Ajker Patrika

মোদির কারণেই হার ভারতের! 

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৩: ৪৮
মোদির কারণেই হার ভারতের! 

পাকিস্তানের কাছে বিশ্বকাপে প্রথম হার দেখেছে ভারত, তা এক সপ্তাহ হতে চলল। বিরাট কোহলিদের হারের কারণ নিয়ে গত সাত দিনে প্রচুর কাটাছেঁড়া হয়েছে। সমালোচনাও কম নয়। ভারতের মুসলিম ক্রিকেটার মোহাম্মদ শামির ধর্ম নিয়ে প্রশ্ন উঠেছে। খেলা ছাপিয়ে বিতর্ক ছড়িয়েছে ভারতের রাজনীতির মঞ্চেও! 

ওয়ানডে ও টি-টোয়েন্টির ফরম্যাটে আগের ১২ দেখায় পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ছিল ভারত। ২৯ বছরের সেই রেকর্ড ভেঙে গত রোববার কোহলিদের ১০ উইকেটের হার উপহার দিয়েছেন বাবর আজমরা। হারের ক্ষোভ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনীতিতে চলছে ভারত দলের মুণ্ডুপাত। এর মাঝে দেশটির কৃষক নেতা রাকেশ টিকায়েত করলেন বিস্ফোরক মন্তব্য। 

টিকায়েতের মন্তব্য, ‘দেশের ভাবাবেগ নয়, মোদি সরকারের ভোটে জেতার জন্যই এই ম্যাচটা হারার দরকার ছিল। আমি ম্যাচটা দেখিনি, কিন্তু গ্রামবাসীর কাছ থেকে শুনেছি, মোদী সরকারই এটা করিয়েছে। কেউ এতে ভারতীয় দলকে অপমান করবে, কেউ করবে উল্লাস। এর ফলে একটা বিভক্তি তৈরি হবে রাজনীতিতে।’

টিকায়েত অবশ্য একাই নন, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা মদন মিত্রও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মোদি সরকারের সমালোচনা করেছেন। ম্যাচের ফল নিয়ে তীব্র সমালোচনা করে এই নেতা বলেছেন, ‘যারা ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তানকে হারানোর মতো মানসিকতা দিতে পারে না, তারা সীমান্তে লড়বে কীভাবে?’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত