রানা আব্বাস, দুবাই থেকে
টি-টোয়েন্টি বিশ্বকাপে রুবেল হোসেনকে দেখলে স্মৃতিতে ১৯৯৯ বিশ্বকাপের জাহাঙ্গীর আলম ফিরে আসেন। বাংলাদেশের প্রথম বিশ্বকাপ দলে মিনহাজুল আবেদীন নান্নু সুযোগ না পাওয়ায় তুমুল হইচই-আন্দোলনের ঘটনা আজও দেশের ক্রিকেটে ইতিহাসে গুরুত্বপূর্ণ এক অধ্যায় হয়ে আছে। চাপের মুখে পরে নান্নুকে অন্তর্ভুক্ত করা হলে কপাল পোড়ে জাহাঙ্গীরের।
মূল দলে জায়গা না দেওয়া গেলেও সান্ত্বনা হিসেবে জাহাঙ্গীর আলমকে ১৬তম সদস্য হিসেবে নিজেদের খরচে পুরো টুর্নামেন্টে সঙ্গে রেখেছিল বাংলাদেশ। রুবেলের অভিজ্ঞতাও অনেকটা জাহাঙ্গীরের মতোই হচ্ছে। এবার বাংলাদেশের বিশ্বকাপ দলে তাঁর সুযোগ মিলেছে ‘রিজার্ভ’ খেলোয়াড় হিসেবে। মাসকাট থেকে আরেক রিজার্ভ খেলোয়াড় আমিনুল ইসলাম বিপ্লবকে দেশে ফিরে গেলে রুবেল হন ১৬তম খেলোয়াড় (অনেকটাই জাহাঙ্গীরের মতোই)।
সুপার টুয়েলভে শারজায় শ্রীলঙ্কা ম্যাচে চোটে পড়ে সাইফউদ্দিনের বিশ্বকাপ শেষ হলে একটু ‘পদোন্নতি’ হয় রুবেলের—রিজার্ভ খেলোয়াড় থেকে অন্তর্ভুক্ত হয়েছেন মূল স্কোয়াডে। অবশ্য মূল স্কোয়াডে অন্তর্ভুক্ত হলেও এখনো ম্যাচ খেলার সুযোগ মেলেনি রুবেলের। ৩১ বছর বয়সী পেসারের তাই ‘আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না…।’
সাকিব আল হাসানের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ায় দল এখন নেমে এসেছে ১৪ জনে। তবু টুর্নামেন্টে নিজেদের বাকি দুই ম্যাচে রুবেলের সুযোগ মিলবে কি না, সেটি নিশ্চিত নয়। চেনা ছন্দে না থাকলেও মোস্তাফিজুর রহমানকে এখনই একাদশের বাইরে রাখার সম্ভাবনা ক্ষীণ। সর্বশেষ উইন্ডিজ ম্যাচে ভালো খেলা তাসকিন আহমেদ, শরীফুল ইসলামকেও একাদশের বাইরে রাখার কথা নয় টিম ম্যানেজমেন্টের। যদিও পেস বোলিং কোচ ওটিস গিবসন, দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমন দলের পেস আক্রমণের কথা বলতে গিয়ে কখনো কখনো রুবেলের কথা বলছেন। তবে ৩১ বছর বয়সী পেসারের সুযোগ পাওয়ার সম্ভাবনা এখনো ক্ষীণ।
রুবেলের অবশ্য দলে ‘অতিথি’ হিসেবে কাটছে জুলাইয়ের জিম্বাবুয়ে সফর থেকেই। বাংলাদেশ দলের এই অভিজ্ঞ পেসার সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচই খেলেছেন গত জুনে, ঢাকা প্রিমিয়ার লিগে। জিম্বাবুয়ে সফরের পর দেশের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজেও একই অভিজ্ঞতা হয়েছে। তাঁর কাছে এই টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যতিক্রম কিছু নয়। এমনিতে মহামারির এই সময়ে খেলোয়াড়দের কাছে বায়ো-বাবল জীবন হয়ে উঠেছে বড় একঘেঁয়ে আর কঠিন। সেই বায়ো-বাবল জীবনটা যদি কাটে বসে বসে, মানসিকভাবে চাঙা থাকা আরও কঠিন।
অবশ্য বায়ো-বাবলের কঠিন জীবনের চেয়ে বেশি কঠিন দিনের পর দিন দলে ‘অতিথি’ খেলোয়াড় হিসেবে থাকাটা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ বোলিং করেছেন তাসকিন। বাংলাদেশ দলের গতিময় পেসারের একটি বল তো ঘণ্টায় ১৪৯ কিলোমিটারের কাটাও ছুঁয়েছে। সতীর্থ পেসারের এই গতির ঝড় দেখে হয়তো রুবেলের আফসোস বাড়ার কথা। ভালো উইকেটে গতির ঝড় তোলার অভ্যাস তাঁরও তো আছে।
প্রায় পাঁচ মাস প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে অথচ নিয়মিত দলে থাকছেন—এক অদ্ভুত অভিজ্ঞতাই হচ্ছে রুবেলের। অনুশীলনে সতীর্থদের সঙ্গে নানা মজা-রসিকতা করতে দেখে মনে হয় একাদশে সুযোগ না পাওয়ার আফসোস তিনি অন্যভাবে ভুলছেন। সামনাসামনি দেখা হয়ে গেলে মৃদু হেসে নিজেই বলছেন, ‘কী আর করা…!’
টি-টোয়েন্টি বিশ্বকাপে রুবেল হোসেনকে দেখলে স্মৃতিতে ১৯৯৯ বিশ্বকাপের জাহাঙ্গীর আলম ফিরে আসেন। বাংলাদেশের প্রথম বিশ্বকাপ দলে মিনহাজুল আবেদীন নান্নু সুযোগ না পাওয়ায় তুমুল হইচই-আন্দোলনের ঘটনা আজও দেশের ক্রিকেটে ইতিহাসে গুরুত্বপূর্ণ এক অধ্যায় হয়ে আছে। চাপের মুখে পরে নান্নুকে অন্তর্ভুক্ত করা হলে কপাল পোড়ে জাহাঙ্গীরের।
মূল দলে জায়গা না দেওয়া গেলেও সান্ত্বনা হিসেবে জাহাঙ্গীর আলমকে ১৬তম সদস্য হিসেবে নিজেদের খরচে পুরো টুর্নামেন্টে সঙ্গে রেখেছিল বাংলাদেশ। রুবেলের অভিজ্ঞতাও অনেকটা জাহাঙ্গীরের মতোই হচ্ছে। এবার বাংলাদেশের বিশ্বকাপ দলে তাঁর সুযোগ মিলেছে ‘রিজার্ভ’ খেলোয়াড় হিসেবে। মাসকাট থেকে আরেক রিজার্ভ খেলোয়াড় আমিনুল ইসলাম বিপ্লবকে দেশে ফিরে গেলে রুবেল হন ১৬তম খেলোয়াড় (অনেকটাই জাহাঙ্গীরের মতোই)।
সুপার টুয়েলভে শারজায় শ্রীলঙ্কা ম্যাচে চোটে পড়ে সাইফউদ্দিনের বিশ্বকাপ শেষ হলে একটু ‘পদোন্নতি’ হয় রুবেলের—রিজার্ভ খেলোয়াড় থেকে অন্তর্ভুক্ত হয়েছেন মূল স্কোয়াডে। অবশ্য মূল স্কোয়াডে অন্তর্ভুক্ত হলেও এখনো ম্যাচ খেলার সুযোগ মেলেনি রুবেলের। ৩১ বছর বয়সী পেসারের তাই ‘আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না…।’
সাকিব আল হাসানের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ায় দল এখন নেমে এসেছে ১৪ জনে। তবু টুর্নামেন্টে নিজেদের বাকি দুই ম্যাচে রুবেলের সুযোগ মিলবে কি না, সেটি নিশ্চিত নয়। চেনা ছন্দে না থাকলেও মোস্তাফিজুর রহমানকে এখনই একাদশের বাইরে রাখার সম্ভাবনা ক্ষীণ। সর্বশেষ উইন্ডিজ ম্যাচে ভালো খেলা তাসকিন আহমেদ, শরীফুল ইসলামকেও একাদশের বাইরে রাখার কথা নয় টিম ম্যানেজমেন্টের। যদিও পেস বোলিং কোচ ওটিস গিবসন, দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমন দলের পেস আক্রমণের কথা বলতে গিয়ে কখনো কখনো রুবেলের কথা বলছেন। তবে ৩১ বছর বয়সী পেসারের সুযোগ পাওয়ার সম্ভাবনা এখনো ক্ষীণ।
রুবেলের অবশ্য দলে ‘অতিথি’ হিসেবে কাটছে জুলাইয়ের জিম্বাবুয়ে সফর থেকেই। বাংলাদেশ দলের এই অভিজ্ঞ পেসার সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচই খেলেছেন গত জুনে, ঢাকা প্রিমিয়ার লিগে। জিম্বাবুয়ে সফরের পর দেশের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজেও একই অভিজ্ঞতা হয়েছে। তাঁর কাছে এই টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যতিক্রম কিছু নয়। এমনিতে মহামারির এই সময়ে খেলোয়াড়দের কাছে বায়ো-বাবল জীবন হয়ে উঠেছে বড় একঘেঁয়ে আর কঠিন। সেই বায়ো-বাবল জীবনটা যদি কাটে বসে বসে, মানসিকভাবে চাঙা থাকা আরও কঠিন।
অবশ্য বায়ো-বাবলের কঠিন জীবনের চেয়ে বেশি কঠিন দিনের পর দিন দলে ‘অতিথি’ খেলোয়াড় হিসেবে থাকাটা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ বোলিং করেছেন তাসকিন। বাংলাদেশ দলের গতিময় পেসারের একটি বল তো ঘণ্টায় ১৪৯ কিলোমিটারের কাটাও ছুঁয়েছে। সতীর্থ পেসারের এই গতির ঝড় দেখে হয়তো রুবেলের আফসোস বাড়ার কথা। ভালো উইকেটে গতির ঝড় তোলার অভ্যাস তাঁরও তো আছে।
প্রায় পাঁচ মাস প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে অথচ নিয়মিত দলে থাকছেন—এক অদ্ভুত অভিজ্ঞতাই হচ্ছে রুবেলের। অনুশীলনে সতীর্থদের সঙ্গে নানা মজা-রসিকতা করতে দেখে মনে হয় একাদশে সুযোগ না পাওয়ার আফসোস তিনি অন্যভাবে ভুলছেন। সামনাসামনি দেখা হয়ে গেলে মৃদু হেসে নিজেই বলছেন, ‘কী আর করা…!’
আবুধাবিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়ানোর পর গত পরশু শেষ ওয়ানডেতে ২০০ রানের লজ্জার পরাজয়। বাংলাদেশ ক্রিকেট নিয়ে সমর্থকদের হতাশার শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা, ব্যঙ্গ রসিকতা তো হচ্ছেই। আজ দল যখন রাতে ফিরল, বিমানবন্দরে দুয়োও শুনতে হলো তাদের।
৭ ঘণ্টা আগেএশিয়া–পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইয়ে আজ মুখোমুখি হয়েছে ওমান-নেপাল। ম্যাচ শুরু হওয়ার দেড় ঘণ্টা আগেই অবশ্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। ২০ দলের মধ্যে ১৯ দলেরই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বাকি একটি জায়গা নিয়ে লড়াইয়ে আছে সংযুক্ত আরব আমিরাত, জাপান ও কাতার।
৮ ঘণ্টা আগেআবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলেছেন ইব্রাহিম জাদরান। দারুণ খেলেও মেজাজ হারিয়েছেন আফগান ওপেনার। গতকাল সিরিজের শেষ ওয়ানডেতে মেজাজ হারিয়ে যা করেছেন, তাতে আইসিসির শাস্তি পেয়েছেন জাদরান।
৯ ঘণ্টা আগেপৌনে ৩ ঘণ্টার রোমাঞ্চকর লড়াই। প্রথম সেটে হেরে পিছিয়ে থাকলেও সেখানে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন জারিফ আবরার। ভারতের শৌনক চ্যাটার্জিকে ৫-৭,৬-২ ও ৭-৫ গেমে হারিয়ে ৩৫ তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি।
১১ ঘণ্টা আগে