নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৭টা ২ মিনিট, ২ নভেম্বর
বাংলাদেশের হার ৬ উইকেটে
ওভারের শেষ বলে জয় থেকে ৫ রান দূরত্বে থাকার সময় নাসুমকে ছয় মারতে গিয়ে ক্যাচ দিলেন ডুসেন। মিড-অনে দুর্দান্ত এক ক্যাচ নিলেন শরীফুল। মেহেদীর পরের ওভারে খেলা শেষ করে দিলেন মিলার। বাংলাদেশ হারল ৬ উইকেটে।
৬টা ৫৮ মিনিট, ২ নভেম্বর
বোলিংয়ে সৌম্য
৬ষ্ঠ বোলার হিসেবে বোলিংয়ে এসেছেন সৌম্য সরকার। ১২ তম ওভারে সৌম্য দিলেন ৭ রান। শেষ ৪৮ বলে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ১৮ রান।
৬টা ৪৭ মিনিট, ২ নভেম্বর
হারের পথে বাংলাদেশ
ফন ডার ডুসেন আর টেম্বা বাভুমা এগিয়ে নিচ্ছেন দলকে। ৯ ওভার বাকি থাকতে জয় থেকে ২৫ রান দূরে দক্ষিণ আফ্রিকা। হাতে আছে এখনো ৭ উইকেট।
৬টা ২৩ মিনিট, ২ নভেম্বর
তাসকিনের দ্বিতীয় আঘাত
তাসকিনের দ্বিতীয় শিকার মার্করাম। রানের খাতা খোলার আগেই ফিরলেন এই ব্যাটার। অফ স্টাম্পের বাইরের বল স্লিপে নাঈমের হাতে ক্যাচ দিয়েছেন মার্করাম। পাওয়ার প্লে শেষে ৬ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৩৩।
৬টা ১৭ মিনিট, ২ নভেম্বর
ডি কককে বোল্ড করলেন মেহেদী
মেহেদীকে পরপর দুটি চার মেরে স্বাগত জানিয়ে বেশিক্ষণ টিকতে পারলেন না ডি কক। এক বল পরে জায়গা করে খেলতে গিয়ে বোল্ড হয়ে গেলেন এই ওপেনার। স্কিড করা ডেলিভারি ব্যাটে সংযোগ ঘটাতে পারেননি ডি কক। ৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ২ উইকেটে ২৮।
৫টা ৫৭ মিনিট, ২ নভেম্বর
হেনড্রিকসকে ফেরালেন তাসকিন
প্রথম ওভারে বোলিংয়ে এসে সাফল্য এনে দিলেন তাসকিন। ব্যাক অব লেংথ থেকে ভেতরের দিকে ঢোকা বলে হেনড্রিকসকে এলবিডব্লুর ফাঁদে ফেললেন। এই ওভারে তাসকিন দিলেন ৬ রান।
৫টা ৪১ মিনিট, ২ নভেম্বর
৮৪ রানে অলআউট বাংলাদেশ
নোর্কিয়াকে ফিরতি ক্যাচ দিলেন মেহেদী। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করে ফিরলেন এই তরুণ অলরাউন্ডার। পরের বলে হিট উইকেট হলেন নাসুম।বাংলাদেশ থামল ৮৪ রানে। এই বিশ্বকাপে এখন পর্যন্ত নিজেদের সর্বনিম্ন রানে আউট হলো মাহমুদউল্লাহর দল।
৫টা ৩৪ মিনিট, ২ নভেম্বর
রান আউটে কাটা পড়লেন তাসকিন
টেম্বা বাভুমার সরাসরি থ্রোতে রান আউট হয়ে গেলেন তাসকিন আহমেদ। এক্সট্রা কাভারে ঠেলে দিয়েই ১ রান নিতে চেয়েছিলেন তাসকিন। কিন্তু নন স্ট্রাইক প্রান্তে ফেরার আগেই স্টাম্প ভেঙে দিলেন বাভুমা।
৫টা ২৪ মিনিট, ২ নভেম্বর
শামসির দ্বিতীয় শিকার শামিম
শামসিকে উইকেট থেকে বেরিয়ে এসে তুলে মারতে গিয়ে লং অনে মহারাজের হাতে ক্যাচ দিলেন শামীম। ২০ বলে ১১ রানের টেস্ট মেজাজি ইনিংস খেলে ফিরলেন শামীম। ১৬ ওভার শেষে বাংলাদেশের রান ৭ উইকেটে ৭১।
৫টা ৫ মিনিট, ২ নভেম্বর
বোলিংয়ে এসেই লিটনকে ফেরালেন শামসি
১১ ওভার পর বোলিংয়ে এলেন তাবরেজ শামসি। নিজের প্রথম ওভারের তৃতীয় বলেই সেট ব্যাটার লিটনকে এলবিডব্লুর ফাঁদে ফেললেন টি-টোয়েন্টির এক নম্বর বোলার। ৩৬ বলে ২৪ করে ফিরলেন বাংলাদেশ ওপেনার। ৪৫ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশকে ডাকছে লজ্জার রেকর্ড। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর ৭০। নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭০ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।
৪টা ৫০ মিনিট, ২ নভেম্বর
ফিরলেন মাহমুদউল্লাহ, আফিফও
নোর্কিয়ার বাউন্সারে এবার পরাস্ত মাহমুদউল্লাহ। গ্লাভসে লেগে বল উপরে উঠলে ক্যাচ নিয়েছেন এইডেন মার্করাম। বাংলাদেশ অধিনায়ক ফিরলেন ৯ বলে ৩ রান করে। পরের ওভারের প্রথম বলেই প্রিটোরিয়াস বোল্ড করলেন আফিফকে। ৯ ওভার শেষে বাংলাদেশের রান ৫ উইকেটে ৩৬।
৪টা ২৮ মিনিট, ২ নভেম্বর
হ্যাটট্রিক না হলেও মুশফিককে ফেরালেন রাবাদা
আগের ওভারের শেষ দুই বলে নাঈম-সৌম্যকে ফিরিয়েছিলেন রাবাদা। এবার তাই হ্যাটট্রিকের সুযোগ তাঁর সামনে। প্রথম বলে কোনোমতে ঠেকালেন মুশফিকুর রহিম। তবে পরের বলে আর রক্ষা পেলেন না মুশফিক। রাবাদার বাউন্সার খোঁচা মারতে গিয়ে স্লিপে হেনড্রিকসের হাতে ক্যাচ দিলেন মুশফিক। ৩ বল খেলে রানের খোতা খোলার আগেই ফিরলেন মুশফিক। পাওয়ার প্লেতে বাংলাদেশের রান ৩ উইকেটে ২৮।
৪টা ২১ মিনিট, ২ নভেম্বর
রাবাদার জোড়া আঘাত, ফিরলেন নাঈম-সৌম্য
২২ রানে ভাঙল বাংলাদেশের ওপেনিং জুটি। পুরো টুর্নামেন্ট জুড়েই উদ্বোধনি জুটি ভোগাচ্ছে বাংলাদেশকে। ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারল না আজও। রাবাদার লেংথ বলে তুলে মারতে গিয়ে মিড উইকেটে রিজা হেনড্রিকসের হাতে ক্যাচ দিলেন নাঈম (৯)। পরের বলেই ইনসুইংগিং ইয়র্কারে এলবিডব্লুর ফাঁদে ফেললেন সৌম্যকে। প্রথম বলেই ফিরলেন সৌম্য। ৪ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ২২।
৪টা ৮ মিনিট, ২ নভেম্বর
২ ওভার শেষে ৯/০
স্পিন দিয়ে আক্রমণ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। লিটন-নাঈমের শুরুটা বেশ দেখেশুনে। কেশব মহারাজ প্রথম ওভারে দিইয়েছেন ৪ রান। রাবাদার পরের ওভারের দ্বিতীয় বলেই দারুণ এক ড্রাইভ করে বাউন্ডারি হাঁকালেন লিটন। দুই ওভার শেষে বাংলাদেশের রান বিনা উইকেটে ৯।
৩টা ৫৬ মিনিট, ২ নভেম্বর
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনালের আশা বলতে গেলে একেবারেই শেষ। এখন একটি জয়ই পারে মাহমুদউল্লাহদের হারানো আত্মবিশ্বাস পুনরুদ্ধার করতে। আজ তেমন এক ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ।
সাকিবের জায়গায় আজ সেই দায়িত্ব বিশ্বকাপে প্রথমবারের মতো সুযোগ পাওয়া শামীম হোসেনের ছোট্ট কাঁধে। একাদশ থেকে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমানও। দলের সেরা পেসারের জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। বাংলাদেশের একাদশে পরিবর্তন এই দুটি। তবে অপরিবর্তিত দল নিয়েই নেমেছে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ
লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, শামীম হোসেন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ এবং নাসুম আহমেদ।
৭টা ২ মিনিট, ২ নভেম্বর
বাংলাদেশের হার ৬ উইকেটে
ওভারের শেষ বলে জয় থেকে ৫ রান দূরত্বে থাকার সময় নাসুমকে ছয় মারতে গিয়ে ক্যাচ দিলেন ডুসেন। মিড-অনে দুর্দান্ত এক ক্যাচ নিলেন শরীফুল। মেহেদীর পরের ওভারে খেলা শেষ করে দিলেন মিলার। বাংলাদেশ হারল ৬ উইকেটে।
৬টা ৫৮ মিনিট, ২ নভেম্বর
বোলিংয়ে সৌম্য
৬ষ্ঠ বোলার হিসেবে বোলিংয়ে এসেছেন সৌম্য সরকার। ১২ তম ওভারে সৌম্য দিলেন ৭ রান। শেষ ৪৮ বলে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ১৮ রান।
৬টা ৪৭ মিনিট, ২ নভেম্বর
হারের পথে বাংলাদেশ
ফন ডার ডুসেন আর টেম্বা বাভুমা এগিয়ে নিচ্ছেন দলকে। ৯ ওভার বাকি থাকতে জয় থেকে ২৫ রান দূরে দক্ষিণ আফ্রিকা। হাতে আছে এখনো ৭ উইকেট।
৬টা ২৩ মিনিট, ২ নভেম্বর
তাসকিনের দ্বিতীয় আঘাত
তাসকিনের দ্বিতীয় শিকার মার্করাম। রানের খাতা খোলার আগেই ফিরলেন এই ব্যাটার। অফ স্টাম্পের বাইরের বল স্লিপে নাঈমের হাতে ক্যাচ দিয়েছেন মার্করাম। পাওয়ার প্লে শেষে ৬ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৩৩।
৬টা ১৭ মিনিট, ২ নভেম্বর
ডি কককে বোল্ড করলেন মেহেদী
মেহেদীকে পরপর দুটি চার মেরে স্বাগত জানিয়ে বেশিক্ষণ টিকতে পারলেন না ডি কক। এক বল পরে জায়গা করে খেলতে গিয়ে বোল্ড হয়ে গেলেন এই ওপেনার। স্কিড করা ডেলিভারি ব্যাটে সংযোগ ঘটাতে পারেননি ডি কক। ৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ২ উইকেটে ২৮।
৫টা ৫৭ মিনিট, ২ নভেম্বর
হেনড্রিকসকে ফেরালেন তাসকিন
প্রথম ওভারে বোলিংয়ে এসে সাফল্য এনে দিলেন তাসকিন। ব্যাক অব লেংথ থেকে ভেতরের দিকে ঢোকা বলে হেনড্রিকসকে এলবিডব্লুর ফাঁদে ফেললেন। এই ওভারে তাসকিন দিলেন ৬ রান।
৫টা ৪১ মিনিট, ২ নভেম্বর
৮৪ রানে অলআউট বাংলাদেশ
নোর্কিয়াকে ফিরতি ক্যাচ দিলেন মেহেদী। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করে ফিরলেন এই তরুণ অলরাউন্ডার। পরের বলে হিট উইকেট হলেন নাসুম।বাংলাদেশ থামল ৮৪ রানে। এই বিশ্বকাপে এখন পর্যন্ত নিজেদের সর্বনিম্ন রানে আউট হলো মাহমুদউল্লাহর দল।
৫টা ৩৪ মিনিট, ২ নভেম্বর
রান আউটে কাটা পড়লেন তাসকিন
টেম্বা বাভুমার সরাসরি থ্রোতে রান আউট হয়ে গেলেন তাসকিন আহমেদ। এক্সট্রা কাভারে ঠেলে দিয়েই ১ রান নিতে চেয়েছিলেন তাসকিন। কিন্তু নন স্ট্রাইক প্রান্তে ফেরার আগেই স্টাম্প ভেঙে দিলেন বাভুমা।
৫টা ২৪ মিনিট, ২ নভেম্বর
শামসির দ্বিতীয় শিকার শামিম
শামসিকে উইকেট থেকে বেরিয়ে এসে তুলে মারতে গিয়ে লং অনে মহারাজের হাতে ক্যাচ দিলেন শামীম। ২০ বলে ১১ রানের টেস্ট মেজাজি ইনিংস খেলে ফিরলেন শামীম। ১৬ ওভার শেষে বাংলাদেশের রান ৭ উইকেটে ৭১।
৫টা ৫ মিনিট, ২ নভেম্বর
বোলিংয়ে এসেই লিটনকে ফেরালেন শামসি
১১ ওভার পর বোলিংয়ে এলেন তাবরেজ শামসি। নিজের প্রথম ওভারের তৃতীয় বলেই সেট ব্যাটার লিটনকে এলবিডব্লুর ফাঁদে ফেললেন টি-টোয়েন্টির এক নম্বর বোলার। ৩৬ বলে ২৪ করে ফিরলেন বাংলাদেশ ওপেনার। ৪৫ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশকে ডাকছে লজ্জার রেকর্ড। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর ৭০। নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭০ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।
