Ajker Patrika

কেজি দরে তরমুজ বিক্রি, ৬ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২২ মার্চ ২০২৩, ২০: ২২
কেজি দরে তরমুজ বিক্রি, ৬ ব্যবসায়ীকে জরিমানা

বেশি মুনাফার লোভে পিস হিসেবে কিনে কেজি দরে তরমুজ বিক্রির অভিযোগে ৬ ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে বরিশাল নগরের চৌমাথা বাজারে ফলের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র এবং সহকারী পরিচালক সাফিয়া সুলতানা অভিযানে অংশ নেন। র‍্যাব-৮ এর একটি দল তাঁদের সহযোগিতা করে।

সহকারী পরিচালক সুমি রানী মিত্র বলেন, বুধবার দুপুরে চৌমাথা বাজারে অভিযান চালিয়ে খুচরা তরমুজ বিক্রেতা মো. সোহাগকে ৫ হাজার, শামীম হোসেনকে ৫ হাজার, মো. মামুনকে ২ হাজার, আবুল কালামকে ১০ হাজার, মিলন মিয়াকে ৫ হাজার এবং জয়লালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই ৬ তরমুজ বিক্রেতা স্বীকার করেছেন তাঁরা পিস হিসেবে তরমুজ কিনে কেজি হিসেবে বিক্রি করছিলেন।

সুমি রানী মিত্র আরও বলেন, পিস হিসেবে তরমুজ কিনে কেজি হিসেবে বিক্রি করলে একটি তরমুজে শতভাগেরও বেশি দাম পড়ে যায়। এতে ক্রেতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। আসন্ন রমজান মাসে তরমুজের চাহিদা বৃদ্ধি পাবে। তখন যাতে খুচরা বিক্রেতারা কেজি দরে তরমুজ বিক্রি করতে না পারেন সে জন্য তরমুজের খুচরা বাজারে নজরদারি জোরদার করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত