তরমুজের মূল্য
বৈশাখ শুরু হওয়ার আগেই গ্রীষ্মকালীন জনপ্রিয় ফল তরমুজকে সেজেগুজে থাকতে দেখা যাচ্ছে ফলের বাজারে। গরমে কেন এই ফল জনপ্রিয়, তা বিজ্ঞান বলে দিচ্ছে। তরমুজ ঠান্ডা, এতে আছে প্রচুর পরিমাণে পানি—শতকরা ৯২ ভাগ। আর আছে ৬ ভাগ চিনি ও ২ ভাগ অন্যান্য উপাদান। পানিময় এই ফল একসময় পানির দামে কেনা গেলেও এখন আর তা সম্ভব হচ্