৪টা ৫০ মিনিট, ২ নভেম্বর
ফিরলেন মাহমুদউল্লাহ, আফিফও
নোর্কিয়ার বাউন্সারে এবার পরাস্ত মাহমুদউল্লাহ। গ্লাভসে লেগে বল উপরে উঠলে ক্যাচ নিয়েছেন এইডেন মার্করাম। বাংলাদেশ অধিনায়ক ফিরলেন ৯ বলে ৩ রান করে। পরের ওভারের প্রথম বলেই প্রিটোরিয়াস বোল্ড করলেন আফিফকে। ৯ ওভার শেষে বাংলাদেশের রান ৫ উইকেটে ৩৬।
৪টা ২৮ মিনিট, ২ নভেম্বর
হ্যাটট্রিক না হলেও মুশফিককে ফেরালেন রাবাদা
আগের ওভারের শেষ দুই বলে নাঈম-সৌম্যকে ফিরিয়েছিলেন রাবাদা। এবার তাই হ্যাটট্রিকের সুযোগ তাঁর সামনে। প্রথম বলে কোনোমতে ঠেকালেন মুশফিকুর রহিম। তবে পরের বলে আর রক্ষা পেলেন না মুশফিক। রাবাদার বাউন্সার খোঁচা মারতে গিয়ে স্লিপে হেনড্রিকসের হাতে ক্যাচ দিলেন মুশফিক। ৩ বল খেলে রানের খোতা খোলার আগেই ফিরলেন মুশফিক। পাওয়ার প্লেতে বাংলাদেশের রান ৩ উইকেটে ২৮।
৪টা ২১ মিনিট, ২ নভেম্বর
রাবাদার জোড়া আঘাত, ফিরলেন নাঈম-সৌম্য
২২ রানে ভাঙল বাংলাদেশের ওপেনিং জুটি। পুরো টুর্নামেন্ট জুড়েই উদ্বোধনি জুটি ভোগাচ্ছে বাংলাদেশকে। ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারল না আজও। রাবাদার লেংথ বলে তুলে মারতে গিয়ে মিড উইকেটে রিজা হেনড্রিকসের হাতে ক্যাচ দিলেন নাঈম (৯)। পরের বলেই ইনসুইংগিং ইয়র্কারে এলবিডব্লুর ফাঁদে ফেললেন সৌম্যকে। প্রথম বলেই ফিরলেন সৌম্য। ৪ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ২২।
৪টা ৮ মিনিট, ২ নভেম্বর
২ ওভার শেষে ৯/০
স্পিন দিয়ে আক্রমণ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। লিটন-নাঈমের শুরুটা বেশ দেখেশুনে। কেশব মহারাজ প্রথম ওভারে দিইয়েছেন ৪ রান। রাবাদার পরের ওভারের দ্বিতীয় বলেই দারুণ এক ড্রাইভ করে বাউন্ডারি হাঁকালেন লিটন। দুই ওভার শেষে বাংলাদেশের রান বিনা উইকেটে ৯।
৩টা ৫৬ মিনিট, ২ নভেম্বর
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনালের আশা বলতে গেলে একেবারেই শেষ। এখন একটি জয়ই পারে মাহমুদউল্লাহদের হারানো আত্মবিশ্বাস পুনরুদ্ধার করতে। আজ তেমন এক ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ।
সাকিবের জায়গায় আজ সেই দায়িত্ব বিশ্বকাপে প্রথমবারের মতো সুযোগ পাওয়া শামীম হোসেনের ছোট্ট কাঁধে। একাদশ থেকে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমানও। দলের সেরা পেসারের জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। বাংলাদেশের একাদশে পরিবর্তন এই দুটি। তবে অপরিবর্তিত দল নিয়েই নেমেছে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ
লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, শামীম হোসেন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ এবং নাসুম আহমেদ।
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৩ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে