Ajker Patrika

৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন নাজমুল হক হিমেল ও মাহফিজুর রহমান সাগর। ছবি: সংগৃহীত
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন নাজমুল হক হিমেল ও মাহফিজুর রহমান সাগর। ছবি: সংগৃহীত

বাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।

আটলান্টিক মহাসাগরে যুক্তরাজ্য ও ফ্রান্সকে বিভক্ত করেছে ইংলিশ চ্যানেল। চারজন মিলে যুক্তরাজ্যের ডোভারে শেক্সপিয়ার বিচ থেকে শুরু করে সাঁতার শেষ করেন প্রায় ৩৭ কিলোমিটার দূরে অবস্থিত ফ্রান্সের কাপ গ্রিস নিস বিচে।

১৯৫৮ থেকে ১৯৬১ সালের মধ্যে মোট ছয়বার চ্যানেলটি অতিক্রম করেন ব্রজেন দাস। এরপর ১৯৬৫ সালে আবদুল মালেক ও ১৯৮৭ সালে মোশাররফ হোসেন ইংলিশ চ্যানেল পাড়ি দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত