তাসকিনের দুর্দান্ত বোলিংটাই শুধু সান্ত্বনা
তাসকিন আহমেদের অফ স্ট্যাম্পের অনেক বাইরে পড়া বলটা যেভাবে ইনসুইং করে লেগ স্ট্যাম্পের ওপর দিয়ে ছোঁ মেরে গেল, ওই ডেলিভারিতেই হয়তো লেখা হয়ে যায় এইডেন মার্কারামের ‘মরণ’। মার্কারাম সেই বলে এতটাই বিধ্বস্ত হয়েছিলেন, হাত থেকে ছুড়ে যায় ব্যাটও। পরের বলেই সেই অস্বস্তির মূল্য চুকালেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার। আরে