বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় পেল আফগানিস্তান। নামিবিয়াকে ৬২ রানে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল আফগানিস্তান। অন্যদিকে সুপার টুয়েলভে নামিবিয়া নিজেদের প্রথম ম্যাচ জিতলেও আজ আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে জেরহার্ড এরাসমসের দল। আফগানিস্তানের পক্ষে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা আসগর আফগান করেছেন ২৩ বলে ৩১।
আফগানিস্তানের দেওয়া ১৬১ রানে লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ক্রেগ উইলিয়ামসের উইকেট হারায় নামিবিয়া। আরেক ওপেনার ফন লিনগেনও ফিরেছেন (১১) দ্রুতই। পাওয়ার প্লের শেষ ওভারে নিকোল লোফি-ইটনকে বোল্ড করেন গুলবাদিন নাঈব। প্রথম ৬ ওভারে ২৯ রান তুলতে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে নামিবিয়া। এই চাপ থেকে ম্যাচের বাকি অংশে আর বেরোতে পারেনি এরাসমাসের দল।
রশিদ খান-হামিদ হাসানদের বোলিং তোপে এক শর আগেই থেমেছে নামিবিয়া। অল আউট না হওয়া নামিবিয়া ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৯৮ রান। হামিদ ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন ৩ উইকেট। ৩ উইকেট নিয়েছেন পেসার নাবিন-উল-হকও। ৪ ওভারে ১৪ রান দেওয়া রশিদের শিকার ১ উইকেট। বাকি দুটি নাঈবের। নামিবিয়ার পক্ষে সর্বোচ্চ ৩০ বলে ২৬ করেন ডেভিড ভিসে।
এর আগে টস জিতে আফগানিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার মোহাম্মদ শেহজাদ ও হজরতউল্লাহ জাজাই। পাওয়ার প্লের ৬ ওভারে এই দুজন তোলেন ৫০ রান। ৫৩ রানে জাজাই ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। শেহজাদ থামেন ৩৩ বলে ৪৫ করে। নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে আসগর আফগান ফিরেন ২৩ বলে ৩১। শেষপর্যন্ত ৫ উইকেটে ১৬০ রান তোলে আফগানরা।
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় পেল আফগানিস্তান। নামিবিয়াকে ৬২ রানে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল আফগানিস্তান। অন্যদিকে সুপার টুয়েলভে নামিবিয়া নিজেদের প্রথম ম্যাচ জিতলেও আজ আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে জেরহার্ড এরাসমসের দল। আফগানিস্তানের পক্ষে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা আসগর আফগান করেছেন ২৩ বলে ৩১।
আফগানিস্তানের দেওয়া ১৬১ রানে লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ক্রেগ উইলিয়ামসের উইকেট হারায় নামিবিয়া। আরেক ওপেনার ফন লিনগেনও ফিরেছেন (১১) দ্রুতই। পাওয়ার প্লের শেষ ওভারে নিকোল লোফি-ইটনকে বোল্ড করেন গুলবাদিন নাঈব। প্রথম ৬ ওভারে ২৯ রান তুলতে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে নামিবিয়া। এই চাপ থেকে ম্যাচের বাকি অংশে আর বেরোতে পারেনি এরাসমাসের দল।
রশিদ খান-হামিদ হাসানদের বোলিং তোপে এক শর আগেই থেমেছে নামিবিয়া। অল আউট না হওয়া নামিবিয়া ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৯৮ রান। হামিদ ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন ৩ উইকেট। ৩ উইকেট নিয়েছেন পেসার নাবিন-উল-হকও। ৪ ওভারে ১৪ রান দেওয়া রশিদের শিকার ১ উইকেট। বাকি দুটি নাঈবের। নামিবিয়ার পক্ষে সর্বোচ্চ ৩০ বলে ২৬ করেন ডেভিড ভিসে।
এর আগে টস জিতে আফগানিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার মোহাম্মদ শেহজাদ ও হজরতউল্লাহ জাজাই। পাওয়ার প্লের ৬ ওভারে এই দুজন তোলেন ৫০ রান। ৫৩ রানে জাজাই ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। শেহজাদ থামেন ৩৩ বলে ৪৫ করে। নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে আসগর আফগান ফিরেন ২৩ বলে ৩১। শেষপর্যন্ত ৫ উইকেটে ১৬০ রান তোলে আফগানরা।
ছেলেদের ফুটবলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। পরের ২৪ বছরে বলার মতো সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয়। ছেলেদের ফুটবলে ব্রাজিল যেখানে ধুঁকছে, সেখানে তাদের নারী ফুটবলাররা খেলছেন দাপট দেখিয়ে। উরুগুয়েকে বিধ্বস্ত করে ফের নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল
৩৭ মিনিট আগেবাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জাতীয় দলে গত ডিসেম্বরে যুক্ত হওয়ার পর গত আট মাসে মুদ্রার দুটি পিঠই দেখে ফেলেছেন। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় সালাহ উদ্দীন সমালোচিত হয়েছেন। অথচ ঘরোয়া ক্রিকেটের সাফল্যে তিনি এত দিন শুধু প্রশংসা পেয়ে অভ্যস্ত ছিলেন। এসব নিয়েই গতকাল মাস্কো...
১ ঘণ্টা আগেবাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১৩ ঘণ্টা আগেসাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে। ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
১৩ ঘণ্টা আগে