একই ভুল বারবার
বড় আশা নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে গিয়েছিল বাংলাদেশ। সেই আশার সমাধি হয়েছে সুপার টুয়েলভে টানা তিন হারে। এর মধ্যে অন্তত দুটি ম্যাচে জয়ের পথেই ছিল বাংলাদেশ। কিন্তু কখনো দৃষ্টিকটু আউট, কখনো বাজে ফিল্ডিং, কখনো আবার শেষের বাজে বোলিংয়ে পথ হারিয়েছে মাহমুদউল্লাহর দল।