরনের তরমুজের। তাই এলাকার অন্য কৃষকেরাও এ তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন।
সরেজমিন দেখা গেছে, উপজেলার আলমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চকসুবল গ্রামের কৃষক বাবুল ১৭ শতাংশ জমির ওপর মালচিং পদ্ধতিতে ব্ল্যাক বেরি, ব্ল্যাক কিং, ইয়েলো বার্ড ও তৃপ্তি জাতের তরমুজ চাষ করেছেন। ফলন ভালো হওয়ায় প্রতিটি মাচার নিচে শোভা পাচ্ছে ১ থেকে ৪ কেজি ওজনের নানা রঙের তরমুজ। দূর-দূরান্ত থেকে পাইকাররা প্রতিদিন ভিড় করেন বাবুলের বাগানে। এঁদের সঙ্গে স্থানীয় কৃষকসহ দর্শনার্থীদের মধ্যেও দেখা গেছে উৎসাহ।
কৃষক বাবুল জানান, জয়পুরহাটে বেড়াতে গিয়ে এক আত্মীয়র বাগানে এক ধরনের মাচাতে হলুদ ও কালো রঙের তরমুজ দেখতে পান।এরপর শখের বশে জয়পুরহাট থেকে বীজ সংগ্রহ করে রোপণ করেন। এতে বাঁশ, সুতা ও লেবার খরচ বাবদ ৩০ হাজার টাকা খরচ হয়েছে।
বাবুল আরও বলেন, এরই মধ্যে দুইবার তরমুজ বিক্রি করে লাভবান হয়েছেন। দ্বিতীয় চাষাবাদে যেহেতু বাঁশের মাচা ও সুতা অক্ষত থাকে, সে জন্য খরচ হয় মাত্র ৮ থেকে ১০ হাজার টাকা। এতে খুব সহজেই ৯০ হাজার থেকে দেড় লাখ টাকার অধিক আয় করা সম্ভব। ফলে ধান আবাদের চেয়ে তরমুজ চাষে অনেক লাভবান হওয়া যায়।
তরমুজচাষি আব্দুর রহমান বলেন, চাচা বাবুলের তরমুজ চাষে সফলতা দেখে তিনি অনুপ্রাণিত হন। বাড়ির পাশে স্বল্প পরিসরে একটি বাগান করে লাভবান হয়েছেন। এ ধরনের তরমুজ ১০০ থেকে ১৫০ টাকা কেজিতে বিক্রি হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ-জাতীয় তরমুজ চাষাবাদের আগে জমিতে প্রয়োজনীয় সার ও গোবর দিতে হয়। এরপর মাটি ভালোভাবে আলগা করে নিতে হবে। তারপর মাটির আইল (ডারা) তৈরি করে এর ওপর পলিথিনজাতীয় মালকিং কাগজ বিছিয়ে দেওয়ার পর এক হাত পরপর ছিদ্র করে বীজ রোপণ করতে হয়। এরপর লম্বা করে দুই ফুট উচ্চতা মাচা বা জাংলা তৈরি করতে হবে। গাছ বড় হতেই গাছের গোড়া থেকে নিচ বরাবর দেড় ফুট বাঁশের খুঁটি পুঁতে দিতে হবে। খুঁটির সাহায্যে গাছগুলো মাচার ওপর বিস্তার লাভ করে।প্রতি মাচায় গাছের ডালে প্রায় ১৫০ থেকে ২০০টি তরমুজ ধরে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌফিক আল জুবায়ের আজকের পত্রিকাকে বলেন, মালচিং পদ্ধতিতে এ-জাতীয় তরমুজ চাষ স্বাস্থ্যসম্মত ও লাভজনক। প্রতিবছর এর ফলন পাওয়া যায়। ফলে কৃষকেরা খুব সহজেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠেন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