Ajker Patrika

আজ ইতি টানবেন আফগানদের সেরা অধিনায়ক

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১২: ৩৭
আজ ইতি টানবেন আফগানদের সেরা অধিনায়ক

নামিবিয়ার বিপক্ষে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় ম্যাচ খেলবে আফগানিস্তান। গ্রুপপর্বে এখনো বাকি দুই ম্যাচ। সেমিফাইনালে খেলার সম্ভাবনাও টিকে আছে বেশ জোরেশোরে। কিন্তু সেই বাকি ম্যাচের অপেক্ষায়  থাকেননি আসগর আফগান। জানিয়ে দিয়েছেন,  আজ নামিবিয়ার বিপক্ষে ম্যাচটাই হবে তাঁর ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।

আফগানিস্তানের হয়ে ৬ টেস্ট, ১১৪ ওয়ানডে ও ৭৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আসগর আফগান। তাঁর অধিনায়কত্বেই ২০১৮ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক আফগানিস্তানের। সাদা পোশাকে তাঁর নেতৃত্বে দল জিতেছে দুই ম্যাচ। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে জয়ের পরিসংখ্যান আরও ভালো।

৭৫ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৫২টিতেই দেশকে নেতৃত্ব দিয়েছেন আসগর আফগান। এই ৫২ ম্যাচের মধ্যে হেরেছেন মাত্র ১০টিতে। মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলে  টানা ৪৬ টি-টোয়েন্টিতে অধিনায়কত্বের রেকর্ডটাও এখন তাঁর দখলে।  ওয়ানডেতে ৫৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছেন ৩৪টিতে। অধিনায়ক হিসেবে আসগর আফগানের জয়ের পরিসংখ্যান অন্য ক্রিকেট খেলুড়ে দেশের যেকোনো অধিনায়কের  তুলনায় বেশ ঈর্ষণীয়!

২০১৫ সালে অধিনায়কত্ব পাওয়া আফগানকে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে সরিয়ে নেতৃত্ব তুলে দেওয়া হয় গুলবাদিন নাইবের হাতে। বিশ্বকাপে আফগানদের ভরাডুবির পর আবারও নেতৃত্ব পেয়েছিলেন ঠিকই; কিন্তু এ বছরের মে মাসে আবারও তাঁকে সরিয়ে দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হয় সাবেক অধিনায়ক মোহাম্মদ নবীর হাতে। গ্রুপপর্বে ভারত-নিউজিল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে এখনো ম্যাচ বাকি আছে। তবে বিদায়টা আজই নিতে চান বলে বোর্ডকে জানিয়ে দিয়েছেন আসগর আফগান। তাঁর সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) টুইটারে জানিয়েছে, ‘দেশের জন্য আসগরের নিবেদনে এসিবি কৃতজ্ঞ। তরুণদের তাঁর শূন্যস্থান পূরণ করতে ভীষণ পরিশ্রম করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত